MCQ
3941. A ও B বালির নমুনায় ফাইননেস মডুলাস যথাক্রমে ২.৮ এবং ২.২০। AB মিশ্রিত বালির FM ২.৫০ পাওয়া গেল। মিশ্রণে A:B সমান কত?
১:২
১:১.৫
১:১
১:২.৫
ব্যাখ্যা: ব্যাখ্যা:
R =( Fa-Fcom)/ (Fcom-Fb)=
(২.৮-২.৫০)/(২.৫০-২.২০)= 1
R:1 =1:1 (Ans.)
3942. বাংলাদেশের আদর্শ প্রচলিত ইটের মাপ কত?
২৪০ মিমি × ১১২ মিমি × ৭০ মিমি
২৫০ মিমি × ১২৫ মিমি × ৭৫ মিমি
২৪০ মিমি × ১১২ মিমি × ৭৫ মিমি
২৫০ মিমি × ১২৫ মিমি × ৭০ মিমি
3943. একটি শ্যাফট 300 rpm-এ 5 kW পাওয়ার সঞ্চারিত করে। উক্ত শ্যাফটে আরোপিত টর্ক কত? [BADC-22]
149.15 N-m
169.15 N-m
159.15 N-m
129.15 N-m
ব্যাখ্যা: ব্যাখ্যা: আমরা জানি,
দেওয়া আছে,
P=2πNT
T=P/( 2πN)
Here, P=5*1000 w
N=300rpm=300/60 rps
3944. সিমেন্টের খনিজ উপাদানে ক্যালসিয়াম সালফেটের পরিমাণ কত?
৫%
8%
৮%
৩%
3945. Manufacture of fire bricks কত প্রকার?
৩ প্রকার
২ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
ব্যাখ্যা: ব্যাখ্যা: Manufacture of fire bricks তিন প্রকার- (i) Acidic fire bricks (ii) Basic fire bricks
(iii) Neutral fire bricks.
3946. উত্তম ইট প্রতি বর্গমিটার কত টনি চাপে ভাঙে?
৪০০ থেকে ৭০০ টনি
৪৫০ থেকে ৭৫০ টনি
৫০০ থেকে ৭০০ টনি
কোনোটিই নয়
3947. Hook's Law-এর বৈধতা থাকে- [BPSC-20, BREB-23]
Yield point
Elastic limit
Plastic limit
Breaking point পর্যন্ত
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইংরেজ পদার্থবিজ্ঞানী রবার্ট হুক (১৬৩৫-১৭০৩) বস্তুর স্থিতিস্থাপকতার একটি বিশেষ ধর্ম ১৬৭৬ সালে সূত্রের মাধ্যমে পত্রিকায় প্রকাশ করেন। এই সূত্র হুকের সূত্র নামে পরিচিত। সূত্রটি হলো- স্থিতিস্থাপক সীমার (Elastic limit) মধ্যে বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক।
3948. পোর্টল্যান্ড সিমেন্টে সিলিকার পরিমাণ-
২২%
২০%
২১%
২৫%
3949. সিমেন্টের খনিজ উপাদানের ট্রাই ক্যালসিয়াম সিলিকেটের শতকরা পরিমাণ-
৫০%
৫৫%
৪৫%
৬০%
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিমেন্টের খনিজ উপাদান-
(i) ট্রাই ক্যালসিয়াম সিলিকেট- 3CaO. SiO₂-C₂S 50%
(ii) ডাই ক্যালসিয়াম সিলিকেট- 2CaO.SiO₂-C₂S 25%
(iii) ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট- 3CaO. Al₂O₃ 10%
(iv) ট্রোটা ক্যালসিয়াম অ্যালুমিনেট সিলিকেট- 4CaO.Al2O3. Fe2O3 10%
v) ক্যালসিয়াম সালফেট-CaSO4 3%
(vi) অন্যান্য যৌগ- 2%
মোট = 100%
3950. স্টেনসাইল বল প্রয়োগে যে গুণের জন্য পদার্থকে তারে রূপান্তরিত করা সম্ভব, তাকে বলে- [BADC-22]
প্লাস্টিসিটি
ইলাস্টিসিটি
ডাকটিলিটি
টাফনেস
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভঙ্গুরতা (Brittleness): বস্তুর যে গুণের জন্য এর উপর লোড প্রয়োগের ফলে উল্লেখযোগ্য বিকৃতি ছাড়াই ভেঙে যায়, তাকে বস্তুর ভঙ্গুরতা বলে। এটি টাফনেসের বিপরীত এবং এই গুণের অধিকারী বস্তুতে প্লাস্টিসিটি থাকে না। ঢালাইলোহা (Cast Iron), কাচ (Glass), ইট (Brick), কংক্রিট (Concrete) প্রভৃতি ভঙ্গুর পদার্থের উদাহরণ।
3951. প্রমাণ বালি কী?
