MCQ
2601. শব্দতরঙ্গ প্রেরণ ও গ্রহণ করে সমুদ্রের গভীরতা নির্ণয় করতে নিচের কোন যন্ত্রটি রাখতে হয়? [BGFCL-21]
সাউন্ডিং মেশিন
স্টেশন পয়েন্টার
সাউন্ডিং লেড
ফ্যাদোমিটার
2602. স্বল্প সময়ে সহজে ঘের দেওয়ার জন্য করা হয়-
তদন্ত জরিপ
প্লেন টেবিল জরিপ
বাস্তু জরিপ
থিওডোলাইট জরিপ
2603. কোথাকার MSL-কে বাংলাদেশের Datum বলে ধরা হয়-
টেকনাফ
কক্সবাজার
চট্টগ্রাম
পটুয়াখালী
2604. Workable concrete-এর পানি ও সিমেন্টের ন্যূনতম অনুপাত-
0.3
0.4
0.5
0.6
2605. ছোট স্কেলের নকশায়নে বিশেষ উপযোগী-
কম্পাস জরিপ
শিকল জরিপ
প্লেন টেবিল জরিপ
থিওডোলাইট জরিপ
2606. Fine aggregate Coarse aggregate-এর পৃথকীকরণ Site কত?
3”/4
3”/16
1”/4
1”/2
2607. কংক্রিট কোন ধরনের লোড নেয়ার ক্ষেত্রে দুর্বল?
Comperssion
Tension
Bending
কোনোটিই নয়
2608. কোনো রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং 300° হলে হ্রাসকৃত বিয়ারিং কত?
45°
30°
90°
60°
2609. AB রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং 72° হলে, BA-এর হ্রাসকৃত বিয়ারিং হবে-
18° N/E
36° N/E
72° S/W
72° N/E
2610. কোনো বদ্ধ ঘেরের অক্ষাংশে বা দ্রাঘিমাংশের বীজগাণিতিক সমষ্টি হবে-
1
2
3
2611. BNBC অনুযায়ী গাড়ি র্যাম্পের অনুপাত-
১:৪
১:৬
১:৮
১:১২
2612. ওলনসহ চিমটা যন্ত্রটি ব্যবহৃত হয়-
কম্পাস জরিপে
শিকল জরিপে
প্লেন টেবিল জরিপে
থিওডোলাইট জরিপে
2613. কাঠামোর স্ফেটিক (Efllorescence) সৃষ্টির জন্য দায়ী-
আর্সেনিক
অ্যাসিড
লবণ
ক্ষার
2614. ত্রিভুজায়ন সিস্টেমের সর্বপ্রথম নিখুঁতভাবে মাপা হয়-[DWASA-20]
ভিত্তিরেখা
নিরীক্ষা রেখা
উত্তর রেখা
অফসেট রেখা
2615. Durable concrete-এর জন্য Water-Cement ratio সর্বোচ্চ-
0.2
0.4
0.6
0.8
2616. টেনসাইল স্ট্রেস্থ অব কংক্রিটের মান কত?
2-5 MPa
0-5 MPa
12-15 MPa
10-12 MPa
2617. নির্ভুল Plane Table Survey-এর Centering বের করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, তার নাম-[BPSC-20]
Spirit level
Alidade
Plumbing fork
Trough compass
2618. ৫০ কেজি ব্যাগের দুই ব্যাগ সিমেন্ট ঘোলানোর জন্য লিটার পানির প্রয়োজন।
৩৩
৩৭
৪১
৪৫
2619. কংক্রিটের Strength জানার জন্য সাধারণত Concrete- এর Cylinder-এর কতদিনের test করা হয়?
15 দিন
20 দিন
28 দিন
35 দিন
2620. বামাবর্তী ঘেরের ক্ষেত্রে কোন বাহুর সম্মুখ পূর্ণবৃত্ত বিয়ারিং হবে?
p-a±180°
p-a±90°
p+a± 180°
p+ a ±90°