Image
MCQ
41. কোনটি ক্রমবাচক শব্দ?
পাঁচই
সপ্তমই
এগার
একুশে
42. ২.৫ মিটার গভীর একটি বর্গাকার খোলা চৌবাচ্চায় ২৮, ৯০০ লিটার পানি ধরে। এর ভিতরে এলুমিনিয়ামের পাত লাগাতে প্রতি বর্গমিটারে ৫ টাকা হিসাবে মোট কত খরচ পড়বে?
১২৯.২৯ টাকা
২২৯.৬০ টাকা
২২৭.৮০ টাকা
৬০০ টাকা
43. একটি বাঁশের ০.১৫ অংশ কাঁদায় ও ০.৬৫ অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য ৪ মিটার হয়, তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত?
২০ মিটার
১৮ মিটার
২২ মিটার
২৬ মিটার
44. Identify the correct spelling.
Jurissdiction
Zurisdiction
Zuridiction
Jurisdiction
45. প্রতিকেজি চালের মূল্য ৩২ টাকা এবং প্রতি কেজি গমের মূল্য ১১ টাকা হলে ১৬০ কেজি গমের মূল্যে কত কেজি চাল কেনা যাবে?
৬০ কেজি
৫৫ কেজি
৪৭ কেজি
৬২ কেজি
46. একজন গোয়ালা দুধের ব্যবসার উদ্দেশ্যে বাজার থেকে দুইটি ড্রাম কিনলেন। বাড়িতে গিয়ে তিনি ড্রাম দুইটিতে যথাক্রমে ৮৬৮ লিটার ও ৯৮০ লিটার দুধ রাখলেন। ১ লিটার দুধের দাম ৩৫ টাকা হলে দুইটি ড্রামের দুধ কিনতে কত টাকা লাগবে?
৬৪, ৬৮০ টাকা
৬০, ৩০০ টাকা
৫০, ৫০০ টাকা
৭০, ২০০ টাকা
47. লবণের মূল্য ১০% বেড়ে যাওয়ায় ৭৫০০ টাকায় পূর্বাপেক্ষা ৩০ কেজি লবণ কম পাওয়া যায়। লবণের দাম কত টাকা বেড়েছে?
৫০০ টাকা
১৫০০ টাকা
৭৫০ টাকা
৮০০ টাকা
48. Identify the correct spelling.
Gymnasium
Gymnesium
Gymneseum
Gymnaseum
49. কোন পরীক্ষায় গণিতে ৫২% ও বাংলায় ৪২% পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। যদি উভয় বিষয়ে ১৭% পরীক্ষার্থী অকৃতকার্য হয়ে থাকে, তবে উভয় বিষয়ে শতকরা কতজন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে?
২৩%
৬%
৩০%
৮০%
50. আখের নমুনায় ১২.৫% চিনি রয়েছে। ৫০ উৎপাদনের জন্য কত কেজি আখে প্রয়োজন?
৫০০ কেজি
২৫০ কেজি
৪০০ কেজি
৬০০ কেজি
51. কোনো গ্রামের জনসংখ্যা ৮% বৃদ্ধি পাওয়ায় ২১,৬০০ জন হলো। পূর্বে ঐ গ্রামের জনসংখ্যা জনসংখ্যা কত ছিল?
১৮,৫০০ জন
২০,০০০ জন
১৯,০০০ জন
১৮, ৩৬০ জন
52. Identify the correct spelling.
Messemerize
Mesmarize
Masmerize
Mesmerize
53. কোন গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি হয়?
গেওয়া
ধুন্দল
গর্জন
সুন্দরী
54. কোন স্কুলের ছাত্রসংখ্যাকে ৫, ৮, ২০ দ্বারা ভাগ করলে প্রত্যেক বারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে। ঐ স্কুলের ছাত্রসংখ্যা কত?
৪০ জন
৬০ জন
৪৪ জন
৮০ জন
55. ৩, ৬, ১১, ১৮, ২৭ এর পরের সংখ্যাটি কত?
৩৬
৪৫
৩৮
৩৪
56. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
বিষাদ সিন্ধু
কপালকুণ্ডলা
আলালের ঘরের দুলাল
দুর্গেশনন্দিনী
57. বনভোজনে যাওয়ার জন্য ২৪০০ টাকা দিয়ে বাস ভাড়া করার পর ১০ জন যাত্রী না আসায় বাকিদের মাথাপিছু ৮ টাকা বাড়তি ভাড়া দিতে হল। প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল?
৫২
৪৮
৫০
৪০
58. পাড়ের বিস্তারসহ একটি পুকুরের ক্ষেত্রফল ৩০৩৬ বর্গ মিটার এবং পাড়ছাড়া শুধু পুকুরটির ক্ষেত্রফল ২৪০০ বর্গ মিটার। যদি পাড়ের বিস্তারসহ পুকুরটির দৈর্ঘ্য ৬৬ মিটার এবং পাড়ের বিস্তার ৩ মিটার হয়, তবে পুকুরটির প্রস্থ কত মিটার?
৪০ মিটার
২০ মিটার
৮০ মিটার
৪৬ মিটার
59. ৫৬ টি কলা ৩৩৬ টাকায় কিনে ৪২টি কলা ২৫২ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
ক্ষতি ৫%
কোন লাভ বা ক্ষতি হবে না
লাভ ১০%
ক্ষতি ১০%
60. 'ভোমরা' স্থলবন্দরটি কোথায় অবস্থিত?
যশোর
সিলেট
দিনাজপুর
সাতক্ষীরা