Sieve No. 18 দিয়ে অতিক্রান্ত এবং Sieve No. 20-এ ধারণকৃত বালি
Sieve No. 16 দিয়ে অতিক্রান্ত এবং Sieve No. 25-এ ধারণকৃত বালি
Sieve No. 16 দিয়ে অতিক্রান্ত এবং Sieve No. 20-এ ধারণকৃত বালি
Sieve No. 18 দিয়ে অতিক্রান্ত এবং Sieve No. 25-এ ধারণকৃত বালি
3952. সিলিকা ইটের তাপ সহ্য ক্ষমতা কত?
২১০০০°C
১৯০০°C
২৭০০°C
২০০০°C
3953. ইট পোড়ানো হয় কত তাপমাত্রায়? [ΒΕΡΖΑ-23]
৩০০°C-৫০০°C
৫০০°C-৭০০°C
৭০০°C-১০০০°C
১০০০°C-১২০০°C
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইট ১০০০°C থেকে ১২০০ °Cপর্যন্ত তাপমাত্রায় পোড়ানো হয়ে থাকে। এর বেশি হলে ইটের গুণাগুণ নষ্ট হয়।
3954. মেট্রিক ইটের আকার বা সাইজ কত?
১৯০ মিমি × ৯০ মিমি × ৯০ মিমি
১৯০ মিমি × ৯০ মিমি × ৮০ মিমি
১৮০ মিমি × ৯০ মিমি x ৯০ মিমি
২০০ মিমি × ১০০০ মিমি × ৯০ মিমি
3955. বালিতে ৪% থেকে ৫% পানি থাকলে কত (%) আয়তন স্ফীতি হয়?
২০% থেকে ৩০%
২০% থেকে ২৫%
২৫% থেকে ৩০%
২০% থেকে ১৫%
3956. সিমেন্টের উপাদানে রাসায়নিক পদার্থ জিপসাম (CaSO4.2H₂O) কী কাজে ব্যবহৃত হয়?
সিমেন্টের জমাটবদ্ধ হওয়ার সময় নিয়ন্ত্রণ
সিমেন্টের Setting action মন্থর করতে
সিমেন্টের Setting time বৃদ্ধি করতে
উপরের সবগুলো
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিমেন্টে জিপসামের পরিমাণ যত কম হবে এটি
তত দ্রুত জমাটবদ্ধ হবে, তাই সিমেন্ট জমাটবদ্ধতা গতি মন্থরের জন্য জিপসাম ব্যবহার করা হয়। সিমেন্টের Setting action মন্থর করে Setting time বৃদ্ধি করা এর প্রধান কাজ।
3957. Binding materials কোনটি?
Sand
Cement
Khoa
Rod
3958. সিলেটের বালির FM কত?
২.০১
২.৮৭
২.৫৯
২.৫০
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিলেটের বালি= 2.50-2.60 FM.
3959. ইটের সিলমোহর নিচে হয় কখন?
উন্মুক্ত দেয়ালে সর্বোপরি ইট
আর্দ্রতারোধী স্তরের নিচের ইটের স্তরে
ক ও খ উভয় সময়ে
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: নির্মাণকারী প্রতিষ্ঠানের নামের সাক্ষ্য বহন, ইটের জোড়ায় মসলা রাখা ও সংযুক্তিতে সহায়তা করা, ধরার সুবিধা দান করা ও সৌন্দর্য বৃদ্ধির জন্য ইটে সিলমোহর বা শনাক্তকরণ চিহ্ন রাখা হয়।
3960. যমুনা সেতু নির্মাণে বাংলাদেশের কোন অঞ্চলের বালি ব্যবহৃত হয়েছে?
রাজশাহী
টাঙ্গাইল
গোমতী নদীর
সিলেটের বালি
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিলেটের বালি= 2.50-2.60 FM.