Image
MCQ
20661. Fine aggregate-এর সর্বনিম্ন particle size কত?
0.75mm
0.0075mm
0.075mm
1mm
20662. RCC বিম বা স্ল্যাবের জন্য সর্বোচ্চ Slump কত গ্রহণযোগ্য?
১০ সেমি
১৫ সেমি
২০ সেমি
২৫ সেমি
20663. Concrete placing এবং compacting-এর সময় উপরিভাগে পানি উঠে গেলে তাকে কী বলে?
Segregation
Bulking
Bleeding
Creeping
20664. Concrete placing এবং compaction-এর সময় পানি উপরিভাগে উঠে আসলে তাকে কী বলে?
Segregation
Bleeding
Bulking
Creep
20665. Contour লাইন কাছাকাছি থাকলে জায়গাটি-(MOCA-19]
জলাশয়
পাহাড়ের চূড়া
সমভূমি
কোনোটিই নয়
20666. Ready mix concrete-এ slump বেশি রাখা হয়-
Strength বেশি পাওয়ার জন্য
দীর্ঘ সময় ধরে ব্যবহার করার জন্য
Concrete pump করে ব্যবহার করার জন্য
Concrete-এর জমাটবাঁধা রোধ করার জন্য
20667. Slump test-এর জন্য bullnosed-এর যে রড ব্যবহার করা হয় তার ডায়া-
৩/৪"
১/২"
৫/৮"
৭/৮"
20668. কংক্রিটে Shrinkage strain-এর আনুপাতিক মান-
০.০০৩
০.০০০৩
০.০০০০৩
০.০৩
20669. কংক্রিটের কার্যোপযোগিতা সরাসরি সমানুপাতিক হবে-
সিমেন্ট-খোয়ার অনুপাত
সিমেন্ট-পানির অনুপাত
খোয়ার গ্রেডিং-এর উপর
সবগুলো
20670. চারটি Aggregate নমুনা A, B, C, D এর Los Angeles Abrasion Value যথাক্রমে 18%, 25%, 23% এবং 16%; কোন নমুনাটি সবচেয়ে শক্ত (Hard)?
A
B
C
D
20671. সিমেন্ট মর্টারের কম্প্রেসিভ টেস্টের জন্য ব্যবহৃত কিউব-এর ডাইমেনশন কত?
2cm x 2cm x 2cm
4"x4"x4"
4cm x 4cm x 4cm
2"x2"x2"
20672. Concrete-এর কোন উপাদান রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না?
Cement
Water
Aggregate
কোনোটিই নয়
20673. Water content test করা হয়-
সিমেন্টের
বিটুমিনের
বালির
কোনোটিই নয়
20674. রেলপথে ব্যবহৃত হয়- [BBA-19]
স্পাইরাল বাঁক
যৌগিক বাঁক
লেমনিস্কেট অব বার্নোলি বাঁক
ত্রিমাত্রিক অধিবৃত্ত বাঁক
20675. কংক্রিটে aggregate-এর ভূমিকা কী?
Binding Material
Filler
Catalyst
কোনোটিই নয়
20676. একটি মানচিত্রে RF (Representative Fraction) এর মান 1: 10,000। একটি জরিপ রেখার প্রকৃত দৈর্ঘ্য 500 মিটার হলে, মানচিত্রে তার দৈর্ঘ্য কত হবে? (LGED-191)
৫ সেন্টিমিটার
৫ মিলিমিটার
৫ ইঞ্চি
৫ মিটার
20677. পাহাড়ি এলাকায় কোন Contouring Method ব্যবহৃত -12 হয়? -[HED-19]
Direct Method
Square Method
Cross-section Method
Tachometric Method
20678. Concrete casting-এর পর moist রাখার প্রক্রিয়াকে কী বলে?
Compacting
Finishing
Placing
Curing
20679. পরিবহনের সময় Coarse aggregate যদি Mortar থেকে আলাদা হয়, তখন তাকে কী বলে?
Segregation
Blending
Creeping
Shrinkage