MCQ
1661. জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-
সমাজ
পানি
মিছিল
নদী
1662. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে-
শব্দ
কারক
ক্রিয়াপদ
পদ
1663. বিশেষ্য পদ নয় কোনটি?
হিমালয়
স্বয়ং
গীতাঞ্জলি
পর্বত
1664. কোনটি ভাববাচক বিশেষ্য নয়?
চলন্ত
সৌন্দর্য
দর্শন
করবে
1665. 'পদ' কত প্রকার / বাংলা ব্যাকরণ অনুযারী পদ কত প্রকার?
৪
৩
৬
৫
1666. শয়ন (শোয়ার কাজ), গমন (যাওয়ার কাজ) কি বাচক বিশেষ্য?
গুণবাচক
ভাববাচক
দ্রব্যবাচক
সংখ্যাবাচক
1667. লুইপা কোন যুগের কবি?
প্রাচীন যুগ
মধ্যযুগ
আদি-মধ্যযুগ
আধুনিক যুগ
1668. কোনটি গুণবাচক বিশেষ্য?
দর্শন
সৌন্দর্য
লবণ
ভোজন
1669. চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল?
নীতি চর্চা
সাহিত্য চর্চা
ধর্ম চর্চা
অনুবাদ চর্চা
1670. চর্যাপদ তিব্বতি ভাষায় কে অনুবাদ করেন?
মুনিদত্ত
কীর্তিচন্দ্র
প্রবোধচন্দ্র বাগচী
হরপ্রসাদ শাস্ত্রী
1671. বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে কি বলে?
কারক
বর্ণ
পদ
ধ্বনি
1672. নিচের কোনটি ভাববাচক বিশেষ্য?
মাটি
সৌরভ
হিমালয়
দর্শন
1673. কোনটি গুণবাচক বিশেষ্য?
কিশোর
তারুণ্য
রোগা
পাথুরে
1674. 'পদ' বলতে কি বোঝায়?
কবিতার চরণ
বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু
প্রত্যয়ান্ত শব্দ বা ধাতু
যেকোনো শব্দ
1675. 'দুঃখ' কোন প্রকার বিশেষ্য পদ?
সংজ্ঞাবাচক
ভাববাচক
গুণবাচক
জাতিবাচক
1676. চাউল, চিনি, কাঠ- এগুলো কি বাচক বিশেষ্য?
বস্তুবাচক
সমষ্টিবাচক
ব্যক্তিবাচক
জাতিবাচক
1677. নিচের বাক্যে 'সুন্দর' শব্দটি কোন পদ? 'সুন্দরের একটি নিজস্ব আকর্ষণ শক্তি আছে।'-
বিশেষণ
ক্রিয়া বিশেষণ
বিশেষ্য
সর্বনাম
1678. নিম্নোক্ত শব্দগুচ্ছের মধ্যে কোনটি বিশেষ্য?
বিস্ময়
মধুর
ভগ্ন
রেশমী
1679. চের কোনটি গুণবাচক বিশেষ্য?
বহর
মধুরতা
সাহসী
দর্শন
1680. 'রুখের তেস্তুলি কুমীরে খাই' এর অর্থ কী?
তেজি কুমিরকে রুখে দিই
বৃক্ষের শাখায় পাকা তেঁতুল
গাছের তেঁতুল কুমিরে খায়
ভুল থেকে শিক্ষা নিতে হয়