Image
MCQ
2881. রাস্তার সরল অংশ এবং বৃত্তাকার বাঁকের মধ্যে পরিবর্তনশীল ব্যাসার্ধের যে বাঁক ব্যবহৃত হয়-
উল্লম্ব বাঁক
ক্রান্তিবাঁক
অনুভূমিক বাঁক
সরল বাঁক
2882. প্রতিক্রিয়ার সময়ের পরিমাণ কত সেকেন্ড?
১-১.৫ সে.
২.৫-৩ সে.
০.৫-১ সে.
১.৫-২ সে.
2883. গাড়ি যখন উল্লম্ব বাঁক অতিক্রম করে তখন চালকের দৃষ্টিরেখা ভূপৃষ্ঠ থেকে সাধারণত কত মিটার উচ্চতায় অবস্থান করে?
১.২৫ মিটার
১.২০ মিটার
১.২২ মিটার
১.২৩ মিটার
2884. সড়কের যে অংশ দিয়ে গাড়ি চলাচল করে তাকে বলে-
রাইট অব ওয়ে
শোল্ডার
ট্র্যাফিক অব ওয়ে
পেভমেন্ট
2885. সিলকোট স্থাপনের কত দিন পর ট্যাঙ্ক কোট স্থাপন করা বেশি ভালো?
৬ দিন
৮ দিন
৭ দিন
১০ দিন
2886. জাদুঘর, মসজিদ, হাসপাতাল ইত্যাদি কোন ধরনের ট্র্যাফিক সাইন?
Informatory Signs
Mandatory Signs
Warning Signs
All of the above
2887. Crown-এর সাপেক্ষে রাস্তার যে-কোনো এক পার্শ্বের আড়াআড়ি ঢালকে বলা হয়-
Superelevation
Camber
Crown
Vertical curve
2888. সিমেন্ট কংক্রিটের জোড়া প্রধানত কত প্রকার?
১ প্রকার
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
2889. ডাউয়েল বার সাধারণত কত ইঞ্চি লম্বা হয়?
১২-১৫"
১৫"-২৫"
১৭"-৩০"
৩০-৪০"
2890. সড়ক নির্মাণে অ্যাগ্রিগেটগুলোর কাঠিন্য মান জানার জন্য কোন ধরনের পরীক্ষা করা হয়?
Aggregate Crushing test
Impact test
Shape test
Abrasion test
2891. সড়কের বাঁকে অতিরিক্ত প্রশস্ততা নির্ণয়ের সমীকরণ-
X=(aL^2/2R)+V/(9.5√R)
X=(nL^2/3R)+V/√R
X=(nL^2/2R)+ V^2/√R
X=(nL/2R)+V/√R
2892. Basic Map বলা হয় কোন জরিপের ম্যাপকে?
চূড়ান্ত জরিপের
ট্র্যাফিক জরিপের
প্রাথমিক জরিপের ম্যাপ
মৃত্তিকা জরিপের ম্যাপ
2893. Rotary Road Junction কত প্রকার?
৫ প্রকার
৮ প্রকার
৭ প্রকার
১০ প্রকার
2894. বিটুমিনাস রাস্তায় কত দৈর্ঘ্যের জন্য ১ ফুট ক্যাম্বার প্রদান ১৯ করতে হয়?
৬০-৭২ ফুটের জন্য
৪৮-৬০ ফুটের জন্য
৩৬-৪৮ ফুটের জন্য
২০-২৫ ফুটের জন্য
2895. প্রতি মিটারে সুপার এলিভেশন (e) হয়-
(V^2/1.27R – f) cm
(V^2/12.7R – f) cm
(V^2/1.27R – f) m
(V^2/127R – f) m
2896. সমান্তরাল রাস্তার পার্কিং লেন-এর সর্বোচ্চ প্রস্থ-
৬'-০"
৭'-০"
৬'-৮"
৮'-০"
2897. ঘণ্টায় ৩০০০ বেশি গাড়ি চলাচল করলে সেখানে কোন সন্ধি ডিজাইন করা হয়?
Turbine Intersection
Grade Separation Intersection
Circular Intersection
Pentagonal Intersection
2898. পেভমেন্টের সর্বনিম্ন স্তরকে বলা হয়-
সাবগ্রেড
সড়ক সন্ধি
অ্যাগ্রিগেট
কোনোটিই নয়
2899. কংক্রিটের সড়ক তৈরি করার পর কত দিন কিউরিং করা হয়?
২৮ দিন
২১ দিন
২০ দিন
১৪ দিন
2900. জনবহুল পার্কিং লেন এলাকার কত ফুট প্রস্থ সর্বাপেক্ষা উৎকৃষ্ট?
৬'-০"
৭'-০"
৮'-০"
১০'-০"