MCQ
61. 'আগুন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ভাতি
অনল
অংশু
জ্যোতি
62. ১০০৮ সংখ্যাটির কয়টি ভাজক আছে?
ক. ২৬ খ. গ. ঘ.
২৫
৩০
২৮
63. 'India Wins Freedom'- গ্রন্থটির লেখক কে?
জওহরলাল নেহেরু
মাওলানা মুহাম্মদ আরী
সৈয়দ আমীর আলী
মৌলানা আবুল কালাম আজাদ
64. মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে?
১৯১৯
১৯৪৭
১৯২৬
১৯৩৫
65. অলক শব্দের অর্থ কী?
দুল
ফুল
কুল
চুল
66. 'যে ভিক্ষা চায় তাকে দান কর' একটি কোন বাক্যের উদাহরণ?
যৌগিক বাক্য
খন্ড বাক্য
সরল বাক্য
জটিল বাক্য
67. 'ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা' গানটির রচয়িতা কে?
দ্বিজেন্দ্রলাল রায়
অতুল মুখোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
68. ফরাসি বিপ্লব কোন সালে সংঘটিত হয়?
১৭৭৮
১৭৫০
১৭৮৯
১৭৭০
69. Which one is a conjunction ?
Very
For
Up
Or
70. . A speech delivered without preparation is called -
Verbose
maiden
straight forward
extempore
71. What is the meaning of the word 'viva voce'?
Examination
A spoken examination
Face to face
interview
72. কোনটি শুদ্ধ?
দারিদ্র্য
দারীদ্র্য
দারিদ্রতা
দারিদ্র্যতা
73. Noun from of the word 'beautiful' is:
beautifully
beauty
beautify
beauteous
74. চা ও কফিতে যে পদার্থটি শরীরকে চাঙ্গা করে তার নাম কী?
টলুইন
গ্লুকোজ
ক্যাফেইন
টেনিন
75. কোনটি বাঙালির মুক্তি চেতনায় উজ্জীবনমূলক নাটক?
নূরলদীনের সারাজীবন
রক্তাক্ত প্রান্তর
শর্মিষ্ঠা
একেই কি বলে সভ্যতা
76. কোনো ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১:২:৩ ত্রিভুজটির বৃহত্তম বাহু ও ক্ষুদ্রতম বাহুর অনুপাত কত?
৩:২
৪:৩
৩:১
২:১
77. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস' শ্যমল ছায়া'র রচয়িতা কে?
হুমায়ূন আহমেদ
সেলিনা হোসেন
আনোয়ার পাশা
আবু ইসহাক
78. ঐতিহাসিক' ছয়দফা' আনুষ্ঠানিকভাবে কোথায় ঘোষণা করা হয়?
লাহোর
রাওয়ালপিন্ডি
ঢাকা
করাচি
79. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬, ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
১৪১
৮৯
২৪৮
১৭০
80. একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশে মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাধা আছে। উপরের মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
৪৪ ফুট
৪৩ ফুট
৪৯ ফুট
৪১ ফুট