Image
MCQ
4061. নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল কংক্রিট?
১:২:৪
১:৪:৮
১:৩:৬
১: ৫: ১০
4062. পানির স্তম্ভের হিসাবে বায়ুমন্ডলীয় চাপ -এর পরিমাণ-
৭.৫ মি.
৮.৫ মি.
৯.৮১ মি.
১০.৩০ মি.
4063. পোর্টল্যান্ড সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতার সময়... এর কম হওয়া উচিৎ না।
৩০ মি.
৪৫ মি.
৬০মি.
৯০ মি.
4064. নিচের কোন ক্ষেত্রে নিট সিমেন্ট ফিনিশিং করা হয় না ?
মেঝে
স্কান্টিং
ড্রেন
টয়লেট
4065. নিচের কোনটি আরসিসি বীমের উপাদান নয়?
খোয়া
সিমেন্ট
এম.এস.রড
কোনটিই নয়
4066. 80/100 Penetration grade এর বিটুমিনের Flash point কত-
195° с
225° с
205° c
250° c
4067. একটি ইটের গুণাগুন প্রভাবিত হয়-
ব্যবহৃত ক্রে এর উপর
পোড়ানোর উপর
শুকানোর উপর
সব গুলো
4068. কুপিং বলতে নিচের কোনটি বুঝায়?
গ্রাউটিং করার পদ্ধতি
মাটি সীমাবদ্ধ করার পদ্ধতি
মাটির কম্প্যাকশন করার পদ্ধতি
ভিত্তির গভীরতা বৃদ্ধির পদ্ধতি
4069. সবচেয়ে মোটা দানাদার বালি কোনটি-
FM: 1.7
FM: 2.7
FM: 2.5
FM: 2.6
4070. বাংলাদেশের রাস্তা নির্মাণের জন্য কোন Penetrarion gradde এর বিটুমিন ব্যবহৃত হয়-
60-70 mm
70-80 mm
80-100 mm
কোনটিই না
4071. রেল সেতুতে একমাত্র যে Sleeper ব্যবহার করা হয়-
Wooden Sleeper
Cast Sleeper
Steel Sleeper
Concrete Sleeper
4072. বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের হেলানো সরলরেখা কোনটি নির্দেশ করে -
শূন্য লোড
কাপল লোড
হেলানো লোড
সেন্ট্রাল লোড
4073. সিমেন্টের গুণাগুণ নির্ণয়ে কয়টি পরীক্ষা করা হয়?
2
3
4
5
4074. প্রথম শ্রেণির ইট ২৪ ঘণ্টা ভিজিয়ে রাখলে তার ওজনের কত অংশ পানি শোষন করে-
1/3
1/6
¼
1/7
4075. স্টিল বীমের সেকশন নিচের কোন আকৃতির হতে পারে?
F
H
O
M
4076. বীম ও স্ল্যাব একত্রে ঢালাই করলে তাকে কী বলে?
সাধারণভাবে স্থাপিত বীম
অবিচ্ছিন্ন বীম
টি বীম
ক্যান্টিলিভার বীম
4077. সমুদ্র পৃষ্ঠে বাতাসের স্বাভাবিক চাপ কত?
72 cm
76 cm
80 cm
90 cm
4078. যে Footing দুটি Column -কে Support করে তা-
Continuous Footing
Combied Footing
Strip Footing
Step Footing
4079. বীমে লোড বাড়ানো হলে নিরপেক্ষ অক্ষে টান পীড়ন-
বাড়বে
কমবে
দ্বিগুন হবে
অপরিবর্তিত থাকবে
4080. নিচের কোনটি মাটি পরীক্ষা পদ্ধতি নয়?
কোর বোরিং
ওয়াশ বোরিং
পারকুশন বোরিং
টেস্ট সিলিন্ডার