2482. ব্যাটার বোর্ড পদ্ধতির প্রচলন ছিল কোন দেশে?[BBA-19; BSCIC-19]
ব্যাখ্যা: ব্যাখ্যা: নির্মাণ সাইটে লে-আউট প্রদান করার জন্য ব্যাটার বোর্ড পদ্ধতির প্রচলন ছিল। বর্তমানে খুঁটির সাহায্যে রশি দ্বারা লাইন টেনে লে-আউট দেওয়া হয়। ভূমিক চার কোনায় কাঠের তক্তা দ্বারা ব্যাটার বোর্ড নির্মাণ করা হয়। অতি প্রাচীন কাল থেকেই ৫৪ ব্যাটার বোর্ড পদ্ধতি যুক্তরাজ্যে প্রচলিত ছিল।