MCQ
20741. কোন ক্ষেত্রে যুক্ত ফুটিং ব্যবহার করা হয়?
কলামে বেশি লোডন্ড পড়লে
ফুটিং ওভারল্যাপ করলে
ট্রাপিজয়ডাল ফুটিং করার জন্য
ফুটিং যুক্ত করার জন্য
ব্যাখ্যা: যুক্ত ফুটিং প্রদান করা হয়
(i) দুটি কলাম খুব কাছাকাছি এবং ওভার ল্যাপ করলে।
(ii) মাটির ভারবহন ক্ষমতা কম হলে অর্থাৎ স্বতন্ত্র কলামের জন্য বেশি জায়গার প্রয়োজন হলে।
(iii) যখন কলাম প্রান্ত সীমানা রেখায় পড়ার ফলে ফুটিং বর্ধিত করার সুযোগ না থাকে।
20742. স্ট্রাইপ ফুটিং ব্যবহার করা হয়-
পায়ারে
কলামে
দেয়ালে
দেয়াল ও কলাম উভয়ে
ব্যাখ্যা: স্ট্রাইপ ফুটিং ওয়ালের জন্য ব্যবহৃত হয়, তাই তাকে স্ট্রাইপ ফুটিং বলে।
20743. 4m গভীরতা পর্যন্ত পরিখা খনন করতে যে পদ্ধতিতে টিম্বারিং করা হয়-
বক্স শিটিং
স্টে ব্রেসিং
রানার
ভার্টিক্যাল শিটিং'
20744. 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'-এই প্রার্থনা কার?
ভাড়ু দত্ত
ঈশ্বরী পাটনী
চাঁদ সওদাগর
নন্ধুবের
ব্যাখ্যা: তথ্য: দেবী অন্নপূর্ণা, তখন ঈশ্বরী পাটনীকে বর প্রার্থনা করতে বলেন।
তিনি, দেবী অন্নপূর্ণার কাছে বর প্রার্থনা করেছেন, তাঁর সন্তান যেন দুধ
ভাত খেয়ে থাকতে পারে।
20745. 'মার্তণ্ড' শব্দের অর্থ কি?
সূর্য
মরুভূমি
চন্দ্র
আকাশ
ব্যাখ্যা: তথ্য: সূর্ধ রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাক্কর, মার্তগ, অংশ, প্রভাকর, কিরণমালী,
20746. ডেড শোরে ব্যবহৃত ওয়াল প্লেটের চওড়া-
10-25cm
15-20cm
20-25cm
25-30cm
20747. 'শেষ প্রশ্ন'উপন্যাস কে লিখেছিলেন?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
হুমায়ূন আজাদ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঞ্জিবচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা: তথ্য: শেষ প্রশ্ন উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচন করেন
। উপন্যাসটি ১৯৩১ সালে প্রকাশিত হয়। এ উপন্যাসের প্রধান
চরিত্রের নাম"কমল এছাড়াও দেবদাস, দত্তা, শুভদা, দেনাপাওনা, শেষের পরিচয়, পন্ডিত মশাই
ইত্যাদি
20748. অগভীর ভিত্তি বা ফুটিংকে ভাগ করা যায়-
2
3
4
5
ব্যাখ্যা: অগভীর ভিত্তি চার প্রকার-
(i) স্প্রেড ফুটিং (Spread footing)
(ii) কম্বাইন্ড বা যুক্ত ফুটিং (Combained footing)
(iii) স্ট্রাপ বা ক্যান্টিলিভার (Strap footing)
(iv) ম্যাট বা র্যাফট ফুটিং (Mat বা Raft food)
20749. রেকিং শোরে ব্যবহৃত স্থাপন করা হয়? রেকারগুলোকে কত ডিগ্রি কোণে স্থাপন করা হয়?
30°-45°
30°-60°
40°-75°
45°-75°
20750. 'চাঁদ মুখের' ব্যাসবাক্য হলো?
চাঁদ মুখের ন্যায়
চাঁদের মতো মুখ
চাঁদের মতো মুখ
চাঁদ রূপ মুখ
ব্যাখ্যা: তথ্য: 'চাঁদ মুখের ব্যাসবাক্য হলো-চাঁদের মতো মুখ। চাঁদমুখ-এ চাঁদেও সৌন্দর্যের সাথে মুখের সৌন্দর্যের অভেদ কল্পনা করা হয়েছে। চাঁদেও আকারের সাথে নয়। তাই এটি রুপক কর্মধারয় সমাস।
20751. পাঁচতলা দালানের তৃতীয়তলার কলাম ডিজাইনের জন্য লাইভ লোডের কমতির হার-
10%
20%
30%
40%
20752. 'সাজাহান' নাটকটির নাট্যকার কে?
