EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
121. শিয়ার ফোর্স ডায়াগ্রামের হেলানো রেখা কোন ধরনের লোড নির্দেশ করে--
কেন্দ্রীভূত লোড
সমভাবে বিস্তৃত লোড
ত্রিভুজাকার লোড
কাপল
122. যে সব বিম উভয় প্রান্ত মুক্ত অবস্থায় সাপোর্টের ওপর অবস্থান করে লোড বহন করে তাকে বলে-
ঝুলন্ত বিম
ক্যান্টিলিভার বিম
সাধারণভাবে স্থাপিত বিম
আবদ্ধ বিম
123. যে বিষের এক প্রাপ্ত সাপোর্টের বাইরে বাড়ানো অবস্থায় লোড বহন করে তাকে বলে-
সাধারণ বিম
ঝুলন্ত বিম
ক্যান্টিলিভার বিম
আবদ্ধ বিম
124. কোন ধরনের aggregate ব্যবহার করলে workabillity ভালো পাওয়া যায়?
Elongated
angular
rounded
সবগুলি
ব্যাখ্যা: Workability (কার্যোপযোগিতা)-এর অর্থ সিমেন্ট paste- এর সাথে ভালোভাবে মিশ্রণ তৈরি করা এটি rounded shape aggregate ভালো করে, কারণ এটি engular এবং elongated-এর তুলনায় কম পরিমাণে ঘর্ষণ বাধা উৎপন্ন করে। উত্তর সহ কয়েকটি অনুরুদ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. কোন ধরনের aggregate ব্যবহার করলে Workability ভালো পাওয়া যায় rounded. 2. পরোক্ষভাবে concrete এর workability নির্ণয় করা হয় কোনটির সাহায্যে -slump test. 3. কোন ধরনের aggregate ব্যবহার করলে workability কম পাওয়া যায় - angular. 4. কোন ধরনের aggregate ব্যবহার করলে strength বেশি পাওয়া যায় - angular.
125. BSTI মানে কী ?
British Standards and Testing
British Standards and Testing Instroment
Bangladesh Standards and Testing Institution
Bangladesh Standards and Testing Instroment
ব্যাখ্যা: উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপুর্ণ প্রশ্ন 1. BSTI মানে কী? Bangladesh Standards and Testing Institution. 2. ACI means - American Concrete Institute. 3. ASTM means - American Society for Testing and Materials. 4. BNBC-Bangladesh National Building Code.
126. ক্রিটিকাল অ্যাকটিভিটির ফ্লোট কত হবে?
হেড ও টেইল স্নাবের বিয়োগফল
কোনটিই নয়
ব্যাখ্যা: ক্রিটিকাল অ্যাকটিভিটির ফ্লোট কত হবে- ০.
127. শিয়ার ফোর্স ডায়াগ্রাম যে বিন্দুতে লম্ব রেখার অবস্থান করে ঐ বিন্দুতে বিমের ওপর যে লোড কাজ করে তা হলো-
কেন্দ্রিভূত লোড
ত্রিভুজাকার
আয়তাকার
কাপল
128. শিয়ার ফোর্স ডায়াগ্রামের অনুভূমিক রেখা কোন ধরনের লোডের নির্দেশ করে?
কেন্দ্রীভূত লোড
সমভাবে বিস্তৃত লোড
শূন্য লোড
ত্রিভুজাকার লোড
129. বৃষ্টিপাত সাধারণত কোন এককে পরিমাপ করা হয়
ঘনমিটার
মিলিমিটার
বর্গমিটার
কোনটিই নয়
130. গাঁথুনিতে ব্যবহারের পূর্বে ইটকে পানিতে ভিজানো হয় কেন?
ইটকে পরিষ্কার করার জন্য
ইট ঠাণ্ডা করার জন্য
ইট যাতে মসলায় ব্যাবহৃত পানি শোষণ করতে না পারে।
কোনোটিই নয়
ব্যাখ্যা: একটি শুকনো ইট ওজনের তিনগুণ পানি শোষণে সক্ষম। যদি গাঁধুনীর আগে হাট না ভিজানো হয় তাহলে ঐ ইট মসলা থেকে পানি শোষণ করে মসলার কার্যকারিতা নষ্ট করে দেয়। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. গাঁথুনিতে ব্যবহারের পূর্বে ইটকে পানিতে ভিজানো হয় কেন- ইট যাতে মসলায় ব্যবহৃত পানি শোষণ করতে না পারে। 2. 5" শুরু Brick work এর জন্য Cement Sand Mortar এর অনুপাত কত- 1:4. 3. গাঁধুনির কাজে শুকনো মসলার আয়তন মোট কাজের কত ভাগ- ৩৫% 4. 10" পুরু Brick work এর জন্য Cement sand mortar এর অনুপাত কত- 1:6. 5.। ঘনমিটার ইটের গাঁথুনি কাজে কতটি ইটের প্রয়োজন 410 টি। 6 । ঘনমিটার ইটের গাঁধুনি কাজে কতটি মডুলার ইটের প্রয়োজন ৩০০ টি।
131. পানির মধ্যে নির্মাণ এলাকা শুদ্ধ রাখার জন্য ব্যবহৃত হয়-
পাইল
ওয়েল
কেইসন
কফার ড্যাম
ব্যাখ্যা: Coffer Dam একটি water tight স্ট্রাকচার যা মাটির নিচে বিল্ডিং work করার জন্য একটি শুষ্ক জায়গা তৈরি করে। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1.পানির মধ্যে নির্মাণ এলাকা শুদ্ধ রাখার জন্য ব্যবহৃত হয়- কফার তাদের (সামরিক ভূমি ও আ্যান্টনমেন্টট অধিদপ্তর। 1. মাটি বা পানির নিচে প্রয়োজনীয় গভীরতায় ভিত্তি স্থাপনের জন্য কোনটি নির্মাণ করা হয় Calson. 2. নিচের কোনটি গভীর ভিত্তি Coffer Dam. 3. নিচের কোনটি গভীর ভিত্তি Caison.
