Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2841. Vertical construction joints are provided where the shearing forces are minimum in the case of the HED-19]
Slabs
Beams
Girder
All of these
ব্যাখ্যা: ব্যাখ্যা: A vertical construction joint is provided when concrete pouring needs to be stopped due to some reason and then is continued again later. Construction joints are often required at the ends of beam, slab, girder, or b tic beams etc.
2842. লিন্টেলের গভীরতা-
স্প্যানের 1/12
8cm
কও খ-এর মধ্যে বৃহত্তরটি
সব কয়টি
2843. লিন্টেলের বিয়ারিং হবে-
5-10cm
15-20cm
12-15cm
20-25cm
ব্যাখ্যা: ব্যাখ্যা: লিন্টেল-এর ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ- (i) লিন্টেল-এর বিয়ারিং (15 থেকে 20cm) হবে, এবং শক্ত সাপোর্ট-এর উপর স্থাপন করব। (ii) লিন্টেল-এর গভীরতা স্প্যানের অথবা 1/12 ব 8cm-এ বৃহত্তরটি হবে। (iii) লিন্টেল-এর প্রন্থ দেওয়ালের পুরুত্বের সমান।
2844. ক্যাভিটি ওয়ালের অংশ –
3
2
4
5
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্যাভিটি ওয়ালের তিনটি অংশ : (i) আউটার লিফ (ii) ইনার লিফ (iii) ক্যাভিটি অংশ।
2845. সাধারণত ক্যাভিটি ওয়ালের মধ্যে ফাঁকের পরিমাণ-
3-4cm
5-8cm
4-5cm
6-8cm
ব্যাখ্যা: ব্যাধ্যা: ক্যাভিটি ওয়াল: পাশাপাশি দুটি ওয়ালের মধ্যে 5cm-8cm ফাঁকা রেখে যে ওয়াল নির্মাণ করা হয়, তাকে ক্যাভিটি ওয়াল বলে।
2846. The walls which are necessary on the hill side of roadway where earth has to retained from slipping is knows as: [HED-19]
Retaining wall
Parapet wall
Breast wall
None of these
2847. ক্যাভিটি ওয়ালে টাই স্থাপনের অনুভূমিক দূরত্ব হলো-
30cm পরপর
60cm পরপর
45cm পরপর
90cm পরপর
ব্যাখ্যা: ব্যাখ্যা: ওয়াল টাইঃ নির্দিষ্ট আকৃতির যে রড দ্বারা উভয় ওয়ালকে সংযুক্ত করা হয়, তাকে ওয়াল টাই বলা হয়। এর স্পেসিং আনুভূমিক দিকে 90cm এবং খাড়া 45cm হয়ে থাকে।
2848. The entrained air in concrete- [HED-19]
increase workability
decrease workability
decrease resistance to weathering
increase strength
ব্যাখ্যা: ব্যাখ্যা: Air entrainent increases the workability of concrete without much increase in water cement ratio.
2849. কংক্রিট আর্চ কত প্রকার?
2
3
4
5
ব্যাখ্যা: ব্যাখ্যা: কংক্রিট আর্চ দু'প্রকার- (i) প্রিকাস্ট কংক্রিট ব্লক আর্চ (ii) মনোলিথিক আর্চ।।
2850. After pre-stressing process is completed, loss of stress occurs due to- [HED-19]
Shrinkage of concrete
Creep of concrete
Elastic shortening of concrete
All of the above
ব্যাখ্যা: ব্যাখ্যা: Loss of stress occurs due to- (i) due to anchorage slip (ii) due to shrinkage of concrete, (iii) due to friction (iv) due to elastic shortening of concrete.
2851. Los Angeles testing machine is used to conduct- [HED-19]
Abrasion test
Crushing strength test
Impact test
Attrition test
ব্যাখ্যা: ব্যাখ্যা: Resistance to abrasion of aggregate is deferemined in laboratory by loss angeles test machiht
2852. আর্চ রিং-এর পুরুত্ব স্প্যানের কত অংশের কম হবে না?
