20621. ইটের কোন ধরনের গাঁথুনি সর্বোচ্চ লোড নিতে পারে?
ব্যাখ্যা: ইটের গাঁথুনিতে ইংলিশ বন্ড সর্বোচ্চ লোড নিতে পারে। ইংলিশ বন্ডের ক্ষেত্রে একস্তর স্ট্রেচার এবং অপর স্তর হেডার গাঁথুনি হবে। কোনো কোর্সে বা স্তরে হেডার ও স্ট্রেচার পাশাপাশি বসে না। এজন্য সর্বোচ্চ লোড নিতে পারে।