MCQ
141. ত্রিভুজায়নে কোন ত্রিভূজের কোণের সর্ব্বোচ্চ মান কত-
৩০
৬০
১২০
১৮০
142. শিকল জরিপ কোন ধরনের এলাকার জন্য উপযুগী?
বন্ধুর
সমতল
ঘণ বসতি
পাহাড়ি
ব্যাখ্যা: ব্যাখ্যা: শিকল জরিপ ভূমি জরিপের জন্য শিকল জরিপ সবচেয়ে সহজ । যে জায়গায় জরিপ করতে হবে তা কতকগুলো ত্রিভূজে ভাগ করে নিতে হয় এবং ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য শিকল দিয়ে মাপ করা হয়।
সঠিক উত্তর: খ. সমতল
143. কোন ধাতুটি স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?
জার্মেনিয়াম
পারদ
বোরন
সোডিয়াম
144. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
ক. রাজশাহী
নওগাঁ
বগুড়া
নাটর
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (সিভিল-২০০৫)
ব্যাখ্যা: তথ্য: নাটোর শহর হতে ৩ কিলোমিটান উত্তরে এক মনোরম পরিবেশে ইতিহাস বিখ্যাত দিঘাপতিয়া রাজবাড়ী তথা উত্তরা গণভবন অবস্থিত। নাটোরের রাণী ভবানী তাঁর নায়েব দয়ারামের উপর সন্তুষ্ট হয়ে তাকে দিঘাপতিয়া পরগণা উপহার দেন।
145. কাঁচ তৈরীর প্রধান উপাদান কোনটি-
সোডা
লাইম
বালি
সব
146. কোন ধরনের এগ্রিগেট উচ্চ শক্তি প্রদান করে?
কোণাকৃতি
গোলাকার
পাতাবিশিষ্ট
অসম আকৃতি
147. গ্রুপ ইনডেক্স এ মান যত কম হবে সে মাটি সাবগ্রেডের জন্য তত-
অনুপোযুক্ত হবে
উপোযুক্ত হবে
দৃঢ়াবদ্ধ
ক্ষতিকারক
148. বীম কলামের উপর প্লাস্টারের অনুপাত কত-
1:3
1:4
1:6
1:7
149. ইটের উপাদানে সিলিকার শতকরা পরিমাণ কত?
৪৫%
৫৫%
৬০%
৬৫%
150. আন্ডার পাইপিং এর পদ্ধতি-
২টি
৩ টি
৪টি
৫টি
151. জড়তার ভ্রামক কত প্রকার-
২প্রকার
৩প্রকার
৪প্রকার
৫প্রকার
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (সিভিল-২০০৫)
ব্যাখ্যা: ব্যাখ্যা: জড়তার ভ্রামক (Moment of inertia) মূলত ২প্রকার-
i. Mass moment of inertia
ii. Area moment of inertia
152. বলের প্রভাব অনুসারে মোমেন্ট কত প্রকার-
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: ব্যাখ্যা: বলের প্রভাবে অনুসারে মোমেন্ট ২ প্রকার।
1. clockwise moment.
2. anticlockwise moment.
153. নিচের কোনটিকে পাতন করে তলানি হিসাবে পিচ পাওয়া যায়-
টার
বিটুমিন
অ্যাস্ফাল্ট
ইমালশন
Civil Engineering
Civil MCQ
Himalay Sen Sir
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (সিভিল-২০০৫)
ব্যাখ্যা: ব্যাখ্যা: পিচ (Pitch): Bituminous গুন সম্পন্ন ও কালো বর্ণের সান্দ্র পদার্থ। টার ও জৈব পদার্থের পাতন প্রক্রিয়ায় পিচ পাওয়া যায়।
উত্তর: ক.
154. নিচের কোনটি স্প্রেড ফুটিং এর উদাহরণ-
ক. অফসেট ফুটিং গ. খ. ঘ.
ওয়াল ফুটিং
আরসি ফুটিং
স্প্রেড ফুটিং
ব্যাখ্যা: ব্যাখ্যা: কাঠামোর বেইজকে ধাপে ধাপে চওড়া কওে কাঠামোর লোডকে অনেকখানি এলাকাজুড়ে ছড়িয়ে দেবার জন্য যে ভিত্তি ব্যবহার করা হয়, তাই স্প্রেড ফুটিং সঠিক উত্তর: ঘ. স্প্রেড ফুটিং
155. শোরিং কত প্রকার-
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
156. কোন মৃত্তিকার তারল্য সীমা ২০% এর কম হলে তা কোন মৃত্তিকা?
বেলে
পলি
কাদা
নম্যতা
157. কাঠে কার্বনের পরিমাণ কত-
৩৯%
৪৯%
৫৯%
৬৯%
158. ইটের স্থায়ীত্বশীলতা বৃদ্ধির জন্য কোন উপাদান ব্যবহার করা হয়-
লাইম
সিলিকা
ম্যাগনেসিয়াম
সবগুলোই
159. হাইড্রোলিক প্রেস কোন সূত্রের উপর কাজ করে?
বার্নোলির সূত্র
প্যাসকেলের সূত্র
নিউটনের সূত্র
রনের সূত্র
160. কোন বাঁক বরাবর সুপার এশিভেশনের মান ক্রমান্বয়ে বৃদ্ধি পায়-
উলম্ব বাঁক
ক্রান্তি বাঁক
অবতল বাঁক
সরল বাঁক