2584. 4 নং (4.75mm) চালুনিতে বাধাপ্রাপ্ত সব অ্যাগ্রিগেট-
ব্যাখ্যা: খোয়া বা Coarse aggregate-এর কণাগুলো যদি 4.75 mm (১) চালুনির ছিদ্র দিয়ে অতিক্রম না করে, সেগুলোকে মোটা দানা (Coarse aggregate) বলে। যে-সব অ্যাগ্রিগেট 4.75 mm চালুনি দিয়ে অতিক্রম করবে সেগুলোকে সরু দানা বা ফাইন অ্যাগ্রিগেট বলে।