Image
MCQ
121. 'আগড়ম বাগড়ম'বাগধারার অর্থ কি?
সুন্দর কথা
প্রচুর কথা
রাগের কথা
অর্থহীন কথা
122. কোন বানানটি শুদ্ধ?
বিভিষীকা
বিভীষিকা
বীভিষিকা
বিভিষিকা
123. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে?
১৮০১
১৮০৩
১৮০২
১৮০৪
124. Capillary action সবচেয়ে বেশি হবে-
Coarse sand-এ
Silt-এ
Clay-তে
Find sand-এ
125. ক্রীতদাসের হাসি কার রচনা?
হাসান আজিজুল হক
আলাউদ্দিন আল আজাদ
সৈয়দ ওয়ালিউল্লাহ
শওকত ওসমান
126. সেলিম আল দীন কোন নাটকটি রচনা করেছেন?
মুনতাসির ফ্যান্টাসি
পায়ের আওয়াজ পাওয়া যায়
কবর
বহুব্রীহি
127. Concrete-কে curing করতে হয়-
Cement এর hydration-এর জন্য
নতুন concrete-এর উপর পানির চাপ প্রয়োগের জন্য, যা concrete-কে জমাট হতে সাহায্য করে
সূর্যের তাপে নতুন concrete যেন ফেটে না যায়
উপরোক্ত সবগুলোর জন্য
128. 'চাঁদ মুখের' ব্যাসবাক্য হলো?
চাঁদ মুখের ন্যায়
চাঁদের মতো মুখ
চাঁদের মতো মুখ
চাঁদ রূপ মুখ
129. Bibliographic means-
History of the Bible
History of Books
Collection of Books
Worshipper of Books
131. বাংলা একাডেমী কোন সালে প্রতিষ্ঠিত হয়?
১৯৫৪
১৯৫৭
১৯৫৫
১৯৫৬
133. পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে ভিজা তলের পরিসীমা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায়, তাকে হাইড্রলিক-
গড় চাপ বলে
গড় ধাক্কা বলে
গড় পৃষ্ঠটান বলে
গড় গভীরতা বলে
134. সিমেন্ট কংক্রিটের দৃঢ়ীকরণে যে হ্যান্ড ট্যাম্পার ব্যবহার করা হয়, তার প্রস্থ ও গভীরতা যথাক্রমে-
১০ সেমি এবং ২৫ সেমি
১০ সেমি এবং ২০ সেমি
১৫ সেমি এবং ৩০ সেমি
১০ সেমি এবং ৩০ সেমি
135. অ্যাবাটমেন্ট (Abutment) কী?
ব্রিজের পাইল ক্যাপ
ব্রিজের প্রান্তীয় সাপোর্ট
ব্রিজের নদী মধ্যবর্তী সাপোর্ট
ব্রিজের সুপারস্ট্রাকচার
136. যা চেটে খাওয়ার যোগ্য-
চোষ্য
চ্য
লেহ্য
পেয়
137. নিচের কোনটি ফ্লুইড নয়?
তেল
তাপ
গ‌্যাস
স্টিল
138. Capital punishment means -
Heavy punishment
confiscation of punishment
Death penults
life imprisonment
140. ৯ ১/২” × ৪ ১/২’’ × ২ ৩/৪” সাইজের ইটে ১০০ ফুট Edging-এর জন্য ইট প্রয়োজন- [MOCA-19]
২০০টি
২৫০টি
৩০০টি
২৭৫টি