MCQ
3961. নিচের কোনটি রূপান্তরিত শিলা?
ট্রাপ
গ্রানাইট
শ্লেট
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ কাদা পাথর বা শেল রূপান্তরিত হয়ে শ্লেট পাথরে পরিণত হয়।
3962. নিচের কোন সিমেন্ট ফোমিং এজেন্ট হিসাবে কাজ করে?
জিপসাম
চুন
রঞ্জক সামগ্রী
প্রাকৃতিক রঞ্জন
3963. Fineness modulus নির্ণয়ে সবচেয়ে সূক্ষ্ম যে চালুনি ব্যবহার হয়, তা হলো- [PWD-2000]
No. 50
No. 100
No. 200
No. 270
ব্যাখ্যা: ব্যাখ্যা: চালুনি নাম্বারগুলো হলো- #4, #8, #16, #30, #50, #100
3964. ইট কাটা পদ্ধতি প্রধানত কয়টি?
২টি
৪টি
৩টি
৫টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইট কাটা পদ্ধতি ২টি, যথা- (i) যন্ত্রে কাটা; (ii) হাতে তৈরি।
3965. মাত্রাতিরিক্ত সিলিকা ইটকে কী করে?
মৌল্ডিং-এ সুবিধা প্রধান করে
ইটকে দুর্বল ও ভঙ্গুর করে
ইটকে সংকোচনে প্রতিহত করে
স্থায়িত্বশীলতা বৃদ্ধি করে
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিলিকার জন্য ইট শক্ত, দীর্ঘস্থায়ী ও তাপ প্রতিরোধী ক্ষমতাসম্পন্ন হয়। অন্যদিকে, পোড়ানোর সময় সংকোচন ও প্রসারণ প্রতিহত করে। কিন্তু সিলিকার পরিমাণ মাত্রাতিক্ত হলে ইট দুর্বল ও ভঙ্গুর হয়।
3966. সুরকি কোন ধরনের অ্যাডমিক্সচার?
পাজোলান
রঞ্জক
বায়ু বন্ধক
ফুর ফিলার
3967. বিশুদ্ধ কোয়ার্টজের রং কোনটি?
সাদা
ধূসর
হলুদ
বাদামি
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোয়ার্টজ: কোয়ার্টজ হচ্ছে সিলিকন ডাই-অক্সাইড বা বিশুদ্ধ বালি। এর আপেক্ষিক গুরুত্ব 2.5 থেকে 2.71
3968. ইটের উপাদানে অ্যালুমিনার পরিমাণ কত?
২৫%
৩৫%
২০%
৩০%
ব্যাখ্যা: ব্যাখ্যা: উৎকৃষ্ট মানের ইটে উপাদানের পরিমাণ-
(1) সিলিকা (SIO₂) 55%
(ii ) অ্যালুমিনা (Al2O3) 30%
( iii) আয়রন অক্সাইড (Fe2O3) 8%
(iv) ম্যাগনেশিয়া (MgO) 5%
( v) লাইম (CaO) 1%
(vi) জৈব পদার্থ 1%
মোট = 100%
3969. মার্বেল কোন শ্রেণির পাথর?
পাললিক শিলা
আগ্নেয় শিলা
কঠিন শিলা
রূপান্তরিত শিলা
ব্যাখ্যা: ব্যাখ্যা: চুনাপাথর বা ডোলোসাইট শিলা রূপান্তরিত হয়ে মার্বেল পাথরের সৃষ্টি হয়।
3970. খেলনা ও সিরামিক দ্রব্য প্রস্তুতে কোন পাথর ব্যবহৃত হয়?
নিস
শ্লেট
শেল
মার্বেল
3971. প্রকৌশল সামগ্রীর যান্ত্রিক ধর্ম কোনটি
ঘনত্ব
ক্ষারত্ব
প্রসার্যতা
তাপ পরিবাহিতা
ব্যাখ্যা: ব্যাখ্যা: যান্ত্রিক ধর্মাবলি: শক্তি, স্থিতিস্থাপকতা, নম্যতা, অনম্যতা, প্রসার্যতা, ভঙ্গুরতা, কাঠিন্য, ঘাতসহতা, মন্থর বিকৃতি।
3972. ইটের কাদায় ম্যাগনেশিয়ামের কাজ কী?
স্থায়িত্ব বৃদ্ধি করে
সংকোচন প্রতিহত করে
অপ্রবেশ্যতার পরিমাণ বৃদ্ধি করে
কালো রঙের সৃষ্টি করে
ব্যাখ্যা: ব্যাধ্যা: ম্যাগনেশিয়াম ইটের সংকোচন প্রতিহত করে ও হলুদ বর্ণ সৃষ্টি করে।
3973. কারুকার্যে কোন পাথর ব্যবহৃত হয়?
গ্রানাইট
ব্যাসল্ট
নিস
ট্রাপ
ব্যাখ্যা: ব্যাখ্যা: গ্রানাইট- কারুকার্যে, রেলপথের ব্যালাস্ট, রাস্তার খোয়া, স্মৃতিস্তম্ভ, সেতুর পায়ার, নদী ও সমুদ্রের তীরে বাঁধ
হিসেবে ব্যবহৃত হয়।
3974. প্রকৌশল সামগ্রীর রাসায়নিক ধর্ম কোনটি?
ক্ষয়রোধিতা
স্থিতিস্থাপকতা
সচ্ছিদ্রতা
ঘাতসহতা
ব্যাখ্যা: ব্যাখ্যা: রাসায়নিক ধর্মঃ ক্ষয়রোধিতা, অম্লত্ব, ক্ষারত্ব, রাসায়নিক গঠন।
3975. সিমেন্টের Setting time যে জন্য অতি গুরুত্বপূর্ণ তা হলো- [PWD-2000]
Mixing of concrete
Placing of concrete
Compaction of concrete
উল্লিখিত সবগুলো
3976. পাগমিলের ব্যাস কত?
১ থেকে ০.৭৫ মিটার (উপরে ও নিচে)
১ থেকে ০.৫০ মিটার (উপরে ও নিচে)
১ থেকে ০.২৫ মিটার (উপরে ও নিচে)
১ থেকে ১.০০ মিটার (উপরে ও নিচে)
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাগমিল একটি গোলাকার পাত্র বিশেষ। এর আকৃতি কিছুটা তলাবিহীন বালতির মতো। পাগমিলের ব্যাস ১ থেকে ০.৭
(উপরে ও নিচে)।
3977. নির্মাণ ব্যবস্থাপনার প্রধান কাজ হলো- হলো- [PWD-2000]
planning
controlling
organizing
all of the above
3978. কোন পদ্ধতিতে কাটা ইটের সিলমোহর থাকে না?
মাঠে বা ভূমিতে কাটা ইটের
যন্ত্রে কাটা ইটের
টেবিলে কাটা ইটের
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: (i) যন্ত্রে কাটা ইটে সিলমোহর থাকে না।
(ii) হাতে তৈরি ইটে এ সিলমোহর থাকে।
3979. Ordinary pordland cement-এর ফাইননেস মডুলাস কত? [ΒΕΡΖΑ-23]
০%
০.৫%
১.০%
১.৫%
3980. ইট তৈরির ধাপ কয়টি?
৩টি
৫টি
৪টি
২টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইট তৈরির ধাপ ৫টি, যথা-
(i) ইটের কাদার মাটি নির্বাচন
(ii) ইটের কাদা প্রস্তুতকরণ
(iii) ইট কাটা
(iv) ইট শুকানো
(v) ইট পোড়ানো।