2839. যখন ফ্লাইটের দিক সমকোণে অর্থাৎ 90-তে পরিবর্তন করা হয় তখন তাকে বলে-
                
             
         
        
                    
                            
                    ব্যাখ্যা: ব্যাখ্যা: (ক) স্টেইট সিঁড়ি: একমুখী সিঁড়ির ধাপগুলো একই দিকে থাকে। উঠার সময় কোনো মোড় নিতে হয় না। (খ) ডগলেগড সিঁড়ি: এক ফ্লাইটে থেকে অন্য ফ্লাইটে যেতে 180° কোণে দিক পরিবর্তন করতে হয়, তাকে ডগলেগ সিঁড়ি বলা হয়। (গ) কোয়াটার টান সিঁডিঃ যখন ফ্লাইট-এর দিক সমকোণ অর্থাৎ 90° কোণে পরিবর্তন করতে হয়, তাকে কোয়ার্টার টার্ন সিঁড়ি বলে। এই সিঁড়ির প্রারম্ভে ও শেষে নিউয়েল পোস্ট ব্যবহৃত হয়, তাই একে নিওয়েল কোয়ার্টার টার্ন সিঁড়ি বলা হয়।