গিরিশচন্দ্র ঘোষ
দ্বিজেন্দ্রলাল রায়
শিশির ভট্টাচার্য
মনোজ মিত্র
20753. কোনটি স্প্রেড ফুটিং নয়?
অফসেট ফুটিং
ওয়াল ফুটিং
আরসিসি ফুটিং
র্যাফট ফুটিং
ব্যাখ্যা: অফসেট ফুটিং, ওয়াল ফুটিং, আর সিসি ফুটিং, স্টাপ ফুটিং সমূহের বেজকে ধাপে ধাপে চওড়া করে কাঠামোর ভর বৃহত্তর এলাকায় ছড়িয়ে দেয় যা স্প্রেড ফুটিং-এর অন্তর্ভুক্ত।ম্যাট বা র্যাফট ফুটিং কম্বাইন্ড ফুটিং, যা কাঠামোর নিম্নস্থ সমস্ত ক্ষেত্রেফলকে আবৃত করে কাঠামোর সব দেওয়াল বা কলামকে একযোগে সাপোর্ট প্রদান করে, তাকে র্যাফট ফুটিং বলে।
20754. 10m গভীরতা পর্যন্ত গর্ত খনন করতে টিম্বারিং পদ্ধতি-
বক্স শিটিং
শিট পাইলিং
ভার্টিক্যাল শিটিং
রানার
ব্যাখ্যা: ভার্টিক্যাল শিটিং: এই পদ্ধতিতে নরম মাটিতে ১০ মি গভীরতার জন্য করা হয়। এটা বক্স শিটিং পদ্ধতির অনুরূপ। এক্ষেত্রে খনন কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হয় এবং শেষে একটি অফসেট প্রদান করা হয়।
20755. পাইলের দৈর্ঘ্য 10-15m হলে এর ব্যাস-
35cm
30cm
40cm
45cm
ব্যাখ্যা: পাইলের দৈর্ঘ্য অনুযায়ী পাইলের ব্যাস আকার- 10m দৈর্ঘ্যের জন্য ব্যাস = 35cm
(10-15m) দৈর্ঘ্যর জন্য ব্যাস = 40cm
12m দৈর্ঘ্যের জন্য পাইলের আকার 30×30cm 15m দৈর্ঘ্যের জন্য পাইলের আকার 36×36cm
18m দৈর্ঘ্যের জন্য পাইলের আকার = 40 x 40cm
21m দৈর্ঘ্যের জন্য পাইলের আকার 46 x 46cm
20756. ভিত্তি সংস্থাপনে সমকোণ মাপা হয়-
3,4 ও 5 একক দৈর্ঘ্য পদ্ধতি দ্বারা
থিওডোলাইট দিয়ে
রাজমিস্ত্রির মাটামের সাহায্যে
উপরের সব কয়টি
20757. যে পাইল পিলার হিসেবে লোড ট্রান্সফার করে-
ফ্লোটিং পাইল
ফ্রিকশন পাইল
বিয়ারিং পাইল
ব্যাটার পাইল
ব্যাখ্যা: (i) ফ্লোটিং পাইল: যে পাইল পানিতে ভাসমান থেকে লোড
স্থানান্তর করে।
(ii) ফ্রিকশন পাইল: কাদা বা আলগা নরম মাটিতে স্ক্রিন ফ্রিকশনের মাধ্যমে যে পাইল লোড স্থানান্তর করে। (iii) ব্যাটার পাইল: তীর্যক বল প্রতিরোধ করার জন্য অনুভূমিক বা তীর্যকভাবে যে পাইল বসানো হয়, তাকে ব্যাটার পাইল বলে।
(iv) বিয়ারিং পাইল: যে পাইল নরম মাটির বা পানির মধ্য দিয়ে মাটির শক্ত স্তরে কাঠামোর লোডকে স্থানান্তর করে, তাকে বিয়ারিং পাইল বলা হয়।
20758. বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি?
সুন্দরম
লোকায়ত
কারি ও কলম
উত্তরাধিকার
ব্যাখ্যা: তথ্য: বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার
নাম-উত্তারাধিকার।
20759. 'আগড়ম বাগড়ম'বাগধারার অর্থ কি?
সুন্দর কথা
প্রচুর কথা
রাগের কথা
অর্থহীন কথা
ব্যাখ্যা: তথ্য: আগডুম বাগডুম বাগধারার অর্থ অর্থহীন অসংলগ্ন কথা,
অপ্রয়োজনীয় বাক্য। যেমন বলা হয়-তোমরা আগডুম বাগডুম বন্ধ
করো, আসল কথা বলো।
20760. স্টে ব্রেসিং-এ পোলিং বোর্ড স্থাপন করা হয়-
1.5-4m পর পর
2-4m, পর পর
3-4m পর পর
4-5m পর পর