Image
MCQ
4421. d ব্যাসবিশিষ্ট একটি রডের কেবলমাত্র hook-এর দৈর্ঘ্য-
2d
10d
4d
16d
4422. 80/100 Penetration grade এর বিটুমিনের Flash point কত-
195° с
225° с
205° c
250° c
4423. পোর্টল্যান্ড সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতার সময়... এর কম হওয়া উচিৎ না।
৩০ মি.
৪৫ মি.
৬০মি.
৯০ মি.
4424. T ব্যাসবিশিষ্ট নিরেট শ্যাফটে D টর্কেও কারনে উৎপন্ন শিয়ার পীড়ন হবে-
16T / πd³
32T / πd³
16T / πd²
16T / πα4
4425. কং ক্রিটের সংকোচন শক্তি এবং প্রসারণ শক্তি- এর অনুপাত সাধারণত-
১০
১/৫
১/১০
4426. Camber মাটির তৈরি রাস্তার সাধারন যে প্রদান করা হয়-
1 in 20
1 in 24
1 in 10
1 in 36
4427. রেল সেতুতে একমাত্র যে Sleeper ব্যবহার করা হয়-
Wooden Sleeper
Cast Sleeper
Steel Sleeper
Concrete Sleeper
4428. যে Footing দুটি Column -কে Support করে তা-
Continuous Footing
Combied Footing
Strip Footing
Step Footing
4429. নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল কংক্রিট?
১:২:৪
১:৪:৮
১:৩:৬
১: ৫: ১০
4430. সমুদ্র পৃষ্ঠে বাতাসের স্বাভাবিক চাপ কত?
72 cm
76 cm
80 cm
90 cm
4431. পানির স্তম্ভের হিসাবে বায়ুমন্ডলীয় চাপ -এর পরিমাণ-
৭.৫ মি.
৮.৫ মি.
৯.৮১ মি.
১০.৩০ মি.
4432. রেল লাইনের Standard Gause-
১৬৭৬ মি.মি.
১৪৩৬ মি.মি.
১৫৪২ মি.মি.
১০০০ মি.মি.
4433. আয়তন অনুযায়ী বাতাসে অক্সিজেনের পরিমাণ প্রায়-
৫০%
৩৫%
৩০%
২৫%
4434. বাংলাদেশের রাস্তা নির্মাণের জন্য কোন Penetrarion gradde এর বিটুমিন ব্যবহৃত হয়-
60-70 mm
70-80 mm
80-100 mm
কোনটিই না
4435. a বাহুবিশিষ্ট কোন বর্গাকৃতি বীমে M বেন্ডিং মোমেন্টের কারণে সৃষ্ট বেন্ডিং পীড়ন হবে-
6 M/a³
4 M/a3
3 M/a³
5 M/a³
4436. কোন তেলের আপেক্ষিক ওজন এর আপেক্ষিক গুরুত্ব হবে-
15 gm/cm³
15 gm/cm²
0.75
1.0 kg
4437. একটি ইটের গুণাগুন প্রভাবিত হয়-
ব্যবহৃত ক্রে এর উপর
পোড়ানোর উপর
শুকানোর উপর
সব গুলো
4438. Kg/m³ এ কংক্রিটের একক ওজন সাধারণত ধরা হয়-
১০০ কেজি
১২০০ কেজি
২৪০০ কেজি
৩০০০ কেজি
4439. বীমে লোড বাড়ানো হলে নিরপেক্ষ অক্ষে টান পীড়ন-
বাড়বে
কমবে
দ্বিগুন হবে
অপরিবর্তিত থাকবে
4440. প্রতি ৫ কেজি/বর্গ সেন্টিমিটার চাপের সমতুল্য পানির স্তম্ভেও উচ্চতা-
৫ মিটার
২.৫ মিটার
৫০ মিটার
২৫ মিটার