MCQ
1181. নিচের কোনটিতে বিটুমিন সম্পূর্ণরূপে দ্রবণীয়?
তারপিন
পানি
স্পিরিট
অ্যালকোহল
1182. স্পাইক কি ধরনের মেম্বার সংযোগে ব্যবহৃত হয়?
বৃহদাকার
হালকা
সরু
কোনটি নয়
1183. কাঠের জয়েন্টে স্পাইকের দৈর্ঘ্য সাধারণত কত হয়ে থাকে?
১৫-২০ সে.মি.
১০-১৫ সে.মি.
২০-২৫ সে.মি.
২৫-৩০ সে.মি.
1184. The correct Prismoidal formula for volume is
D [first area + last area + Even area + 2 odd areas]
D/3 (first area + last area + 4 Even area + 2 odd areas]
D/3 [first area + last area + 2 Even area + 4 odd areas]
D/6 [first area + odd areas]
1185. নির্মাণ গাত্রে সংরক্ষণকারী প্রলেপনের মূল উদ্দেশ্য কোনটি?
সৌন্দর্য বৃদ্ধি
মসৃণ করা
সামগ্রী আবৃত করা
আবহ ক্রিয়া থেকে রক্ষা করা
1186. নিচের কোনটি আর্দ্রতারোধী জ্বরে ব্যবহৃত হয়?
জিওটেক্সটাইল
ফোম
কটন
বিটুমিন
1187. স্কাই লাইটে কোন ধরনের গ্লাস ব্যবহৃত হয়?
শিট প্লাস
ওয়ার্ড গ্লাস
সোডা লাইম গ্লাস
প্লেট গ্লাস
1188. The 'centre line method' is specially adopted for estimating
Circular buildings
Hexagonal buildings
Octagonal buildings
All the above
1189. বিটুমিনজাত সামগ্রীর বর্ণ কিরূপ?
কৃষ্ণ
শ্বেত
রক্তিম
কোনটি নয়
1190. নিচের কোনটি প্রাকৃতিক জৈব আসঞ্জক?
রক্ত এলবুমিন আঠা
ইউরিয়া ফরমালডিহাইড
ফেনল ফরমালডিহাইড
একইলিক আঠা
1191. নিচের কোনটি পিচ্ছিল কারক?
পানি
মাটি
কয়লা
তেল
1192. বাংলাদেশে কোন গ্যাস ক্ষেত্রে সর্বাধিক গ্যাস মজুদ আছে?
তিতাস
হবিগঞ্জ
হরিপুর
বাখরাবাদ
1193. In case of laying gullies, siphons, intercepting traps, the cost includes
Setting and laying
Bed concreting
Connection to drains
All of these
1194. লাৎ নেইল কোন ধরনের কাঠে ব্যবহৃত হয়?
শক্ত কঠে
লম্বা কাঠে
সরু কাঠে
নরম কাঠে
1195. আমাদের দেশে শীতকালে কত এ.এস. ই নম্বরের পিচ্ছিল কারক ব্যবহৃত হয়?
১০
২০
৩০
৪০
1196. লেন্স তৈরিতে ব্যবহৃত গ্লাসের নাম-
সেফটি গ্লাস
বোর সিলিকেইট গ্লাস
গম্রস ফ্লিট
পাইরোসিয়াম
1197. ফেরো সিমেন্ট পানির ট্যাংক তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
প্রসারিত ধাতুর জলি
লোহার পাত
তার জালি
মোট লৌহদন্ড
1198. অবস্থাভেদে পিচ্ছিল কারক কয় ভাগে ভাগ করা যায়?
৫
৩
৪
২
1199. The inspection pit or chamber is a manhole provided in a base drainage system
At every change of direction
At every change of gradient
At every 30 m intervals Book
All the above
1200. Pick up the incorrect statement from the following:
Dimensions are measured to the nearest 0.01 m
Areas are measured to the nearest 0.01 sq.m
Cubic contents are measured to the nearest 0.1 cum
Weights are measured to the nearest 0.001 tonnes