1/10
1/15
1/12
1/20
ব্যাখ্যা: ব্যাখ্যা: আর্চ রিং: আর্চ তৈরি করার জন্য যে গোলাকার ধনুকাকার গাঁথুনি করা হয়, তাকে আর্চের রিং বলা হয়। আর্চ রিং পুরুত্ব স্প্যানের 1/12অংশের কম হবে না।
2853. আর্চ সহ্য করতে পারে-
সংকোচন চাপ
প্রসারণ চাপ
সংকোচন ও প্রসারণ চাপ
কোনোটিই নয়
ব্যাখ্যা: সাহায্যে ধনুকাকৃতি করে যে কাঠামো নির্মাণ করা হয়, তাকে আর্চ বা খিলান বলা হয়। ব‍্যাখ্যা: আচ বা খিলান: পাথরের ওয়েজ আকৃতির ব্লক মসলার
2854. In a pre-stressed member, it is advisable to use- [HED-19]
Low-strength concrete only
High-strength concrete only
Low-strength concrete but high-tensile steel
High-strength concrete and high tensile steel
ব্যাখ্যা: ব্যাখ্যা: In a pre-stressed member we used to high strength concrete and high tensile steel. High strength concrete to develop greater bond stress in pre-stressed member. High strength steel increasing area of steel or by increasing initial stress.
2855. The roof type suitable in plains where rainfall is meagre and temperature is high is- [HED-19]
Pitched and sloping roof
Flat roof
Shell roof
None of these
ব্যাখ্যা: ব্যাখ্যা: A flat roof is a roof which is almost level in contrast to the many types of sloped roofs. The slope of a roof is properly known as its pitch and flat roofs have up to approximately 10° Flat roof is used to where rainfall is low and temperature is high.
2856. লিন্টেলের ন্যূনতম বিয়ারিং হবে-
10 cm
লিন্টেলের উচ্চতার সমান
লিন্টেলেলিন্টেলের স্প্যানের 1/10 থেকে 1/12 অংশর
উপরের সব কয়টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: লিন্টেল-এ বিয়ারিং শর্তসমূহ- (1) 10cm হবে (ii) লিন্টেল এর গভীরতা সমান হবে। (ii) লিন্টেল-এর স্প্যানের 1 /10 থেকে 1/12 অংশ পর্যন্ত হবে।
2857. আর্চের সর্বোচ্চ বিন্দুতে যে বৃহৎ ওয়েজ আকৃতির ব্লকটি থাকে তা-
স্কিউ ব্যাক
কী-স্টোন
ভসৌর
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্কিউ ব্যাকঃ পায়ার বা এবাটমেন্ট-এর উপরস্থ শেষ গাঁথুনির পৃষ্ঠদেশ যে স্থান হতে আর্চের প্রথম ভৌসর স্থাপন করা হয়। ভৌসরঃ যে ওয়েজ আকৃতি ইট বা পাথর ব্লকগুলো সাজিয়ে আর্চ নির্মাণ করা হয়, তাকে ভৌসর বলা হয়। কী স্টোন: আর্চের ঠিক মাঝখানে যে ব্লকটি স্থাপন করা হয়, তাকে কী স্টোন বলা হয়।
2858. টাই স্থাপনের খাড়া দূরত্ব হলো-
30cm পরপর
60cm পরপর
45cm পরপর
90cm পরপর
2859. CPM stands for-[MES-16, BB-20]
Combined Process Method
Critical Path Method
Common Planning Method
Critical Process Method
ব্যাখ্যা: ব্যাখ্যা: The full name of CPM is critical path method. CPM is an effective tool for scheduling the activities of a complex project
2860. The type of bond in a brick masonry containing alternate courses of stretcher and header is called- [HED-19]
Flemish bond
Header bond
Stretcher bond
English bond
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে বন্ডের একস্তর স্ট্রেচার এবং অপর স্তর হেডার গাঁথুনি দ্বারা গঠিত হবে, তাকে ইংলিশ বন্ড বলে।