MCQ
341. একটি গতিশীল বস্তুর বেগ 2ms' এবং গতিশক্তি 1J হলে বস্তুটির ভর হবে-
0.5 kg
1 kg
1.5 kg
2 kg
342. দুগ্ধ চিনি কোনটি?
গ্লুকোজ
সুক্রোজ
ল্যাকটোজ
ম্যালটোজ
343. . PET বোতল তৈরির একটি উপাদান হলো-
থেলিক এসিড
টেরিথেলিক এসিড
বেনজোয়িক এসিড
অ্যাসোটিক এসিড
344. প্রথম শ্রেণির ইটের নূন্যতম ক্রাশিং স্ট্রেস্থ থাকা উচিৎ--
7 MN/m²
10.5 MN/m²
12.5 MN/m²
14 MN/m²
345. ক্লোরাইড আয়ন সনাক্ত করতে যে দ্রবণ ব্যবহৃত হয়?
জলীয় AgNO3
অ্যালকোহলীয় KOH
জলীয় BaCI₂
জলীয় NaCI
346. রক্তে অক্সিজেনের পরিবহন ক্ষমতা নষ্ট করে-
CO
CO2
CH4
CI2
347. কোন রস শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে?
টায়ালিন
পেপসিন
গ্যাস্টিক রস
অগ্ন্যাশয় রস
348. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
Vit-C
Vit-D
Vit-B
Vit-K
349. জীবকোষে কোন স্থানে প্রোটিন সংশ্লেষিত হয়?
রাইবোজোম
নিউক্লিয়াস
মাইট্রোকন্ড্রিয়া
ক্রোমোজোম
350. স্টার্চের মূল উপাদান কোনটি?
সেলুলোজ
গ্লুকোজ
ফ্রুক্টোজ
ল্যাকটোজ
351. 1 মোলার 1 লিটার NaOH দ্রবণ তৈরিতে 40 গ্রাম দ্রব প্রয়োজন। একই দ্রবের একই পরিমাণ 0.01 মোলার দ্রবণ তৈরিতে কত গ্রাম দ্রব প্রয়োজন?
0.4 g
4 g
0.8 g
10 g
352. নিম্নের কোন যৌগটি ক্ষারধর্ম প্রদশন করে?
Ba(OH)2
Al(OH)3
C2H5OH
C6H5OH
353. আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে-
পার্বত্য চট্টগ্রাম
ঢাকা
ময়মনসিংহ
সিলেট
354. SPT- এ Drop hammer ওজন কত?
55 kg
75 kg
70 kg
63.5 kg
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BWDB-2020
BWDB question solution
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রশ্ন ও সমাধান
ব্যাখ্যা: ASTM-D1586 Standard-অনুসারে ড্রপ হ্যামারের ওজন ৬৩.৫ কেজি (১৪০ পাউন্ড)। আমরা মূলত এটাকে স্ট্যান্ডার্ড হিসাবে গ্রহণ করেছি। যে কোন ক্ষেত্রে আপনাকে Standard-ড্রপ হ্যামারের ওজন ৬৩.৫ কেজি (১৪০ পাউন্ড) বিবেচনা করতে হবে। অপরদিকে, Europian standard - অনুসারে ড্রপ হ্যামারের ওজন ৬৫ কেজি (১৪০ পাউন্ড)। সঠিক উত্তর: d. 63.5 kg
355. কোন যৌগটিতে কেবলমাত্র সিগমা বন্ধন রয়েছে?
CH4
C2H4
C2H2
C6H6
356. কোর্স এগ্রিগেটের কণার আকার--
below 4.75 mm
above 6.75 mm
4.75 mm
6.75 mm
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BWDB-2020
BWDB question solution
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রশ্ন ও সমাধান
ব্যাখ্যা: তথ্য: ACI কোড অনুযায়ী 4.75 mm (sieve no 4) চালুনীতে বাঁধাপ্রাপ্ত এগ্রিগেটকে কোর্স এগ্রিগেট বলে।
357. কোনটি অম্লীয় যোগ?
FeCl3
KCI
CH3C1
C6H5Cl
358. কোন মৌলটির আয়নীকরণ শক্তি বেশি?
Li
B
C
Ne
359. নিচের কোন গ্যাসটি গ্রীন হাউজ গ্যাস নয়?
কার্বন ডাই অক্সাইড
নাইট্রাস অক্সাইড
কার্বন ডাই-সালফাইড
জলীয় বাষ্প
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
junior instructor question solution
ব্যাখ্যা: যেসব গ্যাস ভূপৃষ্ঠের বিকিরিত ওজ রশ্মিকে শোষণ করে বায়ুমন্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে, তাদেরকে গ্রিন হাউস গ্যাস বলে। কার্বন-ডাই- অক্সাইড গ্যাসকে প্রধান গ্রিন হাউস গ্যাস বলা হয়। এছাড়া জলীয় বাষ্প, মিথেন, নাইট্রাস অক্সাইড, ফ্রিয়ন বা ক্লোরোফ্লোরো কার্বন ও ওজোন গ্যাস গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে থাকে। শেষের চারটি গ্যাসের ঘনত্ব বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের তুলনায় অনেক কম হলেও এদের IR রশ্মি শোষণ ও বিকিরণ ক্ষমতা কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের তুলনায় অনেক বেশি। তাই গ্লোবাল ওয়ার্মিং এ এদের ভূমিকা উল্লেখযোগ্য।
360. পোর্টল্যান্ড সিমেন্টে সিলিকার পরিমাণ--
10 to 20%
20 to 25%
25 to 40%
40 to 60%