MCQ
1021. 1.3 F.M এবং 2.5 F.M এর বালি একত্রে মিশ্রিত করে 1.7 F.M এর বালি পেতে হলে কী অনুপাতে মোটা দানার বালির সাথে মিহি দানার বালি মেশাতে হবে?
1:0.5
1:1
1:1.5
1:2
1022. Soundness of cement is tested by (সিমেন্টের সাউন্ডনেস দ্বারা পরীক্ষা করা হয়) ?
Vicat's apparatus
Le- chatelier apparatus
Compressive strength testing apparatus
None of these
1023. ১ম শ্রেণির ইটের crushing strength সর্বনিম্ন কত ?
70 kg/cm²
105 kg/cm²
125 kg/cm²
140 kg/cm²
1024. On the basis of Intensity of earthquakes in Bangladesh has been divided into generalized zone of. (বাংলাদেশকে কয়টি সিসমিক জোনে বিভক্ত করা হয়ে)
২
৩
৪
৫
1025. The water bearing Strata is called –
an aquiclude
an aquifer
an aquifage
zone of saturation
1026. সিমেন্টের কি পরীক্ষা করার জন্য Vicat apparatus ব্যবহৃত হয়?
Fineness
Spesific gravity
Setting time
Compressive strength.
1027. নিচের কোনটি এর উপাদান নয়?
Source of water
reatment system
Distribution system
Sanitation system.
1028. Which of the following is the purest form of iron?
Cast Iron
Steel
Pig iron
wrought iron
1029. ১ম শ্রেণির ইটে সর্বোচ্চ কত পানি শোষিত হবে?
১০%
২০%
১৫%
৩০%
1030. কুইক লাইম কোনটি?
CaO
CaCO
Ca(HCO))
Al(SO4)3
1031. ইট প্রস্তুতের মাটিতে সবচেয়ে বেশী প্রয়োজনীয় উপাদান দুটি হলো?
সিলিকা ও এলুমিনা
সিলিকা ও ম্যাগনেসিয়া
ম্যাগনেসিয়া ও লাইম
সিলিকা ও লাইম
1032. কোন সিমেন্টে সর্বোচ্চ পরিমাণ ডাই ক্যালসিয়াম সিলিকেট থাকে?
অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট
লো হিট সিমেন্ট
র্যাপিট সিমেন্ট
সালফেট রেসিসটিং সিমেন্ট
1033. Flood hydrograph এর element কোনাটা ?
Rising limb
Base flow
Falling limb
উপরের সবগুলো
1034. কাঠের Seasoning-এর উদ্দেশ্য কী?
জলীয় বাষ্প হ্রাস করা
ছত্রাকের আক্রমণ প্রতিহত করা
কাঠের আয়ুষ্কাল বৃদ্ধি করা
সবগুলো
1035. Pycnometer দিয়ে কী নির্ণয় করা হয়?
Specific gravity
Voids Volume
Shear strength
Comressive strength
1036. প্রথম শ্রেণির ইট পানিতে ভিজিয়ে রাখলে তা নিজস্ব ওজনের সর্বোচ্চ কত অংশ পানি শোষণ করবে?
1/5
1/4
1/6
1/3
1037. 100 ml পানি 1000 গ্রাম সিমেন্টের সাথে মিশ্রিত করলে Standard consistency কত হবে?
10
5
20
25
1038. Ordinary Portland Cement- Initial Setting time সর্বনিম্ন কত মিনিট হয়?
30
45
60
75
1039. cement উৎপাদনে জিপসাম কেন ব্যবহার করা হয়?
to control strength of cement
to control setting time of cement
to control density of cement
to control temperature
1040. নিচের কোনটির Fire resisting property রয়েছে?
Marble
Compect Sand stone
Lime stone
সবগুলি