Image
MCQ
4041. ১ ব্যাগ সিমেন্টে কত গ্যালন পানি প্রয়োজন হয়?
প্রায় ৭ গ্যালন
প্রায় ৮ গ্যালন
প্রায় ৯ গ্যালন
প্রায় ১০ গ্যালন
4042. সিমেন্টের চূড়ান্ত জমাটবদ্ধতার সময় কত এর বেশি হওয়া উচিত নয়-
2 hours
4 hours
8 hours
10 hours
4043. নিচের কোনটি 'পৃথিবী' শব্দের বিশেষণ?
বসুন্ধরা
ধরণী
পার্থিব
কোনোটিই নয়
4044. টেকোমিটার দিয়ে কী মাপা হয়?
বিয়ারিং
উচ্চতা
দৈর্ঘ্য
প্রন্থ
4045. 'বালতি' কোন ধরনের শব্দ?
আরবি শব্দ
দেশি শব্দ
ফরাসি শব্দ
ফারসি শব্দ
কোনোটিই
4046. নিচের কোনটি সিমেন্টের উপাদান নয়?
CaO
AlO3
SiO2
MgO
4047. কম্পাস জরিপে বিয়ারিং মাপার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
কম্পাস
ক্রিনোমিটার
টেস
থিওডোলাইড
4048. ইটের গাঁথুনী শেষ হবার কত দিন পরে প্লাস্টার করা উচিৎ?
২ দিন
৮ দিন
১৫ দিন
২৮ দিন
4049. 'মন্বন্তর'-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
মন + অন্তর
মনন + অন্তর
মনু + অন্তর
মনুন + অন্তর
কোনোটিই নয়
4051. 'নীর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
অগ্নি
চন্দ্র
গৃহ
বারি
4052. রাস্তার প্রস্তুতি তল সংস্থাপনের জন্য নিচের কোনটি করা হয়?
কটুরিং
স্টেডিয়া জরিপ
লেভেলিং
প্লেন টেবিল জরিপ
4053. 'নন্দন' শব্দের অর্থ কোনটি?
বাতাস
ছেলে
নতুন
নীল
4054. 'তামার বিষ' বাগধারার অর্থ-
গভীর আঘাত
ধাতব পদার্থের আঘাত
পুরানো ক্ষত
অর্থের কুপ্রভাব
4055. বাংলাদেশে প্রচলিত ইটের দৈর্ঘ্য সাধারণত হয়?
9"
9.5"
9.25"
10"
4056. নিচের কোনটি উপন্যাস নয়?
দিবারাত্রির কাব্য
মহাশশ্মশান
শেষের কবিতা
লালসালু
4057. 'পাতায় পাতায় পড়ে নিশির শিশির' এখানে 'পাতায় পাতায়' কী বোঝাতে ব্যবহৃত হয়েছে?
আধিক্য
নির্দিষ্টতা
ধারাবাহিকতা
স্বল্পতা
4058. নিচের কোন বানানটি শুদ্ধ?
অশরিরি
অশরীণী
অশরীরি
অশরীরী
4059. সাধারণত কয়টি ধাপে নিট সিমেন্ট ফিনিশিং কাজ সম্পন্ন করা হয়?
2
3
4
5