Image
MCQ
141. d ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রের সেকশন মডুলাস হলো-
π d^3/8
π d^3/16
π d^3/32
π d^3/ 64
142. প্রকল্প অনুমোদনের সাথে সংশ্লিষ্ট কোনটি?
Construction Supervision
Material testing
Tendering Authority
Planning Commission
143. a বাহু বিশিষ্ট কোন বর্গক্ষেত্রের সেকশন মডুলাস হবে-
a^1/12
a^4/6
a^3/12
a^4/√12
144. Concrete Workability কার উপর নির্ভর
Aggregate-Cement ratio
Water-Cement ratio
Aggregate Grading
উপরোক্ত সব
145. ঘর্ষণ বল নির্ভর করে-
তলদেশের ক্ষেত্রের ওপর
বস্তুর গতির ওপর
তলদেশের অমসৃণতার ওপর
প্রয়োগকৃত বলের ওপর
146. ঘর্ষণ বল সর্বদা কাজ করে প্রয়োগকৃত বলের-
সমান্তরালে
তলের সমস্তরালে
একই দিকে
তলের সমান্তরালে ও বিপরীত দিকে
147. সিমেন্ট মর্টারের কম্প্রেসিভ টেস্টের জন্য ব্যবহৃত কিউবের এর ডাইমেনশন কত?
4’’ × 4’’ × 4’’
4cm x 4cm x 4cm
2’’ × 2’’× 2’’
2cm x 2cm x 2cm
148. গতির বেগ বৃদ্ধি হলে ঘর্ষণ বল-
বৃদ্ধি পায়
হ্রাস পায়
হ্রাস-বৃদ্ধি পায়
কোনটাই নয়
150. আবাসিক বিল্ডিং-এ damp proof course (DPC) সাধারণত কোথায় দেয়া হয়। দিনে-SAE
Plinth level
Ground level
Ceiling
Water table level
152. সংস্পর্শ তলের কিসের ওপর ঘর্ষন বল নির্ভর--
অমসৃণতার
স্থির ঘর্ষণ
মসৃণতার
কোনটাই নয়
154. Slump test এর জন্য bullnosed এর যে রঙ ব্যবহার করা হয় তা
3/4’’
1/2’’
5/8’’
7/8’’
155. পরিবহনের সময় Coarse aggregate যদি mortar থেকে আলাদা হয়, তখন তাকে কী বলে?
Segregation
Blending
Creeping
Shrinkage
156. Ready mix concrete-t slump বেশি রাখা যায়-
strength বেশি পাওয়ার জন্য
দীর্ঘ সময় ধরে ব্যবহার করার জন্য
Cocrete pump করে ব্যবহার করার জনা
concrete এর জমাট বাধা রোধ করার জন্য
158. b বাহু বিশিষ্ট কোন বর্গক্ষেত্রের রেডিয়াস অব জাইরেশনের মান
b/√12
b/12
b/10
b^4/√12
160. দুটি বস্তুর মধ্যে ঘর্ষণ বল নির্ভর করে এদের মধ্যে-
উপরের বস্তুর ওপর
নিচের বস্তুর ওপর
দুটি বস্তুরই তলের ওপর
যেটি সবচেয়ে বেশি অমসৃণ তার উপর