2531. একটি চেইন সার্ভে কাজে কোনো এলাকাকে নিম্নোক্ত কোন ধরনের ক্ষেত্রে ভাগ করা হয়?- [DM-19]
ব্যাখ্যা: শিকল জরিপে কোনো নির্দিষ্ট এলাকাকে কতগুলো ত্রিভুজে বিভক্ত করে সরজমিনে সরাসরি
ত্রিভুজগুলোর সব বাহুর পরিমাপ শিকল বা টেপের সাহায্যে নেয়া হয়। এতে কোণের মাপ গ্রহণ করা হয়
না। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য জানা থাকায় নকশা অঙ্কনে অসুবিধা হয় না এবং ক্ষেত্রফল বের করা সহজ।