Image
MCQ
21561. 100 cft ভেজা কংক্রিটের জন্য কত cft শুকনা কংক্রিটের প্রয়োজন? [BPSC-20]
175 cft
150 eft
166 cft
125 eft
21562. গভীর নলকূপ স্থাপনে নিচের কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
অবর্তন খনন পদ্ধতি
ঢেঁকি পদ্ধতি
পানিজেট পদ্ধতি
কও গ উভয় পদ্ধতি
21563. ১ মিটার দৈর্ঘ্যের ১৬ মিমি রডের ওজন কত? [BWDB-20]
১.২৭ কেজি
১১.১৪ কেজি
২.৮৯ কেজি
১.৫৮ কেজি
21564. ইঞ্জিনিয়ারিং শিকলের দৈর্ঘ্য কত? [DMLC-21]
0.66 ft
ft 1
20cm
25cm
21565. আমাদের দেশে অগভীর নলকূপকে নিচের কোন পদ্ধতিতে খনন করে স্থাপন করা হয়?
আবর্তন খনন পদ্ধতি
পানিজেট পদ্ধতি
ঢেঁকি পদ্ধতি
কোনোটিই নয়
21566. গভীর নলকূপের গভীরতা কত মিটারের বেশি?
৩০ মিটার
৪০ মিটার
৫০ মিটার
৬০ মিটার
21567. নিচের কোনটি ত্রিমাত্রিক জরিপ?[BB-21]
শিকল জরিপ
সমতলমিতি
কন্টুর জরিপ
থিওডোলাইট জরিপ
21568. ভিত্তিতে ঢালাইয়ের অনুপাত হয়-
1:2:4
1:6:8
1:3:5
1:3:6
21569. এক ঘনফুট লোহার ওজন কত? [DM-19]
100 lb
200 lb
400 lb
490 lb
21570. ১ ঘনমিটার পানির ওজন কত?
১০০০ লিটার
৫০০ লিটার
১০,০০০ লিটার
৫০০০ লিটার
21571. পাকা কূপ কত মিটারের অধিক হয় না? [BBA-20]
২০
২৫
৩০
৪০
কোনোটিই নয়
21572. কোন ধরনের মাটি পুকুরে পানি ধারণের জন্য সবচেয়ে উপযোগী?
Clay
Sandy Loom
Sandýs
Silt
21573. Rise and Fall method কোন কাজের জন্য ব্যবহার করা হয়?[BPSC-22]
Field survey
Reconnaissance
Total station survey
Calculation of RL
21574. ১০ ঘনমিটার গাঁথুনিতে প্রয়োজনীয় প্রথম শ্রেণির (৯.২৫" × ৪.২৫" × ২.৭৫") ইটের সম্ভাব্য সংখ্যা-(BWDB-20)
৩৮৫০টি
৪৪৫০টি
৪০৬৫টি
৪৬৫০টি
21575. একটি রেণু পুকুরের ২০০০ ঘনমিটার মাটি কাটতে হবে। প্রতি ঘনমিটার ২.৫ কেজি হিসেবে কত গম লাগবে?
২৫ মে. টন
৫ মে. টন
২০ মে. টন
১৫ মে. টন
21576. ১ ঘনফুট পানির একক ওজন কত?
৬০ পাউন্ড
৬৫.৫ পাউন্ড
৬৫ পাউন্ড
৬২.৫ পাউন্ড
21577. পুকুরে মাটি কাটার মধ্য প্রস্থচ্ছেদ-এর সূত্র কোনটি?
(L-Sd) (B-Sd)xd
Lx (B-Sd) xd
(L-Sd) Bd.
কোনোটিই নয়
21578. 1kg/m³ RCC-এর ওজন সাধারণত ধরা হয়- [MOE-05, DM-19]
১০০ কেজি
২৪০০ কেজি
১২০০ কেজি
৩০০ কেজি
21579. ০.০১ হেক্টর একটি পুকুরে ১ মিটার গভীরতায় পানির পরিমাণ কত?
১০০ লিটার
৫০০০ লিটার
১০০০ লিটার
১,০০,০০০ লিটার
21580. Damp Proof Course (DPC) মাপের একক- [BPSC-20]
m
উপরের কোনোটিই নয়