ব্যাখ্যা: 4.75mm (3”/16) নং চালুনি দিয়ে অতিক্রান্ত সকল aggregate- কেই Fine aggregate বলে এবং 4,75mm (3”/16) নং চালুনিতে ধারণকৃত সকল aggregate-কেই Coarse aggregate বলে।
ব্যাখ্যা: সাধারণত জানালার সিলের উচ্চতা ৩ ফিট রাখা হয়। তবে আর্কিটেকচারাল কারণে বর্তমানে ফ্লোর হতে ৬"-৯" উপরে অথবা নিরাপত্তার জন্য ৩০" থেকে ৪৮" উচ্চতা পর্যন্ত সিল রাখা হয়।