MCQ
4361. একটি আয়তাকার জমির প্লটের চার পাশের তিনটি বরাবর একটি বেড়া রয়েছে। বেড়াবিহীন দিক এবং বেড়াবিহীন দিকের বিপরীত দিকের দৈর্ঘ্য অন্য দুটি বাহুর দৈর্ঘ্যের তিনগুণ। প্লটের ক্ষেত্রফল ৪৩২ বর্গফুট হলে বেড়ার মোট দৈর্ঘ্য কত ফুট?
৬০
৭২
৮০
৯০
4362. অমিত একটি সংখ্যাকে ৫ দ্বারা গুণ করার পরিবর্তে ভুলবশত ৫ দ্বারা ভাগ করে ফেলেছে। এই ভুলের কারণে ফলাফল কত শতাংশ পরিবর্তিত হয়েছে?
৯৫%
৯৬%
৯৮%
১০০%
4363. বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর নাম কী?
জনাব উবায়দুল মোকতাদির
কামরুজ্জামান চৌধুরী
মোঃ মোস্তাফিজুর রহমান
শরীফ আহমেদ
4364. Jannat's height is the same..... my height.
the
as
of
an
4365. রাজু ও তার বন্ধুরা একটি রেস্টুরেন্টে খেয়ে ১২০০ টাকায় বিল দিল। এর মধ্যে শুধু খাবারের মূল্যের উপর মোট ১৫% ভ্যাট এবং ১০% সার্ভিস চার্জ। শুধু খাবারের মূল্য কত?
৯৬০ টাকা
১০৫০ টাকা
১০০০ টাকা
১১০০ টাকা
4366. Ventilation এর উদ্দেশ্যে ব্যবহৃত pipe -কে বলা হয়-
Soil pipe
Waste pipe
Vent pipe
Siphon pipe
4367. That's hard story to believe!
a
an
the
for
of
4368. রাজউকের পূর্ববর্তী নাম কী ছিল?
রাজধানী উন্নয়ন ট্রাস্ট
ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট
রাজধানী উন্নয়ন বোর্ড
ঢাকা উন্নয়ন বোর্ড
কোনোটিই নয়
4369. যদি x > 0 এবং x² + ৭ + ৬ = ২২ হয়; তাহলে x +৩ এর মান কত?
২
৪
৬
৮
4370. Muslims fast during Ramadan. Here 'fast' is-
Adverb
Verb
Adjective
Conjunction
ব্যাখ্যা: Note: বাক্যে Fast শব্দটি Verb হিসাবে ব্যবহৃত হয়েছে। যার অর্থ রোজা রাখা। বাক্যটির অর্থ- মুসলমানরা রমজান মাসে রোজা রাখে।
4371. যদি চারটি ক্রমিক পূর্ণসংখ্যার যোগফল ২৩০ হয়, 45 শেষ দুটি সংখ্যার গড় কত?
৫৬
৫৮.৫
৫৬
৭৭
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ
মনে করি, চারটি ক্রমিক সংখ্যা যথাক্রমে x-2x-3,x,x+১
প্রশ্নমতে, x-২+x-১+ x + x + ১ = ২৩০
বা, ৪x-২ = ২৩০
বা, ৪x= ২৩২
x = ৫৮
.: শেষ দুটি সংখ্যার গড় =( x+x+১)/২
=(৫৮+৫৯)/২
=৫৮.৫
4372. একজন খুচরা দোকানদার একটি ঘড়ি ক্রয় করে ৪৯৫ টাকায় ঘড়িটি বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। দোকানদারের জন্য ঘড়িটির ক্রয়মূল্য কত?
৫০০
৫৫০
৬০০
৭০০
4373. x কে ৭ দ্বারা ভাগ করা হলে ভাগশেষ ১ হয়। যদি y কে ৭৭ দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ ২ হয়। x+y কে ৭ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
১
২
৩
৪
ব্যাখ্যা: ভাজ্য = ভাজক X ভাগফল + ভাগশেষ।
4374. একটি বৃত্তের ব্যাস ৫০% কমে গেলে, বৃত্তের ক্ষেত্রফল কত শতাংশ কমে যাবে?
৮০%
১০০%
৪০০%
৫০০%
৭৫%
4375. কোনটি Common Noun?
Truth
Length
Victory
Bank
4376. What is the noun form of the word 'compete' ?
competence
competition
competent
competitione
ব্যাখ্যা: compete-প্রতিযোগিতা করা (verb) এর noun হচ্ছে competition (প্রতিযোগিতা)...
4377. . একটি কারখানায় পুরুষ ও মহিলা শ্রমিকের অনুপাত ১: ২ এবং কারখানায় ৩৬ জন শ্রমিক রয়েছে। অনুপাত ১:১ করতে কত জন পুরুষকে যোগদান করতে হবে?
৬
৭
১০
১২
4378. জাতিসংঘ দিবস কোনটি?
২৮ অক্টোবর
২১ অক্টোবর
২৪ অক্টোবর
১৮ অক্টোবর
কোনোটিই নয়
ব্যাখ্যা: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের কার্যক্রম শুরু হওয়ায় ১৯৭২ সাল থেকে ঐ দিনটি 'জাতিসংঘ দিবস' হিসেবে পালিত হয়ে আসছে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাওয়া এ প্রতিষ্ঠানের বর্তমান সদস্যদেশ ১৯৩টি এবং সদর
দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অবস্থিত।
4379. একটি গ্রামের জনসংখ্যা ৫৫০০। যদি পুরুষের সংখ্যা ১১% বৃদ্ধি পায় এবং মহিলার সংখ্যা ২০% বৃদ্ধি পায়, তবে জনসংখ্যা ৬৩৩০ হয়। ঐ গ্রামে মহিলার সংখ্যা কত?
২৫০০
৩০০০
৩৫০০
৪০০০
4380. বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে?
এএন সাহা
রফিকুন্নবী
কামরুল হাসান
জয়নুল আবেদীন
ব্যাখ্যা: বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান, যেখানে রয়েছে উভয় পাশে ধানের শীষবেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, তার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পরযুক্ত পাতা, তার উভয় পার্শ্বে দুটি করে তারকা। এছাড়া রাষ্ট্রীয় প্রতিক বা মনোগ্রামের ডিজাইনার এএন সাহা।