2552. আবাসিক বিল্ডিং-এর Damp proof course (DPC) সাধারণত কোথায় দেয়া হয়?
ব্যাখ্যা: (DPC) Damp Proof Course. DPC বলতে বুঝায় আর্দ্রতা প্রতিরোধক স্তর। দেয়ালের বাইরে থেকে যেন আর্দ্রতা ভিতরে প্রবেশ করতে না পারে সেজন্য DPC প্রদান করা হয়। DPC সাধারণ ভবনের প্রিন্থ লেভেলে প্রদান করা হয় যাতে আর্দ্রতা দেয়ালের গা বেয়ে উপরের দিকে উঠতে না পারে।