MCQ
2581. সিমেন্ট মর্টারের কম্প্রেসিভ টেস্টের জন্য ব্যবহৃত কিউব-এর ডাইমেনশন কত?
2cm x 2cm x 2cm
4"x4"x4"
4cm x 4cm x 4cm
2"x2"x2"
2582. ছেদ বিন্দু থেকে স্পর্শক বিন্দু পর্যন্ত দূরত্বকে বলে—[BBA-19]
ভারটেক্স
এপেক্স দূরত্ব
স্পর্শক দূরত্ব
মধ্য অর্ডিনেটের দূরত্ব
2583. কোন ধরনের aggregate ব্যবহার করলে workability ভালো পাওয়া যায়?
Elongated
Angular
Rounded
সবগুলো
2584. পাহাড়ি এলাকায় কোন Contouring Method ব্যবহৃত -12 হয়? -[HED-19]
Direct Method
Square Method
Cross-section Method
Tachometric Method
2585. কংক্রিটের কার্যোপযোগিতা সরাসরি সমানুপাতিক হবে-
সিমেন্ট-খোয়ার অনুপাত
সিমেন্ট-পানির অনুপাত
খোয়ার গ্রেডিং-এর উপর
সবগুলো
2586. ৩০ মিটার শিকল দিয়ে মেপে ১৪ ১২ ঢালবিশিষ্ট ভূমিতে কোনো জরিপ রেখার দৈর্ঘ্য পাওয়া গেল ৩৯২.৫ মিটার। পরে যাচাই করে দেখা গেল যে শিকলটি ৭.৫ সেন্টিমিটার ছোট ছিল। তাহলে, রেখার সংশোধিত দৈর্ঘ্য কত?[BWDB-20]
৩৯৩.১৬ মি
৩৯২.১৬ মি
৩৯১.১৬ মি
৩৯০.১৬ মি
2587. রেলপথে ব্যবহৃত হয়- [BBA-19]
স্পাইরাল বাঁক
যৌগিক বাঁক
লেমনিস্কেট অব বার্নোলি বাঁক
ত্রিমাত্রিক অধিবৃত্ত বাঁক
2588. যদি ২৬০ মিটার দীর্ঘ লাইনের অক্ষাংশ ২১০ মিটার হয়, তাহলে বিয়ারিং কত হবে?[BWDB-20]
৫৩০
৩৬০
৪৬০
৫৭.৫০
2589. কংক্রিটে Shrinkage strain-এর আনুপাতিক মান-
০.০০৩
০.০০০৩
০.০০০০৩
০.০৩
2590. কংক্রিটে aggregate-এর ভূমিকা কী?
Binding Material
Filler
Catalyst
কোনোটিই নয়
2591. Concrete placing এবং compacting-এর সময় উপরিভাগে পানি উঠে গেলে তাকে কী বলে?
Segregation
Bulking
Bleeding
Creeping
2592. চারটি Aggregate নমুনা A, B, C, D এর Los Angeles Abrasion Value যথাক্রমে 18%, 25%, 23% এবং 16%; কোন নমুনাটি সবচেয়ে শক্ত (Hard)?
A
B
C
D
2593. দুটি স্পর্শক যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-[BBA-19]
স্পর্শক বিন্দু
শীর্ষবিন্দু
ছেদ বিন্দু
বাঁকের বিন্দু
2594. Engineer's Chain-এর দৈর্ঘ্য কত? [MOEF-19, BPSC-20]
66 ফুট
100 ফুট
100 মিটার
300 ফুট
2595. ডেটাম পৃষ্ঠের RL কত? [BBA-20]
শূন্য
৫০
১-১০০
২০০
কোনোটিই নয়
2596. Contour লাইন কাছাকাছি থাকলে জায়গাটি-(MOCA-19]
জলাশয়
পাহাড়ের চূড়া
সমভূমি
কোনোটিই নয়
2597. একটি Contour ম্যাপের কেন্দ্রের দিকে উচ্চতা বাড়লে বুঝা যায়, এটি- [BPSC-20]
জলাশয়
পাহাড়
সমতলভূমি
উপরের কোনোটিই নয়
2598. প্রথম স্পর্শককে বলা হয়-[BBA-19]
রিয়ার ট্যানজেন্ট
রিয়ার স্পর্শক
ফরোয়ার্ড স্পর্শক
সবগুলোই
2599. যে Survey দ্বারা এলাকার ভৌগোলিক অবস্থা জানা যায় তার নাম-(MOCA-19]
Plane table
Contour map
Reciprocal levelling
কোনোটিই নয়
2600. 4 নং (4.75mm) চালুনিতে বাধাপ্রাপ্ত সব অ্যাগ্রিগেট-
ফাইন অ্যাগ্রিগেট
কোর্স অ্যাগ্রিগেট
বাইন্ডিং ম্যাটেরিয়াল
কোনোটিই নয়