MCQ
20741. 'শেষ প্রশ্ন'উপন্যাস কে লিখেছিলেন?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
হুমায়ূন আজাদ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঞ্জিবচন্দ্র চট্টোপাধ্যায়
20742. পাইলের দৈর্ঘ্য 10-15m হলে এর ব্যাস-
35cm
30cm
40cm
45cm
20743. 4m গভীরতা পর্যন্ত পরিখা খনন করতে যে পদ্ধতিতে টিম্বারিং করা হয়-
বক্স শিটিং
স্টে ব্রেসিং
রানার
ভার্টিক্যাল শিটিং'
20744. 10m গভীরতা পর্যন্ত গর্ত খনন করতে টিম্বারিং পদ্ধতি-
বক্স শিটিং
শিট পাইলিং
ভার্টিক্যাল শিটিং
রানার
20745. কোনটি স্প্রেড ফুটিং নয়?
অফসেট ফুটিং
ওয়াল ফুটিং
আরসিসি ফুটিং
র্যাফট ফুটিং
20746. 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'-এই প্রার্থনা কার?
ভাড়ু দত্ত
ঈশ্বরী পাটনী
চাঁদ সওদাগর
নন্ধুবের
20747. 'সাজাহান' নাটকটির নাট্যকার কে?
গিরিশচন্দ্র ঘোষ
দ্বিজেন্দ্রলাল রায়
শিশির ভট্টাচার্য
মনোজ মিত্র
20748. যে পাইল পিলার হিসেবে লোড ট্রান্সফার করে-
ফ্লোটিং পাইল
ফ্রিকশন পাইল
বিয়ারিং পাইল
ব্যাটার পাইল
20749. 'মার্তণ্ড' শব্দের অর্থ কি?
সূর্য
মরুভূমি
চন্দ্র
আকাশ
20750. ভিত্তি সংস্থাপনে সমকোণ মাপা হয়-
3,4 ও 5 একক দৈর্ঘ্য পদ্ধতি দ্বারা
থিওডোলাইট দিয়ে
রাজমিস্ত্রির মাটামের সাহায্যে
উপরের সব কয়টি
20751. বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি?
সুন্দরম
লোকায়ত
কারি ও কলম
উত্তরাধিকার
20752. 'আগড়ম বাগড়ম'বাগধারার অর্থ কি?
সুন্দর কথা
প্রচুর কথা
রাগের কথা
অর্থহীন কথা
20753. রেকিং শোরে ব্যবহৃত স্থাপন করা হয়? রেকারগুলোকে কত ডিগ্রি কোণে স্থাপন করা হয়?
30°-45°
30°-60°
40°-75°
45°-75°
20754. স্ট্রাইপ ফুটিং ব্যবহার করা হয়-
পায়ারে
কলামে
দেয়ালে
দেয়াল ও কলাম উভয়ে
20755. অগভীর ভিত্তি বা ফুটিংকে ভাগ করা যায়-
2
3
4
5
20756. পাঁচতলা দালানের তৃতীয়তলার কলাম ডিজাইনের জন্য লাইভ লোডের কমতির হার-
10%
20%
30%
40%
20757. ডেড শোরে ব্যবহৃত ওয়াল প্লেটের চওড়া-
10-25cm
15-20cm
20-25cm
25-30cm
20758. 'চাঁদ মুখের' ব্যাসবাক্য হলো?
চাঁদ মুখের ন্যায়
চাঁদের মতো মুখ
চাঁদের মতো মুখ
চাঁদ রূপ মুখ
20759. স্টে ব্রেসিং-এ পোলিং বোর্ড স্থাপন করা হয়-
1.5-4m পর পর
2-4m, পর পর
3-4m পর পর
4-5m পর পর
20760. কোন ক্ষেত্রে যুক্ত ফুটিং ব্যবহার করা হয়?
কলামে বেশি লোডন্ড পড়লে
ফুটিং ওভারল্যাপ করলে
ট্রাপিজয়ডাল ফুটিং করার জন্য
ফুটিং যুক্ত করার জন্য