MCQ
4001. শব্দশোষক সামগ্রীর প্রধান বৈশিষ্ট্য কোনটি?
অগ্নিরোধিতা
ছিদ্রময়তা
নিশ্চিদ্রতা
সৌন্দর্য
4002. কোনটি থার্মোপ্লাস্টিক নয়?
এক্রিলিক
নাইলন
অ্যালকালি
পলিস্টারিন
4003. নিচের কোনটি শব্দ অন্তরক সামগ্রী?
নিশ্চিদ্র দেয়াল
নরম কাঠের পার্টিশন
গ্লাস উলের টালি
কোনোটিই সঠিক নয়
4004. নিচের কোনটি পাটখড়ি থেকে তৈরি?
পারটেক্স
জুটেক্স
সানবোর্ড
লেমিনেটেড বোর্ড
4005. Ferro cement-একপ্রকার- (PWD-04]
সাধারণ সিমেন্ট
বিশেষ সিমেন্ট
লৌহ
উপরের কোনোটিই নয়
4006. তাপ ও শব্দ অন্তরক হিসাবে কোন বোর্ড ব্যবহৃত হয়?
সানবোর্ড
হার্ডবোর্ড
কর্কবোর্ড
লেমিনেটেড বোর্ড
4007. ছাদের পানি চুয়ানো বন্ধের জন্য কী দিয়ে আবৃত করা হয়?
জিওটেক্সটাইল
বিটুমিন
উপরের দুটি
কোনোটিই নয়
4008. নিচের কোনটি Toxic গুণসম্পন্ন?
অ্যাসফাল্ট
পিচ
টার
কোনোটিই নয়
4009. নিচের কোনটি পারমাণবিক জ্বালানির উৎস?
প্রাকৃতিক গ্যাস
কয়লা
প্রাকৃতিক তেল
থোরিয়াম
4010. ইমালশন ও রং তৈরিতে ব্যবহৃত অ্যাসফাল্টের নাম কী?
কাটবেক অ্যাসফাল্ট
সুপ্রবাহী অ্যাসফাল্ট
তলানি অ্যাসফাল্ট
অক্সিজেন জারিত অ্যাসফাল্ট
4011. সস্তা ও সহজতর হবার কারণে Brick masonry ও Stone masonry কাজে যে ধরনের Pointing works বহুলভাবে ব্যবহৃত হয়, তা হলো-
Rule Pointing
Flush Pointing
Tuck Pointing
Struck Pointing
4012. Wall face-এর লম্বভাবে যে ইট গাঁথা হয়, তাকে বলা হয়-
Header
Course
Stretcher
Closer
4013. Cast iron-এর Percentage reduction-
শতকরা শূন্য ভাগ
শতকরা ১০ ভাগ
শতকরা ১৫ ভাগ
শতকরা ২০ ভাগ
4014. বাংলাদেশে কোন গ্যাস ক্ষেত্রে সর্বাধিক গ্যাস মজুদ আছে
তিতাস
হরিপুর
হবিগঞ্জ
বাখরাবাদ
4015. বালুর আপেক্ষিক গুরুত্বের সবচেয়ে নিকটতম মান হলো-
১.২
১.৫
২.০
২.৭
4016. সাধারণ পোর্টল্যান্ড সিমেন্টের Unit weight হচ্ছে- (PWD-04)
৭০ পাউন্ড/ঘনফুট
৮০ পাউন্ড/ঘনফুট
৯০ পাউন্ড/ঘনফুট
১০০ পাউন্ড/ঘনফুট
4017. সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট তৈরিতে Clinker-এর সাথে জিপসাম সংমিশ্রণের কারণ- (PWD-04)
Setting time বৃদ্ধি করা
Setting time হ্রাস করা
Fineness বৃদ্ধি করা
সিমেন্টের মূল্য হ্রাস করা
4018. বোর্ডের পিঠে হট প্রেসিং পদ্ধতিতে ফরমিকা লাগাতে কত ডিগ্রি তাপমাত্রার দরকার?
৩০০°F
২০০°F
৩৫০°F
২৫০°F
4019. Vicat's apparatus ব্যবহার করা হয়-[PWD-2000, 04]
প্রারম্ভিক জমাটবাঁধার সময় নির্ণয়ের জন্য
চূড়ান্ত জমাটবাঁধার সময় নির্ণয়ের জন্য
Normal consistancy নির্ণয়ের জন্য
উপরের সবগুলোর জন্য
4020. নিচের কোনটি শব্দশোষক সামগ্রী?
আন্তর করা ইটের দেয়াল
নিশ্চিদ্র দেয়াল
উড পার্টিক্যাল বোর্ড
ধাতুর পাতের প্রতিবন্ধক