EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
21102. Schmidt Rebound Hammer দিয়ে Concrete-এর কী test করা হয়?
Tensile strength
Flexural strength
Modulus of elasticity
Non-destructive test
21103. The practical capacity of a highway is---that of possible capacity.
same as
less than
more than
both (a) and (b)
21104. The sub-base course is placed immediately above the-
sub-grade
base
wearing course
none of these
21105. একটি ইটের সঙ্গে অপর একটি ইটের জোড়াকে বলে-
বেভ জয়েন্ট
সম জয়েন্ট
বন্ড
21106. Slump test-এর জন্য ব্যবহৃত Mould-এর size (bottom diam x top diam × height) হলো-
৫ সেমি × ১০ সেমি x ২০ সেমি
২০ সেমি × ১০ সেমি × ৩০ সেমি
২০ সেমি x ২০ সেমি × ৩০ সেমি
২০ সেমি × ১৫ সেমি × ৩০ সেমি
21107. কংক্রিটের Compression test-এ ব্যবহৃত সিলিন্ডারের ব্যাস ও উচ্চতা যথাক্রমে-
১০ সেমি, ১৫ সেমি
১৫ সেমি, ১৫ সেমি
১৫ সেমি, ২০ সেমি
১৫ সেমি, ৩০ সেমি
21110. অ্যাবাটমেন্ট (Abutment) কী?
ব্রিজের পাইল ক্যাপ
ব্রিজের প্রান্তীয় সাপোর্ট
ব্রিজের নদী মধ্যবর্তী সাপোর্ট
ব্রিজের সুপারস্ট্রাকচার
ব্যাখ্যা: ব্রিজের প্রান্তীয় সাপোর্টকে অ্যাবাটমেন্ট।
21111. কোনটি কনস্ট্রাকশন স্টেজ নয়?
পরিদর্শন
ডিজাইন
মূলধন সংগ্রহ
মালামাল সংগ্রহ
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে-কোনো প্রকল্পের কনস্ট্রাকশন স্টেজগুলো হলো- (i) প্রকল্প সম্পর্কে ধারণা (ii) সাইট পরিদর্শন (iii) ডিজাইন (iv) এস্টিমেন্ট এবং ড্রয়িং (v) বিনির্দেশ প্রস্তুত করা (vi) মালামাল সংগ্রহ (vii) তত্ত্বাবধান।
21112. প্রতিটি কনস্ট্রাকশন স্টেজকে ছোট ছোট কাজ অনুযায়ী ভাগ করাকে বলে-
কনস্ট্রাকশন অপারেশন
কনস্ট্রাকশন স্টেজ
কনস্ট্রাকশন শিডিউল
কোনোটিই নয়
21113. আরসিসি বিম বা স্লাব-এর জন্য সর্বোচ্চ স্লাম্প (Slump) কত সেমি গ্রহণযোগ্য?
১০ সেমি
১৫ সেমি
২০ সেমি
২৫ সেমি
ব্যাখ্যা: সর্বোচ্চ স্লাম্প = 10cm: সর্বনিম্ন স্লাম্প = 2.54cm
21114. প্রজেক্ট ম্যানেজমেন্টের কৌশল কত প্রকার?
2
4
3
5
21115. Building নির্মাণের ক্ষেত্রে DPC দেওয়া হয়-
Plinth Level-এর উপরে
Plinth Level-এর নিচে
Ground Level-এর উপরে
Ground Level-এর নিচে
21118. ভরাট মাটির ক্ষেত্রে উপযোগী-
কম্পোজিট পাইল
আরসিসি পাইল
কাঠের পাইল
শিট পাইল
21119. কনস্ট্রাকশন শিডিউলে উল্লেখ থাকে
অ্যাকটিভিটিসমূহ
কাজের অগ্রগতির হার
অপারেশন শুরুর ও সমাপ্তির তারিখ
সব কয়টি
21120. Concrete mix-এর ক্ষেত্রে Slump value বৃদ্ধি পেলে concrete-এর workability-
বৃদ্ধি পায়
কমে যায়
অপরিবর্তিত থাকে
উপরের কোনোটিই নয়