MCQ
1481. বাগধারা অতীতকালের কোন ঘটনার স্মারক?
সামাজিক-অর্থনৈতিক
সামাজিক-রাজনৈতিক
সামাজিক-মানসিক
সামাজিক-সাংস্কৃতিক
1482. মা শিশুকে খাওয়ান। এটি কোন ক্রিয়া?
সরল ক্রিয়া
প্রযোজক ক্রিয়া
নাম ক্রিয়া
মিশ্র ক্রিয়া
1483. বাগধারার অর্থ নির্ণয় করুন: 'অক্কা পাওয়া'-
দুর্লভ বস্তু
স্বার্থপর
বেহায়া
মরা
1484. অরণ্যে রোদন' কথাটির অর্থ কী?
ছিদকাঁদুনে
না জেনে কিছু করা
বারংবার চেষ্টা করা
বৃথা চেষ্টা
1485. অর্ধচন্দ্র' এর অর্থ-
গলাধাক্কা দেয়া
অমাবস্যা
দ্বিতীয়ত
কাস্তে
1486. 'অকালে বাদলা' বাগধারার অর্থ কী?
অপ্রত্যাশিত বাধা
যা সচরাচর ঘটে না
পৌষ-মাঘ মাসের বৃষ্টি
নিত্যনৈমিত্তিক বিষয়
1487. 'অনুরোধে ঢেঁকি গেলা' বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-
অনুরোধে পড়ে অসাধ্য সাধন করা
অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা
চাপে পড়ে অন্যায় কাজ করে ফেলা
অনুরোধে ঢেঁকি গিলে ফেলা
1488. 'অজগর বৃত্তি' বাগধারাটির অর্থ কী?
লোভী
আলসেমি
অপদার্থ
প্রচণ্ড গরম
1489. যোজক কাকে যুক্ত করে?
পদ
বর্গ
বাক্য
সবগুলো
1490. 'শন শন' কি ধরনের দ্বিরুক্ত শব্দ?
শব্দের দ্বিরুক্তি
পদের দ্বিরুক্তি
অনুকার দ্বিরুক্তি
কোনোটিই নয়
1491. সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে বলে-
বাগবিধি
সমার্থক শব্দ
ভিন্নার্থক শব্দ
বিপরীতার্থক শব্দ
1492. কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন?
শর্ত
ভূত
ভাবী
সবগুলো
1493. 'ওদিকে আর যাব না'- এ বাক্যে 'আর' শব্দটি ব্যবহৃত হয়েছে-
নির্দেশ অর্থে
স্বীকৃতিজ্ঞাপন অর্থে
পুনরাবৃত্তি অর্থে
বিস্ময় প্রকাশে
1494. যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয়, তাকে কী বলে?
সমাপিকা ক্রিয়া
প্রযোজক ক্রিয়া
সকর্মক ক্রিয়া
অসমাপিকা ক্রিয়া
1495. 'অকাল কুষ্মাণ্ড' বাগধারাটির অর্থ কোনটি?
অকর্মা
কর্মবিমুখ
বোকা
মূর্খ
1496. 'তিনি সৎ তাই সকলেই তাঁকে শ্রদ্ধা করে'- এখানে 'তাই' অব্যয়টি
সংযোজক অব্যয়
সমুচ্চয়ী অব্যয়
বিয়োজক অব্যয়
সংকোচক অব্যয়
1497. 'অমাবস্যার চাঁদ' বাগধারাটির অর্থ কী?
সহজলভ্য
দুর্লভ বস্তু
লুকিয়ে থাকা
অমাবস্যার রাতে চাঁদ
1498. 'কোন দেশেতে তরুলতা, সকল দেশের চাইতে শ্যামল'- 'চাইতে' ক্রিয়াটির ব্যবহার কোন ধরনের?
অনন্বয়ী অব্যয়
বিশেষণ বাচকতা
ক্রিয়াবাচক বিশেষণ
অনুসর্গ তৈরী
1499. 'অন্ধকার দেখা' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
দুর্লভ বস্তু
হতবুদ্ধি
দৃষ্টি শক্তিহীন
স্বার্থে আঘাত লাগা
1500. 'অগস্ত্য যাত্রা' বাগধারাটির অর্থ কী?
শুরু করা
বিশ্রাম করা
তাড়াতাড়ি শেষ করা
শেষ বিদায়