Image
MCQ
2961. Workability of concrete is measured by- [HED-19, MOD-20, BPSC-22]
Fineness test
Vicat's apparatus test
Slump test
Setting time test
2962. Slump test-এ Concrete-এর প্রতিটি স্ত রকে কীভাবে Compact করা হয়?
5/8" dia রড দিয়ে ২০ বার
5/4" dia রড দিয়ে ২০ বার
5/8" dia রড দিয়ে ২৫ বার
5/8" dia রড দিয়ে ৩২ বার
2963. Rail-এর Super-elevarion কোন Parameter-এর সাথে বিপরীত আনুপাতিক (Inversely proportional)? [BPSC-22]
Velocity
Radius of the curve
Gauge
কোনোটিই নয়
2964. কোন ক্ষেত্রে Critical path method ব্যবহার করা হয় না? [BPSC-22]
ভবন নির্মাণ
রাস্তা নির্মাণ
সেতু নির্মাণ
Research and development project
2965. নির্মাণকাজের সময় নিরাপদ নয় এরূপ কাঠামোকে বা পার্শ্ববর্তী মাটি রক্ষার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়, তাকে বলে-
underpnning
scaffolding
shoring
jacking
2966. স্বল্প সময়ে পানির নিচে কংক্রিট স্থাপনে কোন পদ্ধতি বেশি উপযোগী?
বালতি
গ্রাউটেড কংক্রিট
ট্রিমি
গ্রাব বাকেট
2967. California bearing ratio (CBR) Test কী পরীক্ষার কাজে ব্যবহার করা হয়? [BPSC-22]
ভবন
রাস্তা
সেতু
রেললাইন
2968. কেন্দ্রাতিগ অনুপাত রেলসড়কে কত? [BBA-23]
১/৪
১/৮
১/৬
১/১০
2969. কোন ধরনের রেলপথ সবচেয়ে চওড়া? [BPSC-22]
Narrow Gauge
Broad Gauge
Mitre Gause
Mix Gauge
2970. ঘরের দেয়ালের নিচ দিকের অংশটি Neat cement finishing অথবা Mosaic করা হয়, যাকে বলে-
Footing
Wall plate
Dado
Corbell
2971. Aggregates containing moisture in pores but having surface dry known as [BPSC-22
Moist aggresates
Gap graded aggregates
Dry aggregates
SSD aggregates
2972. প্রজেক্ট ম্যানেজারের কাজ হলো-
মালামাল সংগ্রহ করা
জনশক্তি সংগ্রহ কর
অর্থের সংস্থান করা
কাজের পরিমাপ ও প্রকৃতি নির্ধারণ করা
2973. Coment required for using 45 litre of water with a w/c ration of 0.45 for making concrete is-[BPSC-22]
One bag
Four bag
Two bag
Three bag
2974. ব্রডগেজ রেললাইনের দুই রেলের অভ্যন্তরীণ Face-এর দূরত্ব কত? [BPSC-22]
১০০০ মিমি
১৪৫০ মিমি
১৬৭৬ মিমি
১৭৫০ মিমি
2975. রাস্তা নির্মাণে Sub-base course নিচের কোনটির উপরেই বসানো হয়? [BPSC-22]
Sub-grade grade
Base
Wearing surface
None of these
2976. ঢালাইয়ের পর column-এর খাড়া side-এর formwork কত দিন পর খোলা যায়?
১ থেকে ২ দিন
২৮ দিন
১৪ দিন
৭ দিন
2977. Damp proof কেন দেওয়া হয়?
Salt intrusion বন্ধ করার জন্য
একটি plain surface তৈরি করার জন্য
Damp বন্ধ করার জন্য
Wall-এ ভালো bond তৈরি করার জন্য
2978. কোণাকৃতি আকারের অ্যাগ্রিগেটের মধ্যে ভয়েড থাকে-
35%
40%
45%
50%
2979. মিক্সচার মেশিনের ঘূর্ণায়মান ড্রামে সমস্ত উপাদান ঢালার পর ঘুরানো হয়-
2min
4mm
5mm
6mm
2980. যে আকারের aggregate কংক্রিটে সবচেয়ে বেশি void সৃষ্টি করে, তা হলো-
irregular
angular
rounded
flaky