2512. ঘের ডানাবর্তে অগ্রসরমান হলে (P + a ± 180) প্রতিটি স্টেশন মাপা হয়-
ব্যাখ্যা: কোনো ঘেরের অন্য সকল রেখার বিয়ারিং বের করার সময় যে রেখার বিয়ারিং দেওয়া থাকে তার সাথে পরবর্তী স্টেশনের অন্তঃস্থ কোণ বা বহিঃস্থ কোণ যোগ বা বিয়োগ করে প্রাপ্ত মান 180- এর কম হলে 180 যোগ করে অথবা 180-এর বেশি হলে 180 বিয়োগ করে পরবর্তী রেখার বিয়ারিং বের করতে হয়। বামাবর্তে অন্তঃস্থ কোণ = P + a ±180°
বামাবর্তে বহিঃস্থ কোণ = P-a±180°
ডানাবর্তে অন্তঃস্থ কোণ = P-a±180°
ডানাবর্তে বহিঃস্থ কোণ = P + a±180°