Image
MCQ
1601. 'অলস' এর বিশেষ্য পদ কোনটি?
আলস্য
অলসতা
আলসে
আলসেমী
1602. তোমার এ পূণ্য প্রচেষ্টা সফল হোক। বাক্যটিতে পূণ্য শব্দটি হলো-
বিশেষ্য
অব্যয়
বিশেষণ
ক্রিয়া
1603. 'বুনো' শব্দটির পদ কি?
বিশেষ্য
অব্যয়
বিশেষণ
কোনটিই নয়
1604. কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ?
তিনি এখানে এসেছিলেন
ছেলেটি দ্রুত দৌড়ায়।
গতকাল তিনি এসেছেন
একটু ঘরে আসুন না
1605. 'বুদ্ধিমান' এর বিশেষ্য পদ কী?
বুদ্ধি
বুদ্ধিত্ব
বুদ্ধিজীবী
বোদ্ধা
1606. 'মেঘলা' কি ধরনের শব্দ?
বিশেষ্য
বিশেষ্যের বিশেষণ
বিশেষণ
ক্রিয়া বিশেষণ
1607. 'মেটে কলসী' শব্দবন্ধে 'মেটে' কোন প্রকার বিশেষণ?
গুণবাচক
উপাদানবাচক
অবস্থাবাচক
রূপবাচক
1608. চাউল, চিনি, পানি এগুলো কী-বাচক বিশেষ্য?
জাতিবাচক
সমষ্টিবাচক
বস্তুবাচক
ব্যক্তিবাচক
1609. "সুন্দর মানুষকে নিজের দিকে টানে"- বাক্যটিতে 'সুন্দর' শব্দটি কোন পদ?
বিশেষ্য
সর্বনাম
বিশেষণ
অব্যয়
1610. 'মন' শব্দের বিশেষণ-
মানস
মনন
মানসিক
মানুষ
1611. 'তাজা মাছ' কোন বিশেষণ?
অবস্থাবাচক
রূপবাচক
গুণবাচক
অংশবাচক
1612. 'সুন্দর মাত্রেরই একটি আকর্ষণ শক্তি আছে।' এ বাক্যে 'সুন্দর' শব্দটি কোন পদ?
বিশেষ্য
বিশেষণ
সর্বনাম
বিশেষণের বিশেষণ
1613. 'অর্ধেক সম্পত্তি- এখানে 'অর্ধেক' কোন পদ?
বিশেষণ
সর্বনাম
নামবাচক বিশেষ্য
বিশেষ্য
1614. 'লবণ' শব্দের বিশেষণ-
লবণীয়
লবণাক্ত
লবনাক্ত
লাবণ্য
1615. 'পূণ্যে মতি হোক' বাক্যে 'পূণ্যে' কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
বিশেষ্য
বিশেষণের বিশেষণ
বিশেষণ
সর্বনাম
1616. নিচের কোনটি গুণবাচক বিশেষণের উদাহরণ?
চৌকস লোক
কালো মেঘ
নীল আকাশ
ভাজা মাছ
1617. কোন শব্দটি বিশেষ্য বিশেষণ উভয়রূপে ব্যবহৃত হতে পারে?
দেশ
ব্যথা
সুন্দর
বন্দর
1618. 'সৌন্দর্য সকলকেই আকর্ষণ করে।' এ বাক্যে 'সৌন্দর্য' কোন পদ?
বিশেষণ
বিশেষ্য
সর্বনাম
অব্যয়
1619. ন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে?
ধীরে চল
ঘোড়া খুব দ্রুত চলে
সে পূণ্যবান
মেটে কলসি
1620. কোন বাক্যে নিম্নরেখ শব্দ বিশেষ্যরূপ ব্যবহৃত হয়েছে?
গভীর নিশীথে প্রকৃতি সুপ্ত
ভালো বাড়ি পাওয়া কঠিন
মন্দ কথা বলতে নেই
শীতকালে কুয়াশা পড়ে