MCQ
2481. কম্পাস জরিপে বিয়ারিং মাপার জন্য ব্যবহৃত হয়- [RAJUK-17]
কম্পাস
ক্লিনোমিটার
টেপ
থিওডোলাইট
2482. দূরবর্তী বিন্দুতে আরএল বহন করে নেয়ার জন্য কোন ধরনের লেভেলিং করা হয়?
পার্থক্যায়ন
বিনিময়ক্রম
প্রোফাইল
ত্রিকোণমিতিক
2483. কত দূরত্বের জন্য বক্রতা ও প্রতিসরণ শুদ্ধির ভাগীয় সমাধান প্রয়োজন হয় না?
250 মিটারের কম
300 মিটারের কম
350 মিটারের কম
200 মিটারের কম
2484. কোনটি Surveying instrument নয়?- [LGED-19]
Plain Table
Microscope
Level machine
Theodolite
2485. পরিবর্তন বিন্দু নির্দেশ করে-
প্রথম স্টেশন
শেষ স্টেশন
দুইটি যোজনায় মধ্যবর্তী স্টেশন
স্টাফ স্টেশন
2486. শিকল জরিপ কী ধরনের এলাকার জন্য উপযোগী?- [BGDCL-17]
বন্ধুর
সমতল
পাহাড়িয়া
ঘনবসতি
2487. যন্ত্রের উল্লম্ব অনুভূমিক অক্ষের কিঞ্চিৎ পরিবর্তন ঘটানো যায়-
ওয়াই লেভেল
ডাম্পি লেভেল
টিলটিং লেভেল
হেন্ড লেভেল
2488. সূর্য সিগন্যালের অন্তর্ভুক্ত সিগন্যাল-
অ্যাসিটিলিন বাতি
হেলিওগ্রাফ
ম্যাগনেশিয়াম বাতি
টার্গেট সিগন্যাল
2489. নিচের কোনটি Modern Survey Instrument নয়?- [HED-19]
DEM
Total Station
Digital Level
Plain Table
2490. ব্যাটার বোর্ড পদ্ধতির প্রচলন ছিল কোন দেশে?[BBA-19; BSCIC-19]
চীনে
যুক্তরাজ্যে
যুক্তরাষ্ট্রে
রাশিয়ায়
2491. দুরবিনের দৃষ্টিতল কোনটি?
অনুভূমিক তল
হ্রাসকৃত তল
কলিমেশন তল
উল্লম্ব তল
2492. অভিলক্ষ কাচের আলোককেন্দ্র এবং অভিনেত্রের কেন্দ্রের সংযোগকারী কাল্পনিক রেখাকে বলে-
উল্লম্ব রেখা
দুরবিন অক্ষ
উল্লম্ব অক্ষ
কলিমেশন রেখা
2493. কোনটি সঠিক?
যন্ত্রের উচ্চতা = স্টেশনের আরএল + [স্টেশনের (±) স্টাফ পাঠ]
যন্ত্রের উচ্চতা = আরএল - স্টাফ পাঠ
RL = HI + স্টাফ পাঠ
স্টাফ পাঠ = HI + RL
2494. ত্রিভুজায়ন স্টেশনকে দৃশ্যমান করার জন্য ব্যবহৃত হয়-
সিগন্যাল
টাওয়ার
স্কাফোল্ড
কোনোটিই নয়
2495. কোনটি পরোক্ষ লেভেলিং?
বিনিময়ক্রম
পার্থক্যায়ন
প্রোফাইল
ত্রিকোণমিতিক
2496. লেভেলিং কাজে সর্বাধিক ব্যবহৃত লেভেল যন্ত্র-
হ্যান্ড লেভেল
ডাম্পি লেভেল
ওয়াই লেভেল
কুশিংস লেভেল
2497. বেইস লাইনের উদাহরণ-[BBA-19]
লেড লাইন
আড়াআড়ি দড়ি
শোর লাইন
লেভেল কন্ট্রোল
কোনোটিই নয়
2498. Plan Table-এর size কত?- [HED-19]
750 mm x 900mm
600 mm x 750mm
450 mm x 600 mm
300 mm x 450 mm
2499. সলিড স্টাফ বা সাধারণ স্টাফের ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য-
0.001m
0.005m
0.010m
0.015m
2500. পৃথিবীর বক্রতা ও প্রতিসরণের জন্য সংযুক্ত শুদ্ধি-
0.0785 d²
0.0762 d²
0.06729 d²
0.072 d²