MCQ
161. একটি অর্ধবৃত্তের ভার কেন্দ্রের (C.G) সমান দূরত্ব হবে-
Y = 3r/4 π
Υ = 3 π /4г
Y = 4 π /3г
Υ = 4г/ π
162. ত্রিভুজের ভূমি b এবং উচ্চতা h হলে ভূমি বরাবর অব্দে মোমেন্ট অধ ইনারশিয়া-
bh 36
bh³/64
bgh³/12
bh/13
163. কোন বস্তুতে একাধিক বলের মোমেন্ট হলো, বলগুলোর মোমেন্টের বীজগাণিতিক-
যোগফল
বিয়োগফল
গুণফল
কোনটিই নয়
164. কোন চিত্রের ক্ষেত্রফলের মধ্যবিন্দুকে কি বলে?
কেন্দ্র
অক্ষ
প্রতিসম
কোনটাই নয়
165. প্লাটফরমে ব্যবস্থত ওজন পরিমাপক মেশিন একটি কিসের উদাহরণ-
যৌগিক লিভারের
সরল লিভারের
মৌলিক লিভারের
কোনটিই নয়
166. রাইট সার্কুলার কোণের আয়তন-
(π /4 )r^2h
(π/3) rh
(π/3) r^2h
(π/4) r
167. একই তলে যে কোনো বিন্দুতে জুগলের মোমেন্টের মান-
দ্বিগুণ
সমান
অর্ধেক
তিনগুন
168. ত্রিভুজের ভূমি b এবং উচ্চতা h হলে ভরকেন্দ্রগামী মোমেন্ট অব ইনারশিয়া-
bh³/36
bh²/12
bgh³/12
bh/12
169. একটি আয়তক্ষেত্রের প্রস্থ ও গভীরতা যথাক্রমে d ও d হলে ক্ষেত্রটির নুন্যতম রেডিয়াস -এর জাইরেশন, -
b/2√3
b/√3
d/2√3
d/√3
170. ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু ও এবং উচ্চতা য, ভূমি ৮ থেকে তার ভরকেন্দ্রের অবস্থান হবে-
π/3r^2h
h b+2a/3(b+a)
3 π /8
h/2
171. ত্রিভুজের উচ্চতা h হলে শীর্ষ বিন্দু থেকে ভরকেন্দ্রের দূরত্ব-
h/3
h/2
2h/3
b/3
172. অর্থগোলকে এর ভূমি থেকে ভরকেন্দ্রের দূরত্ব-
3r/8
8r/3
5r/8
8r/5
173. একটি রাইট সার্কুলার সলিড কোণ (Cone) এর উচ্চতা h হলে ভূমি থেকে CG এর দূরত্ব হবে-
h/2
h/3
h/4
2h/3
174. একটি বর্ণক্ষেত্রের বাহুর মান a হলে ভরকেন্দ্রগামী ঐ ক্ষেত্রের মোমেন্ট অব ইনারশিয়া-
a^4/12
a^4/4
a^3/12
a^3/3
175. মোমেন্টের একক কি?
kg/cm
kg-m
N/m
16 ft
176. ত্রিভুজের ভূমি b এবং উচ্চতা h হলে ভূমি রেখা থেকে C.G এর দূরত্ব হবে-
h/2
h/3
h/4
2h/3
177. ব্যাসের সমান্তরালে অর্ধবৃত্তের করকেন্দ্রগামী মোমেন্ট অব ইনারশিয়া-
0.10r^4
0.12 r^4
0.11 r^4
0.13 r^4
178. কোন ক্ষেত্রের ওপর লম্ব অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্টকে কি বলে?
মোমেন্ট অব ইনারশিয়া
পোলার মোমেন্ট অব ইনারশিয়া
ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট
রেডিয়াস অব জাইরেশন
179. সুবম পিরামিডের উচ্চতা h হলে ভূমি থেকে কেন্দ্রের উচ্চতা হবে--
h/4
h/2
h/3
h
180. সমবাহু ত্রিভুজের যে কোন বাহু (a) থেকে কেন্দ্রের দূরত্ব-
a√3/2
a/2√3
a^2√3/2
a^2/2√3