MCQ
20701. সাধারণ জানালার Sill-এর উচ্চতা কত?
৩' উচ্চতা
২'-৬" উচ্চতা
১' উচ্চতা
৪' উচ্চতা
20702. কাঠামোর স্ফেটিক (Efllorescence) সৃষ্টির জন্য দায়ী-
আর্সেনিক
অ্যাসিড
লবণ
ক্ষার
20703. কোনো বদ্ধ ঘেরের অক্ষাংশে বা দ্রাঘিমাংশের বীজগাণিতিক সমষ্টি হবে-
1
2
3
20704. ছোট স্কেলের নকশায়নে বিশেষ উপযোগী-
কম্পাস জরিপ
শিকল জরিপ
প্লেন টেবিল জরিপ
থিওডোলাইট জরিপ
20705. AB রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং 72° হলে, BA-এর হ্রাসকৃত বিয়ারিং হবে-
18° N/E
36° N/E
72° S/W
72° N/E
20706. বামাবর্তী ঘেরের ক্ষেত্রে কোন বাহুর সম্মুখ পূর্ণবৃত্ত বিয়ারিং হবে?
p-a±180°
p-a±90°
p+a± 180°
p+ a ±90°
20707. কম খরচের Floor Finish কোনটি?
মারবেল
মোজাইক
Cement concrete flooring
সিরামিক টাইলস
20708. আমাদের climate-এ বিল্ডিং-এর orientation কী হবে?
পূর্ব
পশ্চিম
দক্ষিণ
দক্ষিণ-পশ্চিম
20709. স্বল্প সময়ে সহজে ঘের দেওয়ার জন্য করা হয়-
তদন্ত জরিপ
প্লেন টেবিল জরিপ
বাস্তু জরিপ
থিওডোলাইট জরিপ
20710. সাধারণ দরজার উচ্চতা কত?
৮' উচ্চতা
৭' উচ্চতা
৬'-৬" উচ্চতা
৫'-৬" উচ্চতা
20711. Fine aggregate Coarse aggregate-এর পৃথকীকরণ Site কত?
3”/4
3”/16
1”/4
1”/2
20712. কোনো রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং 300° হলে হ্রাসকৃত বিয়ারিং কত?
45°
30°
90°
60°
20713. BNBC অনুযায়ী সুউচ্চ ভবন বা Highrise building ন্যূনতম কত তলা হতে হবে?
৬ তলা
৯ তলা
১০ তলা
২০ তলা
20714. বন্ধ ঘেরের সকল উত্তরায়নের সমষ্টি দক্ষিণায়নের সমষ্টির-
সমান
অসমান
কম
বেশি
20715. ওলনসহ চিমটা যন্ত্রটি ব্যবহৃত হয়-
কম্পাস জরিপে
শিকল জরিপে
প্লেন টেবিল জরিপে
থিওডোলাইট জরিপে
20716. BNBC অনুযায়ী গাড়ি র্যাম্পের অনুপাত-
১:৪
১:৬
১:৮
১:১২
20717. কংক্রিট কোন ধরনের লোড নেয়ার ক্ষেত্রে দুর্বল?
Comperssion
Tension
Bending
কোনোটিই নয়
20718. সাধারণ Aluminium জানালার কাঁচের মাপ বা Thickness কত?
3 mm
4 mm
5 mm
8 mm
20719. প্রচুর বৃষ্টিপাতের ফলে গৃহের ছাদ হতে হবে-
সমতল
ঢালু
ডোম আকৃতির
ভল্ট ছাদ
20720. বন্যায় গৃহ রক্ষা করতে কী বাড়াতে হবে?
ছাঁদ উচু করতে হবে
ঘরের প্লিন্থের (Plinth) উচ্চতা বাড়াতে হবে
দেয়ালের উচ্চতা বাড়াতে হবে
জানালার উচ্চতা বাড়াতে হবে