MCQ
121. সাধারনত রাস্তার কাজে ও ইটের মেঝেতে কোন বন্ড ব্যবহৃত হয়?
জিগ- জ্যাক বন্ড
ডায়াগোনাল বন্ড
হেরিং বোন বন্ড
ডাচ বন্ড
122. নিচের কোনটি কৃত্তিম পাথর?
মোজাইক পাথর
বেলে পাথর
শেল পাথর
নিস পাথর
123. কোনটি ভাল অগ্নিনিরোধক?
ইট
কংক্রিট
পাথর
স্টিল
124. ছাদের পানি চুইয়ে পড়া প্রতিরোধ করার জন্য কী দ্বারা আবরণ সৃষ্টি করা হয়-
বিটুমিন
সোডা
পটাশ
কোনটি নয়
125. লেভেল যন্ত্রের সমন্বয় কত প্রকার?
2 প্রকার
3 প্রকার
4 প্রকার
5 প্রকার
126. Weight of a brick (একটি ইটের ওজন)
3 kg
3.175 kg
3.125 kg
3.5 kg
127. দেওয়ালের আড়াআড়ি ইটের স্থাপনেকে বলে-
হেডার
ক্লোজার
স্ট্রেচার
অ্যারাইজার
128. পানি চক্র কি ধরনের প্রক্রিয়া?
কৃত্রিম
প্রাকৃতিক
জৈবিক
চুম্বকীয়
129. ভিত্তির ব্যর্থতার কারন কোনটি?
মাটির অসম বসন
মাটির অসম লোড
মাটির অসম প্রকৃতি
মাটির অসম গাথুনী
130. টেকোমিটার দিয়ে মাপা হয়?
বিয়ারিং
দৈর্ঘ্য
কোণ
উচ্চতা
131. ৪ নং চালুনীতে বাধাপ্রাপ্ত সব এগ্রিগেট-
ফাইন এগ্রিগেট
কোর্স এগ্রিগেট
বাইন্ডিং ম্যাটেরিয়াল
কোনটি নয়
132. কনক্রিট ঢালায়ের উপযুক্ত তাপমাত্রা কত
72-98° F
90-128°F
95-130°F
100-150°F
133. স্থায়ী জলাবদ্ধ এলাকার কাঠামোর ভিত্তি নির্মাণ করা হয়-
পায়ার ভিত্তি
র্যাফট ভিত্তি
স্টিল গ্রিলেজ ভিত্তি
টিম্বার গ্রিলেজ পদ্ধতি
134. নিচের কোনটি পিচ্ছিলকারক
কারক
তেল
পানি
মাটি
135. সেতুর ভিত্তি নির্মাণে মাটি পরীক্ষার জন্য ব্যবহৃত হয় কোনটি?
পারকুশন বোরিং
ওয়াশ বোরিং
কোর ড্রিলিং
টেস্ট সিলিন্ডার
136. কুইক সেটিং সিমেন্ট এর সেটিং টাইম কত মিনিট-
৫ মিনিট থেকে ১০ মিনিট
৫ মিনিট থেকে ৬০ মিনিট
৫ মিনিট থেকে ৩০ মিনিট
৫ মিনিট থেকে ৬০০ মিনিট
137. হালকা পুরুত্বের কাঠের পাতকে কী বলা হয়?
ব্যাটেন বোর্ড
প্লাইউড
ভিনিয়ার
পুনঃ নির্মিত বোর্ড
138. দালানের বুনিয়াদ শক্ত করতে কোন পদ্ধতিতে শোরিং করা হয়?
ডেড শোরিং
রেকিং শোরিং
ফ্লাই শোরিং
স্ক্যাফোল্ডিং
139. পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান দুইটি উপাদান-
লাইম, সিলিকা
লাইম, অ্যালুমিনা
লাইম, আয়রন অক্সাইড
কোনটি নয়
140. বাকল অপসারিত গাছের কান্ডকে কী ধরণের টিম্বার বলে?
রাফ টিম্বার
লগ টিম্বার
কনভার্টেট টিম্বার
স্ট্যান্ডিং টিম্বার