Image
MCQ
4441. একটি মাটির নমুনার ভয়েড রেশিও এর মান ০.৩ হলে পরোসিটি কত?
২.৩০
০.২৩
০.০২৩
০.০০২৩
4442. মাটির ঘনত্বসূচক মান সর্ব্বোচ্চ কত?
০.১
১.৫০
১.০০
২.০০
4443. পয়সনের অনুপাত বলতে কি বুঝায়-
পার্শ্ব বিকৃতি / দৈর্ঘ্য বিকৃতি
দৈর্ঘ্য বিকৃতি / পার্শ্ব বিকৃতি
পার্শ্ব হ্রাস / দৈর্ঘ্য বৃদ্ধি
দৈর্ঘ্য বৃদ্ধি/ পার্শ্ব হ্রাস
4444. Cusec দ্বারা বোঝায়-
1 ft³/ sec
1 cm³/ sec²
1 m³/ sec
1 m³/ sec²
4445. গান্টার শিকলের কত শিকলে এক মাইল?
৫০
৬০
৭০
৮০
4446. এক নিউটন সমান = ?
০.৫০৫ পাউন্ড
০.২২৫ পাউন্ড
০.৭২৭ পাউন্ড
১ পাউন্ড
4447. শিয়ার ফোর্স ডায়াগ্রামে চিহ্ন পরিবর্তন বিন্দুকে বলে-
ইরপ্লেকশন বিন্দু
নিরপেক্ষ বিন্দু
বিপদজনক বিন্দু
নিষ্ক্রিয় বিন্দু
4448. ট্রাই-এক্সিয়াল টেস্টে মাটিকে কী টেস্ট করা হয়?
কমপেকশন টেস্ট
কনসোলিডেশন টেস্ট
শিয়ার স্ট্রেস্থ টেস্ট
টেনসাইল স্ট্রেস্থ টেস্ট
4449. ACI কোড অনুসারে স্লাবের সর্বনিম্ন পুরুত্বের পরিমাণ-
৯ সে.মি.
১০ সে.মি.
১২ সে.মি.
১৪সে.মি.
4450. সিমেন্ট চুনের শতকরা পরিমাণ-
৪০-৫০%
৬০-৬৭%
৫০-৬০%
৭০-৭৫%
4451. সিমেন্টের প্রান্তিক সেটিং টাইম পরীক্ষায় ব্যবহৃত সুই-এর প্রস্থচ্ছেদী ক্ষেত্রফল হবে-
১ বর্গ, মি.মি.
৩ বর্গ, মি.মি.
২ বর্গ, মি.মি.
৪ বর্গ. মি.মি.
4452. L মিটার দৈর্ঘ্যের সাধারণভাবে স্থাপিত বীমের মধ্যে বিন্দুতে P লোড দেওয়া হলে সর্ব্বোচ্চ মোমেন্ট হবে-
PL/2
PL/4
PL/8
PL/12
4453. একটি প্রথম শ্রেণীর ইটে সিলিকার (SiO₂) পরিমান কত?
৫০%
৬০%
৫৫%
৬৫%
4454. আদর্শ প্রক্টর পরীক্ষায় মাটিকে দৃঢ়করণের জন্য ব্যবহৃত হাতুড়ির ওজন-
৫.৫ কেজি
৩.৫ কেজি
৪.৫ কেজি
২.৫ কেজি
4455. ভাইকাটস্ এপারেটাস সিমেন্ট টেস্টের জন্য ব্যবহৃত প্লাজারের ব্যাস-
১০ মি.মি.
২০ মি.মি.
১৫ মি.মি.
২৫ মি.মি.
4456. 50 mm² ক্ষেত্রফলের উপর 5N বল প্রয়োগ করলে পীড়নের পরিমাণ হবে-
10 MPa
1 MPa
0.1 MPa
0.01 MPa
4457. শুকনা বালির স্থিরতা কোণ কত?
২০°
৩০"
২৫°
৩৫°
4458. ভাল ইটের চাপ শক্তির পরিমান সাধারনত কত?
১০০-১১০ কেজি/বর্গ,সে.মি.
১২০-১৩০ কেজি/বর্গ.সে.মি.
১৪০-১৫০ কেজি/বর্গ,সে.মি.
১৫০-১৬০ কেজি/বর্গ.সে.মি.
4459. কোন পদ্ধতির জরিপ কার্যকে গ্রাফিক্যাল জরিপ পদ্ধতি বলা হয়?
শিকল জরিপ
প্লেন জরিপ
কম্পাস জরিপ
থিওডোলাইড জরিপ
4460. ৪° সেন্টিগ্রেট তাপমাত্রায় ১ লিটার পানির ওজন?
০.৯৬ কেজি
১.২ কেজি
১ কেজি
১.৫ কেজি