MCQ
3961. প্রকৌশল সামগ্রীর যান্ত্রিক ধর্ম কোনটি
ঘনত্ব
ক্ষারত্ব
প্রসার্যতা
তাপ পরিবাহিতা
3962. খেলনা ও সিরামিক দ্রব্য প্রস্তুতে কোন পাথর ব্যবহৃত হয়?
নিস
শ্লেট
শেল
মার্বেল
3963. কোন পদ্ধতিতে কাটা ইটের সিলমোহর থাকে না?
মাঠে বা ভূমিতে কাটা ইটের
যন্ত্রে কাটা ইটের
টেবিলে কাটা ইটের
কোনোটিই নয়
3964. মার্বেল কোন শ্রেণির পাথর?
পাললিক শিলা
আগ্নেয় শিলা
কঠিন শিলা
রূপান্তরিত শিলা
3965. কারুকার্যে কোন পাথর ব্যবহৃত হয়?
গ্রানাইট
ব্যাসল্ট
নিস
ট্রাপ
3966. পাগমিলের ব্যাস কত?
১ থেকে ০.৭৫ মিটার (উপরে ও নিচে)
১ থেকে ০.৫০ মিটার (উপরে ও নিচে)
১ থেকে ০.২৫ মিটার (উপরে ও নিচে)
১ থেকে ১.০০ মিটার (উপরে ও নিচে)
3967. নিচের কোন সিমেন্ট ফোমিং এজেন্ট হিসাবে কাজ করে?
জিপসাম
চুন
রঞ্জক সামগ্রী
প্রাকৃতিক রঞ্জন
3968. মাত্রাতিরিক্ত সিলিকা ইটকে কী করে?
মৌল্ডিং-এ সুবিধা প্রধান করে
ইটকে দুর্বল ও ভঙ্গুর করে
ইটকে সংকোচনে প্রতিহত করে
স্থায়িত্বশীলতা বৃদ্ধি করে
3969. বিশুদ্ধ কোয়ার্টজের রং কোনটি?
সাদা
ধূসর
হলুদ
বাদামি
3970. নির্মাণ ব্যবস্থাপনার প্রধান কাজ হলো- হলো- [PWD-2000]
planning
controlling
organizing
all of the above
3971. ইট কাটা পদ্ধতি প্রধানত কয়টি?
২টি
৪টি
৩টি
৫টি
3972. নিচের কোনটি রূপান্তরিত শিলা?
ট্রাপ
গ্রানাইট
শ্লেট
কোনোটিই নয়
3973. সিমেন্টের Setting time যে জন্য অতি গুরুত্বপূর্ণ তা হলো- [PWD-2000]
Mixing of concrete
Placing of concrete
Compaction of concrete
উল্লিখিত সবগুলো
3974. ইটের কাদায় ম্যাগনেশিয়ামের কাজ কী?
স্থায়িত্ব বৃদ্ধি করে
সংকোচন প্রতিহত করে
অপ্রবেশ্যতার পরিমাণ বৃদ্ধি করে
কালো রঙের সৃষ্টি করে
3975. ইট তৈরির ধাপ কয়টি?
৩টি
৫টি
৪টি
২টি
3976. প্রকৌশল সামগ্রীর রাসায়নিক ধর্ম কোনটি?
ক্ষয়রোধিতা
স্থিতিস্থাপকতা
সচ্ছিদ্রতা
ঘাতসহতা
3977. Ordinary pordland cement-এর ফাইননেস মডুলাস কত? [ΒΕΡΖΑ-23]
০%
০.৫%
১.০%
১.৫%
3978. Fineness modulus নির্ণয়ে সবচেয়ে সূক্ষ্ম যে চালুনি ব্যবহার হয়, তা হলো- [PWD-2000]
No. 50
No. 100
No. 200
No. 270
3979. সুরকি কোন ধরনের অ্যাডমিক্সচার?
পাজোলান
রঞ্জক
বায়ু বন্ধক
ফুর ফিলার
3980. ইটের উপাদানে অ্যালুমিনার পরিমাণ কত?
২৫%
৩৫%
২০%
৩০%