Image
MCQ
4401. 6 m লম্বা ও 3m চওড়া একটি আয়তাকার পাত্রের 5m গভীরতা পর্যন্ত পানি আছে, তলদেশে মোট চাপ কত?
1000 Kg
9000 kg
10000 kg
90000 Kg
4402. তরল পদার্থের উপরি পৃষ্ঠে চাপের তীব্রতা------
কম
বেশি
শূন্য
সমান
4403. 5mm ব্যাসের একটি কৈশিক নল স্বাভাবিক তাপমাত্রায় পানিতে ডুবানো হলে টিউবের ভিতেরের পানির উচ্চতা কত হবে? যখন, পানির পৃষ্ঠটান 7.46*10–5kg/cm এবং স্পর্শ কোন @= 5°
0.50 cm
0.60 cm
0.7 cm
0.8 cm
4404. চাপের তীব্রতা তরল পদার্থের গভীরতার ---
ব্যস্তানুপাতিক
গুনানুপাতিক
সমানুপাতিক
কোনোটি নয়
4405. When a vertical wall is subjected to pressures due to liquid on both sides the resultant pressure is the----of the two pressures.
sum
difference
arithmetic mean
geometric mean
4406. একটি ছয় তলা বিশিষ্ট ভবনের নিচ তলায় পানির পাইপ কি পরিমাণ চাপ বহনে সক্ষম হওয়া প্রয়োজন?
1000 psi
2000 psi
3000 psi
4000 psi
4407. When a tube of smaller diameter is dipped in water,the water rises in the tube with an upward ---surface.(ক্ষুদ্র ব্যাসের নলকে পানিতে ডুবালে পানি,,,,,, পৃষ্ঠ আকারে নলের উপরে উঠে আসে)
concave(অবতল)
convex(উত্তল)
both a & b
none of these
4408. চাপ তরল সংলগ্ন পাত্রের উপর কিভাবে কাজ করে ?
লম্বভাবে
আড়াআড়ি
সমান্তারলে
সবকয়টি
4410. A glass tube of smaller diameter d is dipped in fluid. The height of rise or fall in the tube is given by---অল্প ব্যাসের কাচ নলকে তরলে ডুবালে তরলের উঠা বা অবনমনের উচ্চতার সমীকরণ…..)
4wd/sigmacos @
sigma cos@/4wd
4sigma cos@/wd
wd/4sigma cos@
4411. 6m×4m×2m মাপের একটি পাত্রে পানি ভর্তি থাকলে তলদেশে চাপের তীব্রতা কত ?
3000 kg/cm^2
20000 kg/cm^2
2000 kg/m^2
30000 kg/m^2
4412. 45m উঁচু একটি Over head water tank সর্বোচ্চ ১৪ তলা পর্যন্ত পানি উঠাইতে পারে। যার প্ররতি তলার উচ্চতা 3 m। এতে Head loss এর পরিমান Kg/cm^2 এককে কত হবে-
0.1 kg/cm^2
0.2 kg/cm^2
0.3 kg/cm^2
0.5 kg/cm^2
4413. Atmosphere চাপ হল-
1.033kg/cm2
10.33kg/cm2
1.033gm/cm2
10.33gm/cm2
4415. পরম চাপ বলা হয় বায়ুর চাপ ও গেজ চাপের -
গুনফলকে
যোগফলকে
ভাগফলকে
বিয়োগফলকে
4416. with an increase in size of tube,the rise or depression of liquid in the tube due to surface tension will---(নলের আকার বৃদ্ধিতে পৃষ্ঠটানের কারনে তরলের উঠা বা অবনমন......)
decrease (হ্রাস পাবে )
increase (বৃদ্ধি পাবে
remain unchanged (অপরিবর্তনীয় থাকবে)
depend upon the characteristics of liquid
4417. বায়ুর সাপেক্ষে পানির পৃষ্ঠটান-----
72×10^-3 N/m
72×10^-3 kg/m
72×10^-3 dyne/cm
72×10^-3gm/cm
4418. The surface normal temperature is---that of water.(স্বাভাবিক তাপে মার্করির পৃষ্ঠটান পানির,,,,,,,, )
same as
lower than
higher than
none of these
4419. The mercury does not wet the glass. This is due to the property of the liquid known as---।(মার্রকারি যে বৈশিষ্ট্যের জন্য গ্লাস ভিজে না তাকে কি বলে?
cohesion( সংসক্তি )
adhesion(সংযুক্তি )
viscosity(সান্দ্রতা )
surface tension(পৃষ্ঠটান)
4420. সমুদ্র পৃষ্ঠে বাতাসের স্বাভাবিক চাপ কত?
72cm
75 cm
76 cm
77 cm