Image
MCQ
21101. কংক্রিটের Compression test-এ ব্যবহৃত সিলিন্ডারের ব্যাস ও উচ্চতা যথাক্রমে-
১০ সেমি, ১৫ সেমি
১৫ সেমি, ১৫ সেমি
১৫ সেমি, ২০ সেমি
১৫ সেমি, ৩০ সেমি
21103. Concrete mix-এর ক্ষেত্রে Slump value বৃদ্ধি পেলে concrete-এর workability-
বৃদ্ধি পায়
কমে যায়
অপরিবর্তিত থাকে
উপরের কোনোটিই নয়
21104. কোনটি কনস্ট্রাকশন স্টেজ নয়?
পরিদর্শন
ডিজাইন
মূলধন সংগ্রহ
মালামাল সংগ্রহ
21105. একটি ইটের সঙ্গে অপর একটি ইটের জোড়াকে বলে-
বেভ জয়েন্ট
সম জয়েন্ট
বন্ড
21107. প্রতিটি কনস্ট্রাকশন স্টেজকে ছোট ছোট কাজ অনুযায়ী ভাগ করাকে বলে-
কনস্ট্রাকশন অপারেশন
কনস্ট্রাকশন স্টেজ
কনস্ট্রাকশন শিডিউল
কোনোটিই নয়
21108. The sub-base course is placed immediately above the-
sub-grade
base
wearing course
none of these
21109. প্রজেক্ট ম্যানেজমেন্টের কৌশল কত প্রকার?
2
4
3
5
21110. Building নির্মাণের ক্ষেত্রে DPC দেওয়া হয়-
Plinth Level-এর উপরে
Plinth Level-এর নিচে
Ground Level-এর উপরে
Ground Level-এর নিচে
21111. The practical capacity of a highway is---that of possible capacity.
same as
less than
more than
both (a) and (b)
21112. ভরাট মাটির ক্ষেত্রে উপযোগী-
কম্পোজিট পাইল
আরসিসি পাইল
কাঠের পাইল
শিট পাইল
21114. কনস্ট্রাকশন শিডিউলে উল্লেখ থাকে
অ্যাকটিভিটিসমূহ
কাজের অগ্রগতির হার
অপারেশন শুরুর ও সমাপ্তির তারিখ
সব কয়টি
21115. অ্যাবাটমেন্ট (Abutment) কী?
ব্রিজের পাইল ক্যাপ
ব্রিজের প্রান্তীয় সাপোর্ট
ব্রিজের নদী মধ্যবর্তী সাপোর্ট
ব্রিজের সুপারস্ট্রাকচার
21116. Schmidt Rebound Hammer দিয়ে Concrete-এর কী test করা হয়?
Tensile strength
Flexural strength
Modulus of elasticity
Non-destructive test
21117. Slump test-এর জন্য ব্যবহৃত Mould-এর size (bottom diam x top diam × height) হলো-
৫ সেমি × ১০ সেমি x ২০ সেমি
২০ সেমি × ১০ সেমি × ৩০ সেমি
২০ সেমি x ২০ সেমি × ৩০ সেমি
২০ সেমি × ১৫ সেমি × ৩০ সেমি
21119. আরসিসি বিম বা স্লাব-এর জন্য সর্বোচ্চ স্লাম্প (Slump) কত সেমি গ্রহণযোগ্য?
১০ সেমি
১৫ সেমি
২০ সেমি
২৫ সেমি