MCQ
1081. 'পদ্মাবতী' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
দৌলত কাজী
আলাওল
মাগন ঠাকুর
শাহ মুহম্মদ সগীর
1082. ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছে বাংলার কোন সুলতানের?
গিয়াস উদ্দীন আজম শাহ
আলাউদ্দীন হোসেন শাহ
ফখরুদ্দীন মোবারক শাহ
ইলিয়াস শাহ
1083. আলাউদ্দীন হোসেন শাহ বাংলা সাহিত্যে কী কারণে খ্যাতিমান?
শাসনকর্তা হিসেবে
অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য
সালতানাৎ প্রতিষ্ঠার জন্য
বাংলা ভাষার স্কুল প্রতিষ্ঠার জন্য
1084. কবি আলাওল কোন রাজসভার কবি ছিলেন?
মিথিলা
রোসাঙ্গ
কৃষ্ণনগর
ত্রিপুরা
1085. ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজভাষা ছিল-
বাংলা
আরবি
সংস্কৃত
ফারসি
1086. কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি?
আলাউদ্দীন হোসেন শাহ
রুকনউদ্দীন বরবক শাহ
ফখরুদ্দীন মুবারক শাহ
গিয়াস উদ্দীন আজম শাহ
1087. 'পদ্মাবতী' কাব্যখানা মহাকবি আলাওল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন?
আরবি
উর্দু
ফারসি
হিন্দি
1088. বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম কী?
মনসামঙ্গল
মনসাবিজয়
চাঁদ সওদাগরের কাহিনী
মনসা প্রশস্তি
1089. ঐতিহাসিক গ্রন্থ 'আইন-ই-আকবরী' এর রচয়িতা কে?
ফেরদৌসি
গালিব
আবুল ফজল
কেউ নয়
1090. মহাকবি আলাওল রচিত গ্রন্থ-
পদ্মাবতী
ইউসুফ জোলেখা
গোরক্ষবিজয়
লায়লী-মজনু
1091. কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়?
ময়মনসিংহ গীতিকা
ইউসুফ জুলেখা
পদ্মাবতী
লাইলী মজনু
1092. বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে?
আকবরনামা
আলমগীরনামা
আইন-ই-আকবরী
তুজুক-ই-আকবর
1093. 'রসুলবিজয়' কাব্যের রচয়িতা কে?
আবদুল হাকিম
শেখ চাঁদ
মীর মুহম্মদ শফী
মুহম্মদ আকিল
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'রসুলবিজয়' নামে প্রথম কাব্য রচনা করেন জৈনুদ্দীন। পরবর্তীতে শেখ চাঁদ ও শাহ বারিদ খানও 'রসুলবিজয়' নামে কাব্য রচনা করেন
1094. 'তাম্বুল রাতুল হইল অধর পরশে।' অর্থ কী?
অস্তাচলগামী সূর্য ও মুখ একই রকম লাল হয়ে গেল
ঠোঁটের পরশে পান লাল হয়
পানের পরশে ঠোঁট লাল হয়
অস্তাচলগামী সূর্যের আভায় মুখ রক্তিম দেখা গেল
1095. বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক?
আলীবর্দী খাঁ
মুর্শিদ কুলি খাঁ
ইসলাম খাঁ
আলাউদ্দীন হোসেন শাহ
1096. আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন-
শাহ মুহম্মদ সগীর
সৈয়দ হামজা
কবি জয়দেব
আলাওল
1097. কোন কবি গিয়াস উদ্দীন আজম শাহের রাজকর্মচারী ছিলেন?
ঈশ্বর গুপ্ত
সৈয়দ হামজা
শাহ মুহম্মদ সগীর
জয়েনউদ্দিন
1098. নিচের কোন জন মধ্যযুগের কবি নন?
কায়কোবাদ
আলাওল
মাগন ঠাকুর
জ্ঞানদাস
1099. 'নসীরানামা' কাব্যগ্রন্থ কার রচনা?
দৌলত কাজী
কবি মরদন
কোরেশী মাগন ঠাকুর
আলাওল
1100. মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন-
তুর্কি শাসকবর্গ
মুঘল সম্রাটগণ
পাঠান সুলতানগণ
সংস্কৃত পণ্ডিতগণ