Image
MCQ
1241. ইটের উপাদানের আয়রন অক্সাইড- এর পরিমাণ কত?
৮%
১%
৫%
১০%
1242. ভাল পাথর আর্দ্রতা যুক্ত করার জন্য নির্মাণের কাজের কত মাস আগে খোলা বাতাসে রাখতে হয়?
৩ থেকে ৬ মাস
৬ থেকে ৯ মাস
৫ থেকে ১২ মাস
৫ থেকে ৮ মাস
1243. ইটের কাদার ম্যাগনেসিয়ামের কাজ কি?
স্থায়িত্বতা বৃদ্ধি করে
সংকোচ প্রতিহত করে
অপ্রবেশ্যতার পরিমাণ বৃদ্ধি করে
কালো রঙের সৃষ্টি করে
1244. Pick up the correct statement from the following:
The bent up bars at a support resist the negative bending moment
The bent up bars at a support resist the sharing force
The bending of bars near supports is generally at 45°
All the above
1245. The trap which is provided to disconnect the house drain from the street sewer is called
Master trap
Intercepting trap
Interception manhole
All the above
1246. মাত্রাতিরিক্ত সিলিকা ইটকে কি করে?
মৌলডিং এ সুবিধা প্রদান করে
ইটকে দুবল ও ভঙ্গুর করে
ইটকে সংকোচনে প্রতিহত করে
স্থায়িত্বশীলতা বৃদ্ধি করে
1247. তারাজু কাজে কত মিলিমিটার আকারের মার্কেল পাথর ব্যবহার করা হয়?
৪ থেকে ৭ মি.মি.
৫ থেকে ১০ মি.মি.
৩ থেকে ৬ মি.মি.
কোনটি নয়
1250. পাথরের পরীক্ষণ পদ্ধতিতে কয় ভাগের ভাগ করা যায়?
1251. তারাজু কাজে রঙিন সিমেন্ট মর্টারের অনুপাত কত?
১:৩
১:১/২
১:৪
১:২
1252. তারাজু ও মোজাইকের মেঝে শক্ত হওয়ার পর কি পাথর দিয়ে মেঝে ঘষে পালিশ করা হয়?
মার্বেল পাথর দিয়ে
গ্রানাইট পাথর দিয়ে
চুনাপাথর দিয়ে
শানপাথর দিয়ে
1253. ইটের উপাদানে সিলিকন পরিমাণ কত?
৪৫% থেকে ৫০%
৩০%
৬০%
৫৫%
1254. ইটের উপাদানে অ্যালুমিনার পরিমাণ কত?
২৫%
২০%
৩৫%
৩০%
1255. Pick up the correct statement from the following:
The incidental expenses of a miscellaneous character which could not be predicted during preparation of the estimate, is called contingencies
Additional supervising staff engaged at work site, is called work charged establishment
Detailed specifications specify qualities, quantities and the proportions of materials to be used for a particular item
All the above
1256. নিচের কোনটি কৃত্রিম পাথর?
মোজাইক পাথর
বেলে পাথর
শেল পাথর
নিস পাথর
1257. নিচের কোনটি রূপান্তরিত শিলা?
ট্রাপ
প্লেট
গ্রানাইট
কোনটি নয়
1258. ইটের স্থায়িত্বশীলতা মাত্রা বৃদ্ধিতে কোন উপাদানের ভূমিকা অপরিহার্য?
লাইম
আয়রন অক্সাইড
জৈব পদার্থ
সিলিকা
1259. মার্কেল কোন শ্রেণির পাথর?
আগ্নেয় শিলা
রূপান্তরিত শিলা
কঠিন শিলা
পাললিক শিলা