MCQ
181. ACI কোড অনুসারে স্লাবের সর্বনিম্ন পুরুত্বের পরিমাণ-
৯ সে.মি.
১০ সে.মি.
১২ সে.মি.
১৪সে.মি.
182. শিয়ার ফোর্স ডায়াগ্রামে চিহ্ন পরিবর্তন বিন্দুকে বলে-
ইরপ্লেকশন বিন্দু
নিরপেক্ষ বিন্দু
বিপদজনক বিন্দু
নিষ্ক্রিয় বিন্দু
183. এক নিউটন সমান = ?
০.৫০৫ পাউন্ড
০.২২৫ পাউন্ড
০.৭২৭ পাউন্ড
১ পাউন্ড
184. আদর্শ প্রক্টর পরীক্ষায় মাটিকে দৃঢ়করণের জন্য ব্যবহৃত হাতুড়ির ওজন-
৫.৫ কেজি
৩.৫ কেজি
৪.৫ কেজি
২.৫ কেজি
185. ২৮ দিন কিউরিং এর ফলে সাধারন পোর্টল্যান্ড সিমেন্ট কংক্রিট কত % শক্তি অর্জন করে?
50%
60%
70%
80%
186. Moment of inertia এর একক-
m²
m³/ sec
m4
m³
187. শুকনা বালির স্থিরতা কোণ কত?
২০°
৩০"
২৫°
৩৫°
188. সিমেন্টের প্রান্তিক সেটিং টাইম পরীক্ষায় ব্যবহৃত সুই-এর প্রস্থচ্ছেদী ক্ষেত্রফল হবে-
১ বর্গ, মি.মি.
৩ বর্গ, মি.মি.
২ বর্গ, মি.মি.
৪ বর্গ. মি.মি.
189. Capillary rise will be greater in-
gravel
fine sand
silt
coarse sand
190. The standard value of Equivalent single Axle Load (ESAL) is-
1 kip
18 kip
8.2 kip
1.8 kip
ব্যাখ্যা:
191. কংক্রিটের compression test-এ ব্যবহৃত সিলিন্ডারের ব্যাস ও উচ্চতা যথাক্রমে-
১৫ সে.মি. ৩০ সে.মি.
৩০ সে.মি. ৩০ সে.মি.
১৫ সে.মি. ১৫ সে.মি,
৩০ সে.মি. ১৫ সে.মি.
192. 50 mm² ক্ষেত্রফলের উপর 5N বল প্রয়োগ করলে পীড়নের পরিমাণ হবে-
10 MPa
1 MPa
0.1 MPa
0.01 MPa
193. d ব্যাসবিশিষ্ট একটি রডের কেবলমাত্র hook-এর দৈর্ঘ্য-
2d
10d
4d
16d
194. একটি প্রথম শ্রেণীর ইটে সিলিকার (SiO₂) পরিমান কত?
৫০%
৬০%
৫৫%
৬৫%
195. 10 সাধারনভাবে স্থাপিত L' মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি বীমে সমভাবে বিস্তৃত প্রতি মিটার w kg লোডের জন্য সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট-
WL²/4
WL²/8
WL²/22
. WL2/12
196. পয়সনের অনুপাত বলতে কি বুঝায়-
পার্শ্ব বিকৃতি / দৈর্ঘ্য বিকৃতি
দৈর্ঘ্য বিকৃতি / পার্শ্ব বিকৃতি
পার্শ্ব হ্রাস / দৈর্ঘ্য বৃদ্ধি
দৈর্ঘ্য বৃদ্ধি/ পার্শ্ব হ্রাস
197. সেটিং টাইম টেস্ট সুই (নিডল) সিমেন্ট পেস্টের মধ্যে সম্পূর্ণ না ডুবে কত মি.মি. পর্যন্ত ডুবলে বুঝতে হবে যে প্রান্তিক সেটিং শুরু হয়েছে?
৩৫ মি.মি.
৪০ মি.মি.
২৫ মি.মি.
৩০ মি.মি.
198. T ব্যাসবিশিষ্ট নিরেট শ্যাফটে D টর্কেও কারনে উৎপন্ন শিয়ার পীড়ন হবে-
16T / πd³
32T / πd³
16T / πd²
16T / πα4
199. সিমেন্টের ফাইনাল সেটিং টাইম কত সময়ের বেশি হওয়া উচিত নয়?
৫ ঘন্টা
১০ ঘন্টা
৭ ঘন্টা
১২ ঘন্টা
200. স্থানীয় আকর্ষন না থাকেেল সম্মুখ ও পশ্চাৎ বিয়ারিং এর পার্থক্য হওয়া উচিত-
৯০°
১৮০°
০°
৫০°