Image
MCQ
21121. কোন পাইল রিটেইনিং ওয়াল হিসেবে কাজ করে?
অ্যাংকর পাইল
ফেন্ডার পাইল
শিট পাইল
ব্যাটার পাইল
21122. ট্রেড এবং রাইজারের পরিমাণ-
ট্রেড + 2 × রাইজ = 60cm
ট্রেড × রাইজ = 400cm²
ট্রেড + রাইজ = 40cm
উপরের সব কয়টি
21123. Alignment of a road is finally decided on the basis of-
selection of route
trace cut
field survey
none of these
21124. নির্মাণকাজ কত উচ্চতার বেশি হলে স্ক্যাফোল্ডিং নির্মাণ করা হয়?
4m
1.5m
2m
2.5m
21128. টেরাজো ফ্লোরিং-এ মেঝের কত ভাগ জায়গাতে মার্বেল দানা দেখা যাওয়া উচিত?
60%
70%
80%
50%
21129. টির ভারবহন ক্ষমতা বৃদ্ধির নিমিত্তে, মাটির ছিদ্রপথে কত চাপে সিমেন্ট গ্রাউটকে প্রবেশ করানো হয়?
140 kg/cm²
160 kg/cm²
170 kg/cm²
180 kg/cm²
21130. রাজউকের নিয়ম অনুসারে ৩ কাঠার প্লটের কত অংশে ইমারত নির্মাণ করা যায়?
50%
55.5%
62.5%
65%
21131. অগভীর ভিত্তির জন্য কোন পদ্ধতিতে মাটি তদন্ত করা হয়?
ওপেন টেস্ট পিট
প্রবিং
কোর ড্রিলিং
ওয়াশ বোরিং
21132. Los Angeles Abrasion Test-এর জন্য কত গ্রাম sample নিতে হয়?
৩০০০ গ্রাম
৪০০০ গ্রাম
৫০০০ গ্রাম
৬০০০ গ্রাম
21133. RCC লিন্টেলে ব্যবহৃত কংক্রিট মিশ্রণের অনুপাত-
1:2:3
1:16:3
1:2:4
1:3:6
21135. রাজউক-এর নিয়ম অনুসারে প্রাইভেট কার এর জন্য পার্কিং Area কত?
2.4 x 4.6m²
2.2 x 4.3m²
5 x 2.5m²
2.8 x 4.2m²
21136. বাংলাদেশ বিল্ডিং ACI 2008 অনুসারে High-rise building-এর উচ্চতা সর্বনিম্ন কত?
30m
33m
37.5m
45m
21138. The thickness of the parapet wall, on the valley side of the roadway, is usually kept as-
20cm 60cm
60cm
40cm
80cm
21139. Rolling terrain is a terrain with cross-slope of-
upto 10%
25 to 60%
10 to 25%
greater than 60%