Image
MCQ
2501. ভিত্তিরেখা সংযোগকারী যে ধারাবাহিক ত্রিভুজমালা প্রধান ত্রিভুজায়নকে যুক্ত করে, তার নাম-[BBA-19]
বেইস নেট
ত্রিভুজের একক সারি
ত্রিভুজের দ্বৈত সারি
বহুভুজের সারি
কোনোটিই নয়
2502. সার্ভেয়িং-এ রাইজ ও ফল প্রক্রিয়া সঠিকভাবে নির্ণয় করে-[MOLE-19]
Back sight
Intermediate sight
Foresight
সবগুলো
2503. বেঞ্চমার্ক প্রধানত কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকারস
৬ প্রকার
2504. বুনিয়াদ কাজের সমতা যাচাই করার জন্য ব্যবহৃত হয়-[BBA-19; BSCIC-19]
লেভেল
থিওডোলাইট
কম্পাস
স্পিরিট লেভেল
2505. যদি A এবং B স্থানে Staff reading যথাক্রমে 3.5m ও 4.9m হয় এবং A স্থানের RL 100m হয়, তাহলে B স্থানের RL কত? [R&H-01, R&H-03, PWD-04, LGED-19, MOEF-19]
103.5m
104.9m
96.5m
98.6m
2506. যে নির্দিষ্ট উপাত্ত তল থেকে তলদেশ পর্যন্ত গভীরতা নির্ণয় করা হয়, তার নাম-
RL
DS
SL
DL
2507. একটি কক্ষের মেঝে ও ছাদের তলদেশে Staff reading যথাক্রমে 0.995m ও-3.04m। কক্ষের উচ্চতা কত?[MOEF-19]
3.985m
2.095m
3.04m
3.513m
2508. দুটি বিন্দুগামী দুটি সমতল পৃষ্ঠের উচ্চতা বা গভীরতার পার্থক্যকে বলা হয়-
এলিভেশন
আপেক্ষিক এলিভেশন
লেভেলিং
ফরমেশন লেভেল
2509. কোন দপ্তরের দেয় BM reference হিসাবে ব্যবহার করা হয়?[MOCA-19]
Geological Survey of Bangladesh
PWD
R& H
Zilla parishad
2510. যে স্মারক ফলকের এলিভেশন জ্ঞাত, তাকে বলা হয়-
আরএল
বিএম
এমএসএল
এফএস
2511. কোনটি বড় স্কেল?
1:1250
1:2500
1:50,000
1:25000
2512. কলিমেশন রেখা বলতে বুঝায়-
ডায়াফ্রামের ক্রস হেয়ারের ছেদবিন্দু এবং অভিলক্ষ কাচের আলোককেন্দ্র সংযোগকারী রেখা
অভিলক্ষ কাচের আলোককেন্দ্র এবং অভিলক্ষের কেন্দ্রের সংযোগকারী রেখা
বাবুল টিউবের লম্বালম্বি বাঁকের মধ্যবিন্দুর কাল্পনিক স্পর্শক
যন্ত্রটি যে অক্ষকে কেন্দ্র করে অনুভূমিক তলে ঘোরে
2513. বিমানের আলোকচিত্র গ্রহণের পদ্ধতি কয়টি?- [BBA-19]
২টি
৪টি
৬টি
৮টি
2514. কাজের বিরতিতে বা দিনের কাজের সমাপ্তিতে যে বেঞ্চমার্ক স্থাপন করা হয়, তাকে বলে-
জিটিএস
স্থায়ী
ধার্যকৃত
অস্থায়ী
2515. স্থায়ী বেঞ্চমার্কের RL কোন ধরনের বেঞ্চমার্কের সাথে সংগতিপূর্ণ-
অস্থায়ী
ধার্যকৃত
জিটিএস বেঞ্চমার্ক
গণপূর্ত বিভাগের বেঞ্চমার্ক
2516. আন্তঃদেশীয় নিখুঁত ত্রিভুজায়ন জরিপের মাধ্যমে স্থাপিত বেঞ্চমার্ক-
অস্থায়ী
স্থায়ী
কধার্যকৃত
জিটিএস
2518. ঘের ডানাবর্তে অগ্রসরমান হলে (P + a ± 180) প্রতিটি স্টেশন মাপা হয়-
অন্তঃস্থ কোণ
বহিঃস্থ কোণ
সরল কোণ
বিয়ারিং
2519. লেভেল যন্ত্রের কলিমেশন রেখা ও দুরবিন অক্ষ-
সমান্তরাল
লম্ব
একই রেখায় থাকবে
ছেদ করবে
2520. MSL-এর RL কত? [MOCA-19]
১০০.০০
৫০.০০
কোনোটিই নয়