Image
MCQ
2941. ভেনচুরি ভ্যাকুয়াম বলতে বুঝায় বায়ুর চাপ কম থাকে-
থ্রটে
প্রশস্ত প্রান্তে
নির্গমন প্রান্তে
কোনোটিই নয়
2942. বস্তুর ওজন অপেক্ষা প্লবতা বেশি হলে বস্তুটি-
ভাসবে
ডুববে
স্থির থাকবে
গতিপ্রাপ্ত হবে
2943. অতি উচ্চ চাপ মাপার জন্য কী গেজ ব্যবহার করা হয়?
পিজোমিটার
স্টেটিক
বার্ডন টিউব
কোনোটিই নয়
2944. প্লবতা হলো তরলের নিমজ্জিত বস্তুর-
বাতাসের নিম্নমুখী চাপ
বস্তু কর্তৃক নিম্নমুখী চাপ
তরল কর্তৃক ঊর্ধ্বমুখী মোট চাপ
উপরের সব কয়টি
2945. তরল পদার্থের গড় পার্শ্বচাপ পাত্রের তলদেশের চাপের-
অর্ধেক
দ্বিগুণ
সমান
তিনগুণ
2946. কোনো ডুবানো তলের ওপর চাপের তীব্রতা বৃদ্ধি পায়-
গভীরতার সাথে
দৈর্ঘ্যের সাথে
ওজনের সাথে
ঘনত্বের সাথে
2947. মুক্ততলে তরল পদার্থের চাপের তীব্রতা-
বেশি
কম
শূন্য
সমান
2948. বলের সমতার শর্ত হলো-
বলের স্থায়ী সমতা
অস্থায়ী সমতা
নিরপেক্ষ সমতা
উপরের সব কয়টি
2949. চাপের তীব্রতা তরল পদার্থের গভীরতার-
ব্যস্তানুপাতিক
গুণানুপাতিক
সমানুপাতিক
সবগুলো
2950. একটি হাইড্রোলিক প্রেসের রমের ব্যাস 40cm ও লিভারেজ 1: 10; যদি 600kg উত্তোলন করতে 0.5kg বল প্রয়োগ করতে হয় তবে প্লাজারের ব্যাস কত হবে?
1.65cm
2.65cm
3.65cm
4.65cm
2951. তরল পদার্থ সরলপথে ও মসৃণ পাইপ দিয়ে প্রবাহিত হলে শুধু বাধাপ্রাপ্ত হয়-
ভিসকোসিটি
ওজনের জন্য
গায়ে লাগে
সব কয়টি
2952. কোনো পাতের চাপের পরিমাণ নির্ভর করে-
অবস্থানের ওপর
গভীরতার ওপর
ক্ষেত্রফলের ওপর
ক্ষেত্রফল ও অবস্থানের ওপর
2953. ভেনচুরি মিটারের অংশ-
২টি
৪টি
৩টি
৫টি
2954. ভেনচুরি মিটারের সহগের মান-
0.62
0.99
0.97
0.064
2955. পানির চাপমান যন্ত্রে পারদ ব্যবহৃত হয় কারণ-
রং কালো হওয়ায় পাঠ সহজ
চাপে সহজে সংকুচিত হয় না
ঘনত্ব বেশি
পানির সাথে মিশে না
2956. পিজোমিটার টিউবের নির্ণয় অসুবিধা হলো-
পজিটিভ প্রেসার
গেজ প্রেসার
নেগেটিভ প্রেসার
স্টেটিক প্রেসার
2957. অল্প চাপ সূক্ষ্মভাবে পরিমাপ করতে ব্যবহার করা হয়-
পিজোমিটার
ইউটিউব
বার্ডন টিউব
ম্যানোমিটার
2958. প্লবতার সূত্র আবিষ্কার করেন-
আর্কিমিডিস
নিউটন
গ্যালিলিও
মার্কোনি
2959. কোন ম্যানোমিটারের উভয় প্রান্ত পাইপের সাথে সংযুক্ত থাকে?
পিজোমিটার
সরল ম্যানোমিটার
মেনো ম্যানোমিটার
ডিফারেনশিয়াল
2960. স্থির তরলে নিমজ্জিত কোনো বস্তুর ওপর মোট ঊর্ধ্বমুখী বল হলো-
CG
ঊর্ধ্ব বল
প্লবতা
কোনোটিই নয়