Image
MCQ
1561. 'সে নাকি আসবে না।' এখানে 'না' অব্যয় কি অর্থে প্রযুক্ত হয়েছে?
অনুমান অর্থে
বিস্ময় অর্থে
সম্ভাবনা অর্থে
বিরক্তি অর্থে
1562. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' এখানে 'টাপুর টুপুর' কোন পদ?
বিশেষ্য
ক্রিয়া
অব্যয়
সর্বনাম
1563. ক্রিয়াপদ-
আসলে বিশেষণ থেকে অভিন্ন
কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
সবসময়ে বাক্যে থাকবে
শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়।
1564. 'হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখতো সে।' বাক্যটিতে 'দিয়ে' হলো:
অব্যয়
প্রত্যয়
অনুসর্গ
উপসর্গ
1565. 'তুমি না সেদিন আবৃত্তি করেছিলে?' এখানে 'না' কোন অর্থে ব্যবহৃত?
সন্দেহ
অনুমান
বিস্ময়
নিশ্চয়তা
1566. 'শুধু শুধু তিনি রেগে ওঠেন।' বাক্যটিতে কোন ভাব প্রকাশ করা হয়েছে?
ক্রমশ
অভ্যাস
আকস্মিকতা
ব্যাপ্তি
1567. 'কড়কড়' কোন অব্যয়?
অনুকার
সমুচ্চয়ী
অনুসর্গ
অনন্বয়ী
1568. 'আকাশ শুধু নীল আর নীল' এই বাক্যে 'আর' হচ্ছে-
ঘন
অনেক
অব্যয়
ক্রিয়া
1569. বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে কোনপদ ছাড়া বাক্য গঠন করা যায় না/ বাক্যের অপরিহার্য পদ কোনটি?
নামপদ
কর্তৃপদ
কর্মপদ
ক্রিয়াপদ
1570. 'কী আপদ লোকটা যে পিছু ছাড়ে না।' বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?
বিরক্তি
যন্ত্রণা
ঘৃণা
কষ্ট
1571. 'তুই কি কাজ করবি, না মার খাবি? এই বাক্যে 'কি' অব্যয়ের ব্যবহার হয়েছে-
প্রশ্ন জিজ্ঞাসা
বিরক্তি প্রকাশে
শাসন করায়
ক্রোধ প্রকাশে
1572. দ্বারা, দিয়া, হইতে, থেকে, এগুলিকে বলে-
অব্যয়
অনুসর্গ অব্যয়
উপসর্গ
অনন্বয়ী অব্যয়
1573. 'তুমি না বলেছিলে আগামীকাল আসবে?' এখানে 'না' এর ব্যবহার কি অর্থে?
না-বাচক
প্রশ্নবোধক
হ্যাঁ-বাচক
বিস্ময়সূচক
1574. 'হু হু করে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে।' বাক্যটিতে 'হুহু' কোন অর্থে প্রযুক্ত?
দ্বিরুক্তি
বিশিষ্টার্থক
ধ্বন্যাত্মক
রূপকার্থক
1575. 'তাকেও আসতে বলেছি।' এই বাক্যের 'ও' অব্যয় পদটি কি অর্থে ব্যবহৃত হয়?
নির্দেশ অর্থে
স্বীকৃতি জ্ঞাপনে
বিকল্প প্রকাশে
অনুরোধে
1576. 'না' কোন জাতীয় শব্দ?
অব্যয়
ক্রিয়া
সর্বনাম
মহাকাব্য
1577. 'আ মরি বাংলা ভাষা' এ চরণে 'আ' দ্বারা কী প্রকাশ পেয়েছে?
আশাবাদ
আনন্দ
আবেগ
আনুগত্য
1578. 'ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ'।
ভয়
বিরক্তি
রাগ
বিপদ
1579. 'কে জানে দেশে সুদিন আবার আসবে কিনা।' এ বাক্যটি কী প্রকাশ করে?
হতাশা
সম্ভাবনা
সন্দেহ
অনিশ্চয়তা
1580. 'যত গর্জে তত বর্ষে না' বাক্যটিতে 'যত তত' অব্যয়ের ব্যবহার কোন অর্থে?
পরিণাম
তুলনা
বৈপরীত্য
নিশ্চিত