8. নিরাপদ খাবার পানির BOD সর্বোচ্চ কত হতে পারবে-
ব্যাখ্যা: তথ্য: নিরাপদ খাবার পানির BOD শূন্য বা থাকে না বললেই চলে। কিন্তু Who কর্তৃক মনোনীত সুপেয় খাবার পানির নিরাপদ খাবার পানির BOD এর সর্বোচ্চ মান। খাবার পানি ব্যতিত অন্য পানিতে নিরাপদ খাবার পানির BOD এর মান 1-2 mg/L এর মধ্যে থাকলে খুবই ভালো। BOD এর মান 3 হলে মোটামুটি ভালো। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে নদী, হ্রদ ও পুকুরের পানিতে মাছ ও জলজ প্রাণীর জন্য সহায়ক অবশ্যক 6mg/L এর কম হবে। BOD এর মান ১০ এর বেশি হলে পানিতে দূষণমাত্রা খুব খারাপ ধরা হয়।