MCQ
1121. বাংলা ভাষায় প্রথম কে রামায়ণ রচনা করেন?
জয়দেব
ভুসুকুপা
হরপ্রসাদ শাস্ত্রী
কৃত্তিবাস ওঝা
1122. মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমানদের উল্লেখযোগ্য অবদান কোনটি?
নাথ সাহিত্য
রোমান্টিক প্রণয়োপাখ্যান
জীবনীকাব্য
মঙ্গলকাব্য
1123. 'লায়লী-মজনু' কাব্যের অনুবাদক হলেন-
সাবিরিদ খান
দৌলত উজির বাহরাম খান
সৈয়দ সুলতান
আলাওল
1124. 'রামায়ণ' রচিত হয়-
হিন্দি ভাষায়
উর্দু ভাষায়
সংস্কৃত ভাষায়
বাংলা ভাষায়
1125. রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি / বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি / প্রাচীনতম বাঙালি কবি কে?
মুহম্মদ কবির
শেখ ফয়জুল্লাহ
সাবিরিদ খান
শাহ মুহম্মদ সগীর
1126. . শাহ মুহম্মদ সগীর রচিত গ্রন্থ কোনটি?
ইউসুফ জোলেখা
লায়লী-মজনু
শিরী ফরহাদ
পদ্মাবতী
1127. রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কী?
চন্দ্রকলাবতী
পদ্মাবতী
চন্দ্রাবতী
কামিনী রায়
1128. রামায়ণ' রচয়িতার নাম কী?
বাল্মীকি
চণ্ডীদাস
ভিয়াস
এদের কেউ নন
1129. 'লায়লী-মজনু' কাব্যের উপাখ্যান কোন দেশের?
সৌদি আরব
ইরাক
ইরান
মিশর
1130. মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী নিচের কোনটি রচনা করেন?
মহাভারত
ভাগবত
গীতা
রামায়ণ
1131. হিন্দি ও ফারসি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়েছে?
নাথ সাহিত্য
প্রণয়োপাখ্যান
পদাবলি
মঙ্গলকাব্য
1132. কোন বাক্যটি শুদ্ধ তা নির্দেশ করুন?
কৃত্তিবাস বাঙলা রামায়ণ লিখেছেন
কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন
কীর্তিবাস বাংলা রামায়ন লিখিয়াছেন
কীর্তিবাস বাঙলা রামায়ন লিখিয়াছেন
1133. কাশীরাম দাস কোন গ্রন্থের অনুবাদক?
মহাভারত
রামায়ণ
বেদ
গীতা
1134. 'মহাভারত' এর শ্রেষ্ঠ অনুবাদক কে?
কবীন্দ্র পরমেশ্বর
শ্রীকর নন্দী
কাশীরাম দাস
সঞ্জয়
1135. 'ইউসুফ জোলেখা' প্রণয়কাব্য অনুবাদ করেছেন-
মাগন ঠাকুর
দৌলত উজির বাহরাম খান
আলাওল
শাহ মুহম্মদ সগীর
1136. বাংলা অনুবাদ কাব্যের সূচনা কোন যুগে হয়?
প্রাচীন যুগ
মধ্যযুগ
অন্তমধ্য যুগ
আধুনিক যুগ
1137. 'পরাগলী মহাভারত' খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী?
সঞ্জয়
শ্রীকর নন্দী
কবীন্দ্র পরমেশ্বর
কাশীরাম দাস
1138. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-
পদ্মাবতী
চন্দ্রাবতী
ইউসুফ জোলেখা
লায়লী-মজনু
1139. 'ইউসুফ জোলেখা' কোন জাতীয় রচনা?
নাটক
উপন্যাস
রোমান্টিক প্রণয়কাব্য
রম্য রচনা
1140. কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম কী?
আদি মহাভারত
পরাগলী মহাভারত
মহাভারত
মহান মহাভারত