Image
MCQ
3201. মাটির কোন property এর উপর water এর বহিগর্মন (expulsion) গতি (rate) সরাসরি নির্ভরশীল
void ratio
shear strength
Bulk density
permeability
3202. বেলে মাটিতে কখনো সৃষ্টি হয় না
তারল‌্য
নম‌্যতা
উপরে উল্লিখিত সবগুলো
কোনোটিই নয়
3203. নিচের কোনটি Dry unit weight of gravity(a)-এর সঠিক সমীকরণ? [BBA-20]
yd = Ws / v
yd = Ysat - yw
yd = Ws / Vs
yd = Wsat - V
কোনোটিই নয়
3204. ভেরিয়েল হেড ভেদ‌্যতা পরীক্ষা কোন ধরনের মৃত্তিকার জন‌্য উপযোগী
বেলে মাটি
কর্দম মৃত্তিকা
গ্র‌্যাভেল জাতীয় মৃত্তিকা
মোটদাানের মৃত্তিকা
3205. ট্রাই-অ‌্যাক্সিয়াল টেস্টে স্পেসিমেনটি কী দিয়ে আবৃত থাকে?
মেটাল দ্বারা
রাবার মেমব্রেন
তার জালি দ্বারা
কোনোটিই নয়
3206. structure এর settlement নিরুপনের জন‌্য মৃত্তিকার কোন পরীক্ষা সবচেয়ে বেশি কাজে লাগে?
permeability
shear strength
Density
Consolidation
3207. নিস্ফল তলে সক্রিয় চাপের পরিমাণ
কম
সরবাধিক
উপরে তলে সমান
কোনোটিই নয়
3208. Unit weight of soil কোনটি
dry density
bulk density
mass specific gravity
dry density/water content
3209. 170 মিটার দূরবর্তী দুটি বিন্দু ক ও খ-এর স্টাফ পাঠ যথাক্রমে 0.75 মি., 1.85 মি, খ বিন্দুর RL 25 হলে ক বিন্দুর RL কত?[PPA-23]
25.10
26.10
27.10
28.10
3210. If Specific Gravity. Gs = 2.65 . Dry unit weight of soil. Y = 16 kN/m³ & Unit weight of water, gamma_{n} = 9.81 kN/m² then Void ratio, o
0.62
0.65
0.72
1.12
3211. শতকরা কত সুক্ষদানার মাটি থাকলে ভিজা চালুনি বিশ্লেষণ করা হয়
৩%
৫% অধিক
৪% অধিক
২%
3212. চালুনি বিশ্লেষণ কত প্রকার
তিন প্রকার
দুই প্রকার
এক প্রকার
চার প্রকার
3213. clay soil এ pile এর End bearing বের করার জন‌্য Nc (Bearing capacity factor) এর value কোনটি
4
6
9
12
3214. সার্ভেয়িং-এর বেঞ্চমার্কে RL বলতে কী বুঝায়? (PPA-23]
Reduced Level
Reduction Level
Regular Level
Regulatory Level
3215. An unsaturated soil sample weight is 45kg and its dry weight is 40kg, so water content is-
10.5%
12.5%
15%
5.5%
3216. সংগ্রাহকে অক্ষত নমুনা সংগ্রহের জন‌্য ইনসাইট ক্লিয়ারেন্সের পরিমাণ কত হওয়া উচিত?
০.১% থেকে ২%
৩% থেকে ৬%
৬% থেকে ১২%
০.৫% থেকে ৩%
3217. অক্ষত নমুনায় আউটসাইট ক্লিয়ারেন্স কত হওয়া উচিত ?
৮% থেকে ১২%
১% থেকে ২%
৫% থেকে ৭%
৪% থেকে ৬%
3218. ইনভার স্টাফের ক্ষুদ্রতম পাঠমান কত?[PPA-23]
Imm
2mm
3mm
4mm
3219. আর্দ্রতা নিরুপনের জন‌্য মাটি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুকাতে হয়?
৬০ ডিগ্রি সেলসিয়াস
৭০ ডিগ্রি সেলসিয়াস
৩০ ডিগ্রি সেলসিয়াস
৪০ ডিগ্রি সেলসিয়াস
3220. Cohesionless soils is-
sand
clay
silt
silts & clay