MCQ
121. যে বিষের এক প্রাপ্ত সাপোর্টের বাইরে বাড়ানো অবস্থায় লোড বহন করে তাকে বলে-
সাধারণ বিম
ঝুলন্ত বিম
ক্যান্টিলিভার বিম
আবদ্ধ বিম
122. শিয়ার ফোর্স ডায়াগ্রামের হেলানো রেখা কোন ধরনের লোড নির্দেশ করে--
কেন্দ্রীভূত লোড
সমভাবে বিস্তৃত লোড
ত্রিভুজাকার লোড
কাপল
123. যে বিমের উভয় প্রাপ্ত দৃঢ়ভাবে আটানো লোড বহন করে তাকে বলে-
ক্যান্টিলিভার
আবদ
সাধারণ
ঝুলন্ত
124. RFP বলতে কী বুঝায়
Request for Proposal
Request for Promotion
Request for Procurement
Request for Project
125. পানির মধ্যে নির্মাণ এলাকা শুদ্ধ রাখার জন্য ব্যবহৃত হয়-
পাইল
ওয়েল
কেইসন
কফার ড্যাম
126. যে সব বিম উভয় প্রান্ত মুক্ত অবস্থায় সাপোর্টের ওপর অবস্থান করে লোড বহন করে তাকে বলে-
ঝুলন্ত বিম
ক্যান্টিলিভার বিম
সাধারণভাবে স্থাপিত বিম
আবদ্ধ বিম
127. কোন ধরনের aggregate ব্যবহার করলে workabillity ভালো পাওয়া যায়?
Elongated
angular
rounded
সবগুলি
128. নত তলের উপর বস্তুর ওজন ww অবস্থিত থাকলে তলে প্রক্রিয়া বলের মান হবে?
w.cos 30°
w sin 30°
w.cos 60
w sin 60°
129. শিয়ার ফোর্স ডায়াগ্রাম যে বিন্দুতে লম্ব রেখার অবস্থান করে ঐ বিন্দুতে বিমের ওপর যে লোড কাজ করে তা হলো-
কেন্দ্রিভূত লোড
ত্রিভুজাকার
আয়তাকার
কাপল
130. জবনের ছাদে পানি চুয়ানো বন্ধের জন্য ও তাপ প্রতিরোধ করার জন্য নিচের কোনটি ব্যবহৃত
সিমেন্ট কংক্রিট
লাইম কংক্রিট
বিটুমিনাস কংক্রিট
কোনোটিই নয়
131. ক্রিটিকাল অ্যাকটিভিটির ফ্লোট কত হবে?
১
হেড ও টেইল স্নাবের বিয়োগফল
০
কোনটিই নয়
132. গাঁথুনিতে ব্যবহারের পূর্বে ইটকে পানিতে ভিজানো হয় কেন?
ইটকে পরিষ্কার করার জন্য
ইট ঠাণ্ডা করার জন্য
ইট যাতে মসলায় ব্যাবহৃত পানি শোষণ করতে না পারে।
কোনোটিই নয়
133. শিয়ার ফোর্স ডায়াগ্রামের অনুভূমিক রেখা কোন ধরনের লোডের নির্দেশ করে?
কেন্দ্রীভূত লোড
সমভাবে বিস্তৃত লোড
শূন্য লোড
ত্রিভুজাকার লোড
134. যান্ত্রিক শক্তি কত প্রকার?
দুই
তিন
চার
পাঁচ
135. BSTI মানে কী ?
British Standards and Testing
British Standards and Testing Instroment
Bangladesh Standards and Testing Institution
Bangladesh Standards and Testing Instroment
136. ইঞ্জিনের পাওয়ার কত প্রকার?
দুই
তিন
চার
পাঁচ
137. যে বিমের এক প্রান্তে দৃঢ়ভাবে আটকানো এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় থেকে লোড বহন করে তাকে বলে-
ক্যান্টিলিভার বিম
আবদ্ধ বিম
সাধাদরণ বিম
ঝুলন্ত বিম
138. Sunshade-এর নিচে গড়ানো ঠেকাতে সিমেন্টের যে ব্যান্ড দেয়া হয় তার নাম
Drop Course
Rain Course
Water course
Dip Course
139. Concrete placing এবং compacting এর সময় উপরিভাগে পানি উঠে গেলে তাকে কী বলে?
segregation
bulking
bleeding
creeping
140. বৃষ্টিপাত সাধারণত কোন এককে পরিমাপ করা হয়
ঘনমিটার
মিলিমিটার
বর্গমিটার
কোনটিই নয়