132. RFP বলতে কী বুঝায়
Request for Proposal
Request for Promotion
Request for Procurement
Request for Project
ব্যাখ্যা: Tender dropping-এ সময়কার একটা document's Bidding process-এর সময় কোনো agency বা company এটি তৈরি করে থাকে। কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. RFP বলতে কী বুঝ? Request for Proposal 2. PPR means Public Procurement Regulations. 3. CPM means Critical Path Method, 4. PERT-Programme Evaluation and Review Technique. 5. BOQ means Bill of Quantities.
133. Sunshade-এর নিচে গড়ানো ঠেকাতে সিমেন্টের যে ব্যান্ড দেয়া হয় তার নাম
Drop Course
Rain Course
Water course
Dip Course
ব্যাখ্যা: জানালার উপরে বৌদ্রের তাপ, আলো, বৃষ্টির কাপটা, পানি চুইয়ে ভিতরে যেন না আসে তা প্রটেক্ট করার জন্য যা দেওয়া হয় তাকেই sunshade বলে। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Sunshade এর নিচে পানি গড়ানো ঠেকাতে সিমেন্টের যে ব্যান্ড দেয়া হয় তার নাম Dip Course. 2. জানালার নিচের দেওয়ালের উপর নির্মিত আনুভূমিক মেম্বারকে কী বলে- Sill. 3. কোনো ফাঁকা জায়গার উপর কাঠামোর লোডকে দুই পাশে স্থানান্তর করার জন্য কোনটি নির্মাণ করা হয় Lintel. 4. কোনো ফাঁকা জায়গার উপর কাঠামোর লোডকে দুই পাশে স্থানান্তর করার জন্য ওয়েজ আকৃতির কোনটি নির্মাণ করা হয় Arch 5. মাটির সমান্তরালে এক কোর্স গাঁথুনি যদি দেওয়াল পৃষ্ঠের বাহিরে কিছুটা বের হয়ে থাকলে তখন তাকে কী বলে- String Course 6. দেওয়াল ও ছাদের সংযোগ স্থলে দেওয়ালের বাহিরে বর্ধিত স্নাবকে কী বলে কার্নিশ।
135. যে বিমের এক প্রান্তে দৃঢ়ভাবে আটকানো এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় থেকে লোড বহন করে তাকে বলে-
ক্যান্টিলিভার বিম
আবদ্ধ বিম
সাধাদরণ বিম
ঝুলন্ত বিম
136. নত তলের উপর বস্তুর ওজন ww অবস্থিত থাকলে তলে প্রক্রিয়া বলের মান হবে?
w.cos 30°
w sin 30°
w.cos 60
w sin 60°
138. Concrete placing এবং compacting এর সময় উপরিভাগে পানি উঠে গেলে তাকে কী বলে?
segregation
bulking
bleeding
creeping
ব্যাখ্যা: কংক্রিটের উপাদানসমূহ পৃথক হয়ে যাওয়াকে segregation বা বিযুক্তিকরণ বলে। দীর্ঘস্থায়ী লোডের ফলে স্ট্রকচারের যে বিচ্যুতি হয় তাকে creeping বলে। উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Concrete placing & compacting এর সময় উপরিভাগে। পানি উঠে গেলে তাকে কী বলে- bleeding. 2. Concrete এ cement mortar থেকে aggregate আলাদা হলে তাকে কী বলে -segregation. 3. Concrete এ cement mortar থেকে পানিসহ cement চুয়ে পড়লে তাকে কী বলে -laitance. 4. Segregation এড়ানোর জন্য সর্বোচ্চ কত উচ্চতা থেকে concrete ফেলা হয় - 1.5 m.
139. জবনের ছাদে পানি চুয়ানো বন্ধের জন্য ও তাপ প্রতিরোধ করার জন্য নিচের কোনটি ব্যবহৃত
সিমেন্ট কংক্রিট
লাইম কংক্রিট
বিটুমিনাস কংক্রিট
কোনোটিই নয়
ব্যাখ্যা: লাইম কংক্রিটেন thermal conductivity খুব কম। তাই এটি কম তাপ পরিবহন করে যা ছাদের নিচের তাপ বাড়াতে বাধা দেয় এবং এর জন্য কোনো Extra water proofing course দরকার হয় না। উত্তর সহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভবনের ছাদে পানি চুয়ানো বন্ধের জন্য ও তাপ প্রতিরোধ করার জন্য নিম্নের কোনটি ব্যবহৃত হয় লাইম কংক্রিট। 2. 7:2:2 অনুপাতে জলছাদ তৈরির জন্য ১০ ঘনমিটার কাজে চুনের পরিমাণ কত- 2.73 m^3. Lime Concrete Khoa: Lime Surki অনুপাত হল- 712:2.
140. যে বিমের উভয় প্রাপ্ত দৃঢ়ভাবে আটানো লোড বহন করে তাকে বলে-
ক্যান্টিলিভার
আবদ
সাধারণ
ঝুলন্ত