Image
MCQ
4361. ACI কোড অনুযায়ী প্রতি গ্রেডের কমপক্ষে কতটি নমুনা পরীক্ষা করতে হয়?
৪টি
৩টি
৫টি
৭টি
4362. স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক-
2.9 × 10^7 পাঃ/বঃ ইঃ
2.9 × 10^6 পাঃ/বঃ ইঃ
2.8 × 10^8পাঃ/বঃ ইঃ
2.9 × 10^9 পাঃ/বঃ ইঃ
4363. কংক্রিটের বিচূর্ণন পরীক্ষায় যে সিলিন্ডার ব্যবহৃত হয়, তার উচ্চতা ও ব্যাস যথাক্রমে-
30cm এবং 10cm
30cm এবং 12cm
30cm এবং 15cm
30cm এবং 18cm
4364. ACI Code অনুসারে Slab-এ Plain bar ব্যবহৃত হলে Minimum reinforcement কত?
0.002 bd
0.025 bd
0.0025 bd
0.0035 bd
4365. যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ কোড হলো-
ASTM Code
USD Code
ACI Code
কোনোটিই নয়
4366. ACI কোড অনুসারে কংক্রিটের নিরাপদ পীড়ন fc-এর মান কত?
0.4 f’c
0.45 f’c
0.5 f’c
0.04 f’c
4367. কংক্রিটের শক্তি নির্বাচনে কিউবের পরীক্ষায় বিচূর্ণভার ৫৪৬৭৫ কেজি পাওয়া গেল। কিউবের সাইজ 15cm x 15cm x 15cm হলে সর্বোচ্চ পীড়ন কত হবে অর্থাৎ 'c=?
১০৯ কেজি/বর্গ সেমি
২০৫ কেজি/বর্গ সেমি
২৪৩ কেজি/বর্গ সেমি
২৫৩ কেজি/বর্গ সেমি
4368. ক্যান্টিলিভার বিমের সর্বাধিক মোমেন্ট হয়--
মুক্তপ্রান্তে
সাপোর্টে
মধ্যবিন্দুতে
কোনোটিই নয়
4369. বিম ও শ্যাবের ক্ষেত্রে কংক্রিটের নিরাপদ শিয়ার শক্তি/পীড়ন Ve-এর মান হয়-
0.318√(f' c)
0.530√(f' c)
0.292√(f' c)
কোনোটিই নয়
4370. স্টিলের ক্ষেত্রে নিরাপত্তা সহগ নিরূপণে নমনীয় স্ট্রেংথ ও Working load-এর অনুপাত সাধারণত কত ধরা হয়?
১.৫
২.৫
৩.৫
৪.৫
4371. পুরোপুরি অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে সমভাবে বিস্তৃত লোডের জন্য সর্বোচ্চ বাঁকন মোমেন্ট-
WL/12
WL/8
WL/2
WL/10
4372. কংক্রিটের বিচূর্ণন পরীক্ষার জন্য কিউব আকৃতির যে ছাঁচ ব্যবহার হয় তার সাইজ-
15cm x 15cm x 15cm
12cm x 12cm x 12cm
10cm x 10cm x 10cm
8cm x 8cm x 8cm
4373. চাপ পীড়ন সহনশীল কংক্রিটের সচরাচর ব্যবহারিত চাপ পীড়ন-
210 kg/cm
170 kg/cm
211 kg/cm²
175 kg/cm²
4374. স্টিল বার পরিমাণ সাধারণত সুতায় প্রকাশ করা হয়। ১ সুতা কত মিমি?
১.১৭৫ মিমি
২.১৭৫ মিমি
৩.১৭৫ মিমি
৪.১৭৫ মিমি
4375. ACI Code অনুসারে অমসৃণ Bar ব্যবহৃত হলে Slab-এ Minimum reinforcement কত?
0.002 bd
0.0035 bd
0.003 bd
0.004 bd
4376. কিউব/সিলিন্ডার কত দিনে কিউরিং করার টেস্টিং মেশিনে স্থাপন করা হয়?
৭ দিন এবং ১৪ দিনে
৭ দিন এবং ২৮ দিনে
৭ দিন এবং ২১ দিনে
৭ দিন এবং ১৮ দিনে
4377. কিউব টেস্টে সাধারণত সিলিন্ডার টেস্টে প্রাপ্ত শক্তির কত বেশি?
৫%-১০% (প্রায়)
১০%-১৫% (প্রায়)
১৫%-২০% (প্রায়)
২০%-৩০% (প্রায়)
4378. সিলিন্ডার/কিউব পরীক্ষাগারে সিক্ত আবহাওয়ায় কিউরিং করা হয়-
২১°সে.
৩০°সে.
২৫°সে.
৩৫°সে.
4379. কংক্রিটের চাপ পীড়ন নিরূপণ করা হয় সাধারণত-
গোলক ও ত্রিভুজ টেস্টের মাধ্যমে
কিউব ও সিলিন্ডার টেস্টের মাধ্যমে
ক ও খ উভয়ের মাধ্যমে
কোনোটিই নয়
4380. সাধারণভাবে স্থাপিত সমভাবে বিস্তৃত লোডের জন্য সর্বোচ্চ বাঁকন মোমেন্ট-
WL/10 kg-cm
WL/12 kg-cm
WL/8 kg-cm
WL/2 kg-cm