MCQ
4321. নিচের কোন মাটির ভারবহন ক্ষমতা সবচেয়ে বেশি?
কোর্স গ্র্যাভেল
আলগা এবং শুষ্ক মোটা বালি
আর্দ্র মাটি
আলগা এবং শুষ্ক চিকন বালি
4322. নিচের কোন মাটির ভারবহন ক্ষমতা সবচেয়ে কম?
আর্দ্র মাটি
আলগা এবং শুষ্ক চিকন বালি
আলগা এবং শুষ্ক মোটা বালি
কোর্স গ্র্যাভেল
4323. অনিশ্চিত ভূমির Defferential Settlement নিয়ন্ত্রণের জন্য কী ধরনের Foundation/ Footing ব্যবহৃত করা হয়?
Combined footing
Strip footing
Cofferdam
Mat foundation
4324. স্টেটিক পেনিট্রেশন পরীক্ষায় পেনিট্রেটিং কৌন (Cone)-এর অ্যাঙ্গেল-
75°
60°
45°
30°
4325. অল্প ভারবহন ক্ষমতাসম্পন্ন মাটির ক্ষেত্রে বেশি লোডের স্টিল স্ট্যানশন-এর জন্য কোন ধরনের ভিত্তি উপযোগী?
ওয়েল ফাউন্ডেশন
পাইল ভিত্তি
র্যাফট ভিত্তি
গ্রিলেজ ভিত্তি
4326. যে-কোনো মৃত্তিকার ক্ষেত্রে ভূমি থেকে ভিত্তির ন্যূনতম গভীরতা হবে-
60 সেমি
৪০ সেমি
100 সেমি
120 সেমি
4327. মাটির সেফ ভারবহন ক্ষমতা বৃদ্ধি করা যেতে পারে-
সয়েলকে গ্রাউটিং করে
ভিত্তির গভীরতা বৃদ্ধি করে
যদি পানি সমতল ফুটিং বেসের নিকটবর্তী হওয়ায় মাটি ড্রেনিং-এর মাধ্যমে
উপরের সব কয়টি
4328. প্লেট লোডিং টেস্ট থেকে পাওয়া যায়-
মাটির সেফ বিয়ারিং ক্যাপাসিটি
মাটির সর্বোচ্চ ভারবহন ক্ষমতা
আন্ডারলেয়িং রক এবং গভীরতা
উপরের কোনোটিই নয়
4329. যখন ভূগর্ভস্থ পানির তল (water level) ভূপৃষ্ঠের তল (Ground level) এর কাছাকাছি আসে তখন মাটির ভার বহন ক্ষমতা (bearing capacity) কমে-
অর্ধেক হয়
একই থাকে
দুই-তৃতীয়াংশ হয়
তিন-চতুর্থাংশ হয়
4330. একটা 3m x 3m কলামের ভিত্তি (foundation)-এর উপর load-এর ecentricity নিম্নোক্ত মানের বেশি হওয়া উচিত নয়-
0.50m
0.75m
10.m
1.5m
4331. মাটির ভারবহন ক্ষমতা নির্ভর করে কীসের উপর?
ফাউন্ডেশন-এর ধরন
ফাউন্ডেশন-এর আকার ও আকৃতি
ফাউন্ডেশন-এর গভীরতা
উল্লিখিত সবগুলোর উপর
4332. মাটির Settlement জানার জন্য কোন পরীক্ষা করা হয়?
Tri-axial
Hydrometer
Consolidation
Direct Shear
4333. যে Footing দুটি column-কে support করে তা-
Step footing
Strip footing
Combined footing
Continuous footing
4334. আদর্শ পেনিট্রেশন পরীক্ষায় হাতুড়ির ওজন এবং পতনের উচ্চতা-
60 কেজি এবং 60 সেমি
50 কেজি এবং 50 সেমি
70 কেজি এবং 70 সেমি
65 কেজি এবং 75 সেমি
4335. যে দেয়াল মাটির Lateral pressure বহন করে-
Boundary wall
Retaining wall
Shear wall
Vertical wall
4336. আদর্শ পেনিট্রেশন পরীক্ষায় কত সেমি প্রবেশ করাতে আঘাতের সংখ্যা হিসাব করা হয়?
40 সেমি
20 সেমি
30 সেমি
10 সেমি
4337. একটা 5' x 5' footing এর চার কোনায় footing-এর পাশ ঘেঁষে । ফুট ব্যাসের চারটা পাইল footing এর মধ্যখানে অবস্থিত একটা কলামের ভার বহন করে। কলামটিতে সর্বোচ্চ 60k vertical load-সহ 40k-ft moment আসতে পারে। তাহলে pile-এ সর্বোচ্চ load হবে-
15k
10k
20k
25k
4338. বালুমাটি (sandy soil) compact করার জন্য সবচেয়ে উপযুক্ত roller হচ্ছে-
Vibrator roller
Sheep-foot roller
Pneumatic-tyred roller
Smooth-wheel roller
4339. b প্রন্থের Rectangular foundation-এর load eccentricity কোন value-এর অধিক হওয়া উচিত?
b/5
b/3
b/4
b/6
4340. দালানে সচরাচর ব্যবহৃত গভীর ভিত্তি হলো-
গ্রিলেজ ভিত্তি
র্যাফট ভিত্তি
পাইল ভিত্তি
ওয়েল ফাউন্ডেশন